আপনার ব্লগার ওয়েবসাইটে যদি নতুন থিম আপলোড করতে গিয়ে কোন সমস্যা সৃষ্টি হয় তাহলে আপনারা কিভাবে সেই সমস্যার সমাধান করবেন তাই নিয়েই আজকের এই আর্টিকেলে আলোচনা করব। নতুন ব্লগারদের ক্ষেত্রে এই ধরনের সমস্যার বেশি দেখা যায় তখন অনেকেই কিন্তু বিভ্রান্তি হয়ে যায় টিম আপলোড করতে পারে না ইউটিউবে কিংবা গুগলে সার্চ করতে থাকে।
এই সমস্যাটা হলে প্রথমে আপনারা গুগল এডসেন্সের অ্যাড কোডটিকে কপি করবেন তারপরে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে চলে যাবেন যেখানে গিয়ে ড্যাশবোর্ডে ক্লিক করে Theme অপশনটিকে বেছে নেবেন সেখানে Edit Html অপশনটিতে ক্লিক করে আপনার সমস্ত কোড দিকে ওপেন করে নেবেন
Step-1
Step-2
Step-3
Step-4
Step-5
Step-6
এবার এই সমস্ত স্টেপ কমপ্লিট হয়ে গেলে আপনারা থিমটিকে সেভ করে দেবেন তারপর আবার আপনাকে যেতে হবে AdSense 2 স্টেপটিতে এখানে এভাবে উপরে দেওয়া চিত্র অনুযায়ী করবেন তারপরে সেভ করে দিলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে।