ব্লগার ওয়েবসাইটের Alternate page with proper canonical tag সমস্যার সমাধান | কিভাবে আপনারা ব্লগার ওয়েবসাইটে Alternate page with proper canonical tag সমস্যার সমাধান করবেন

By Sujit Durlov

Updated On:

ব্লগার ওয়েবসাইটের Alternate page with proper canonical tag সমস্যার সমাধান | কিভাবে আপনারা ব্লগার ওয়েবসাইটে Alternate page with proper canonical tag সমস্যার সমাধান করবেন

 

আপনাদের কাছে যদি একটি ব্লগার ওয়েবসাইট থাকে এবং আপনি প্রতিনিয়ত সেখানে আর্টিকেল লিখে থাকেন তবু আপনার আর্টিকেলগুলি ঠিকঠাক মতো ইনটেক্স হচ্ছেনা গুগল সার্চ কমছে নাকি আপনারা এমন অনেক কিছুই করে দেখেছেন তবুও কিছুতেই এই সমস্যার সমাধান হচ্ছে না তাই আজকে ২০২৪ সালে একটি নতুন টিপস আমি আপনাদেরকে দেবো যার ফলে আপনার ওয়েবসাইটে থাকায় এই ধরনের সমস্যার সমাধান নিজেরাই করে নিতে পারবেন।


Alternate page with proper canonical tag সমস্যার সমাধানঃ নতুন ব্লগারদের ক্ষেত্রে এই সমস্যাটা কমন দেখা যায়। আপনি যদি এই সমস্যার সাথে জর্জরিত হয়ে থাকেন তবে এই আর্টিকেলটি সম্পূর্ণ করুন এবং আমাদের দেখানো স্টেপ বাই স্টেপ ফলো করুন তবে কিন্তু এই সমস্যা আপনাদের হাত থেকে দূরে চলে যাবে পনাদের পোস্টগুলো গুগলের র‍্যাংক করবে এবং গুগল সার্চ কনসোলে কোন সমস্যা দেখা দেবে না নতুন করে-


আপনার আর্টিকেলের URLগুলি যদি ডুব্লিকেট হয়ে যায় সেক্ষেত্রে গুগল কিন্তু বুঝতে পারেনা আপনার অরিজিনাল আর্টিকেল কোন ইআরএল এর মধ্যে রয়েছে কোনটাকে তারা ইনডেক্সের জন্য পাঠাবে, সেই জন্য এই সমস্যা তুলে ধরে সার্চ কনসিলের মাধ্যমে সহজে আপনারা এই সমস্যার সমাধান করে নিতে পারবেন নিচে দেওয়া কোডটিকে প্রথমে আপনাকে কপি করে নিতে হবে।


<script>
(function() {

  var url = window.location.href;

  if (url.indexOf('?m=1') !== -1) {

    url = url.replace('?m=1', '');

    window.history.pushState(null, null, url);

  }

})();

</script>

এবার আপনি এই কোডটিকে সম্পূর্ণ নেওয়ার পর আপনাকে চলে যেতে হবে ব্লগার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে সেখানে গিয়ে আপনি থিমস অপশনটিকে বেছে নেবেন সেখানে এডিট html এ যাওয়ার পর CTRL+F এর সাহায্যে খুঁজে নিতে হবে </body> আর এর ঠিক উপরের অংশে আপনাকে ওই কপি করা কোডটিকে সম্পূর্ণ বসিয়ে থিমটিকে সেভ করে দেবেন।


এবার আপনাকে Google Search Console যাওয়ার পর আপনাকে এই সমস্যাটিকে বেছে নিয়ে নির্দিষ্ট স্থানে Valitadion অপশনটিতে ক্লিক করার পর ২৪ ঘন্টার পর আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে এবং আপনি পুনরায় যদি আপনার আর্টিকেলগুলোকে ইনডেক্স করেন তাহলে সে আর্টিকেলগুলো গুগলে ইনডেক্স হয়ে যাবে। আমাদের আর্টিকেলটি থেকে যদি আপনাদের কোন কাজে লেগে থাকে তবে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের নাম লিখে যাবেন। 

আপনার ওয়েবসাইটে যদি Canonical Tag সমস্যা দেখা যায় তাহলে আপনি আমাদের দেওয়া উপরের ইনফরমেশন গুলি ফলো করতে পারেন এছাড়াও আপনারা যদি এই ধরনের সমস্যায় জর্জনিত হন বা এই ধরনের সমস্যা কেন আপনার ওয়েবসাইটে আসে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি।

আপনার ওয়েবসাইটে যদি

Canonical Tag সমস্যা দেখা যায় তাহলে আপনি আমাদের দেওয়া উপরের ইনফরমেশন গুলি ফলো করতে পারেন এছাড়াও আপনারা যদি এই ধরনের সমস্যায় জর্জনিত হন বা এই ধরনের সমস্যা কেন আপনার ওয়েবসাইটে আসে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি।এটা সাধারণত এসে থাকে আপনার ওয়েবসাইটে যদি মোবাইল ফ্রেন্ডলি কোন ট্যাগ না থেকে থাকে অর্থাৎ আপনার লেখা আর্টিকেল গুলির পিছন দিকে দেখবেন ?m=1 আছে তাহলে মনে রাখবেন আপনার ওয়েবসাইটের আর্টিকেল গুলি মোবাইল ফ্রেন্ডলি নয় আপনার থিমটা হল মোবাইল ফ্রেন্ডলি নয়। এর জন্য মোবাইল এর যে সমস্ত বোর্ড গুগলের বোর্ড আপনার ওয়েবসাইটকে ক্রাউল করে তখন মোবাইল ফ্রেন্ডলি না দেখলে আপনার লেখা আর্টিকেলগুলিকে তারা কেননিকাল ট্যাগ সমস্যা সাথে যুক্ত করে যার জন্য আপনার চেয়ে আর্টিকেল গুলি ইনডেক্স হয় না অথবা ভালো ইনফরমেশন থাকা সত্ত্বেও আপনার ওয়েবসাইটে সেই ইনফরমেশন গুলি গুগল সার্চএ আসেনা তাই আপনার এই ধরনের সমস্যা গুলি দেখা যায়। যে সমস্ত নতুন ব্লগাররা এগুলোকে ইগনোর করে তাদের ব্লগিং ক্যারিয়ার খুব বেশি সফল হয় না এবং তারা ব্লগিং করে অত বেশি অর্থ উপার্জন করতে পারে না। ওয়ার্ডপ্রেসের জন্য সাধারণত এই সমস্যাগুলো কম হয়ে থাকে তবে যারা ব্লগার এ আপনার ব্লগিং ক্যারিয়ার শুরু করেন তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যার বেশি দেখা যায়। আমার দেওয়া এই ইনফরমেশন কি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের ওয়েবসাইটে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর আমি প্রতিদিন নতুন নতুন টিউটোরিয়াল এই ওয়েবসাইটে প্রোভাইড করব যাতে আপনারা আপনাদের ব্লগিং ক্যারিয়ারে সফল হতে পারন। 

 

একজন ব্লগারকে তার ওয়েবসাইটের সমস্ত ত্রুটি গুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যাতে এই ডিজিটাল যুগের নিজের কনটেন্ট প্রোভাইড করলে সেই কনটেন্ট গুলি যাতে অন্যান্য ব্লগারদের সাথে দ্রুততর ভাবে কম্পিটিশন করে নিজের জায়গা দখল করতে পারে। আপনি যদি একজন ব্লগার হন তবে আপনাকে আপনার ব্লগটির উন্নতি এবং অবনতির দিকে লক্ষ্য রাখতে হবে আপনার ওয়েবসাইট যদি কোন নির্দিষ্ট কিওয়ার্ড দ্বারা রাঙ্ক করা শুরু হয় তাহলে আপনারা মনে রাখবেন সেই কিওয়ারটিকে টার্গেট করে আপনার আরো নতুন নতুন আর্টিকেল প্রোভাইড করতে হবে এটা কিন্তু একটা ভালো ব্লগারের প্রথম কাজ।

 


Technical Prokash

Technical Prokash- আমি প্রকাশ দুর্লভ। গত ২ বছর যাবৎ এসইও মার্কেটিংয়ের মাধ্যমে ওয়েবসাইট র‍্যাঙ্কিং, ভিজিটর বা সেল বৃদ্ধি করে গ্রাহকদের সহায়তা করছি। মূলত এই ওয়েবসাইট থেকে আপনারা ব্লগিং সংক্রান্ত সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন কিভাবে একটি ফ্রি ব্লক বানিয়ে অর্থ উপার্জন করবেন সেই সঙ্গে এসিও কিভাবে করবেন এছাড়াও ব্লগারের বিভিন্ন প্রিমিয়াম থিম গুলো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব

  • Call- 9749344711
  • Mail- Technicalprokash@gmail.com
  • Adress- Harinagar Ranaghat Dist- Nadia, Pin-741201

Leave a Comment