How to Generat XML Sitemap for Your Blogger Website | ব্লগার ওয়েবসাইটে কিভাবে XML সাইটম্যাপ লাগাবেন?
বন্ধুরা আজকে আর্টিকেলে নতুন ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ একটি ব্লগিং সেটিং সম্পর্কে আলোচনা করব যেটা ছাড়া হয়তো আপনাদের ওয়েবসাইট কখনোই AdSense অ্যাপ্রুভাল হবে না এবং আপনার ওয়েবসাইটটি লেটেস্ট আপডেট গুলো গুগলের কাছে দ্রুত পৌঁছাবে না এর জন্য বন্ধুরা আপনাদেরকে আপনাদের ওয়েবসাইটটির জন্য সাইট ম্যাপ তৈরি করতে হবে। ব্লগার ওয়েবসাইটে সাইট ম্যাপের জন্য আপনাদেরকে অনেক সময় হয়তো গুগল এডসেন্স আপনাকে রিজেক্ট করে এই সাইট ম্যাপ না থাকার জন্য আপনাদের সাইটে।
ব্লগার ওয়েবসাইটে সাইটম্যাপের গুরুত্ব কি ?
এককথায় বলতে গেলে সাইটম্যাপ হলো ব্লগার ওয়েবসাইটের এক্সএমএল ফাইল যার মধ্যে আপনার ব্লগার ওয়েবসাইটের সকল পোস্টগুলো তো আপনার ওয়েবসাইট এর সমস্ত ইউআরএল পেজ, ক্যাটাগরি যুক্ত হয়ে থাকে। এক কথায় বলতে গেলে সাইট ম্যাপ আপনাদের ওয়েবসাইটের একটি মানচিত্র যা গুগল সারছে ইঞ্জিনে আপনার ওয়েবসাইট সংক্রান্ত ধারণাগুলি দিয়ে থাকে। এই ফাইলকেই সাইটম্যাপ বলা হয়।
যেমন উদাহরণস্বরূপ বলা হয়ে থাকে আমরা যখন কোথাও ঘুরতে থাকি গুগল ম্যাপের সাহায্যে লোকেশন নির্ধারণ করি তেমন Sitemap হল আপনার ওয়েবসাইটের জন্য আপনার কনটেন্ট ও আপনার পোস্টগুলির পথ নিদর্শক। সাইট ম্যাপ সাধারণত দু প্রকার হয়ে থাকে -
- Html Sitemap
- XML Sitemap
- Goto https://www.labnol.org/
- Copy Your Site URL
- Past করবেন এই ওয়েবসাইটে নিচের চিত্রের মত
এবার সাইট ম্যাপ তৈরি হয়ে গেলে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে ড্যাসবোডে যাবেন সেখানে আপনি Setting এর একটি অপশন পাবেন সেখানেই আপনার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- Goto Blogger Dashboard
- Click Setting Tab
- Fiend Custom Robote TXT
- Past Sitemap Code and Save it
User-agent: *
Disallow: /search
Allow: /
Sitemap: https://bengalijurney.blogspot.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500
এইভাবে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের জন্য বসিয়ে দিতে পারেন। এবার অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা হতে পারে XML Sitemap আপনার ওয়েবসাইটে কিভাবে লাগাবেন ? এর জন্য আমরা আপনাকে একটি কোড প্রোভাইড করব এবং স্টেপ বাই স্টেপ গাইড করব -
নিচের চিত্র অনুযায়ী প্রথমে আপনাকে Thems Option যেতে হবে।
]]><</b:skin>
এটাকে খুঁজে নেওয়ার পর আপনাকে ঠিক এর উপরের অংশে নিচের দেওয়া কোডটিকে বসিয়ে Save করে দেবেন।
/* Sitemap plugin By Dikifeed.com */
#bp_toc{color:#000;margin:0 auto;padding:0;border:1px solid #000;float:left;width:100%}span.toc-note{display:none}#bp_toc tr:nth-child(2n){background:#f5f5f5}td.toc-entry-col1 a{font-weight:700;font-size:14px}.toc-header-col1,.toc-header-col2,.toc-header-col3{background:#05d83b}.toc-header-col1{padding:10px;width:250px}.toc-header-col2{padding:10px;width:75px}.toc-header-col3{padding:10px;width:125px}.toc-header-col1 a:link,.toc-header-col1 a:visited,.toc-header-col2 a:link,.toc-header-col2 a:visited,.toc-header-col3 a:link,.toc-header-col3 a:visited{font-size:13px;text-decoration:none;color:#fff;font-weight:700;letter-spacing:.5px}.toc-header-col1 a:hover,.toc-header-col2 a:hover,.toc-header-col3 a:hover{text-decoration:none}.toc-entry-col1,.toc-entry-col2,.toc-entry-col3{padding:5px;padding-left:5px;font-size:12px}.toc-entry-col1 a,.toc-entry-col2 a,.toc-entry-col3 a{color:#000;font-size:13px;text-decoration:none}.toc-entry-col1 a:hover,.toc-entry-col2 a:hover,.toc-entry-col3 a:hover{text-decoration:underline}#bp_toc table{width:100%;margin:0 auto;counter-reset:rowNumber}.toc-entry-col1{counter-increment:rowNumber}#bp_toc table tr td.toc-entry-col1:first-child::before{content:counter(rowNumber);min-width:1em;min-height:3em;float:left;border-right:1px solid #fff;text-align:center;padding:0 11px 1px 6px;margin-right:15px}td.toc-entry-col2{text-align:center}
এরপরে আপনাকে ব্লগার ওয়েবসাইটে ড্যাশবোটে গিয়ে Creat New Page করতে হবে তারপর সেখানে Html ভিউ করার পর নিচের দেওয়া সমস্ত কোড গুলিকে সেখানে বসিয়ে Publish করে দেবেন।
<div id="bp_toc">
</div>
<script src='http://mybloggerlab.com/js/sitemap.js' type="text/javascript"></script>
<script src="/feeds/posts/summary?alt=json-in-script&max-results=9999&callback=loadtoc" type="text/javascript"></script>
তো বন্ধুরা এটাই হল ব্লগার ওয়েবসাইটে xml sitemap তৈরি করার একমাত্র উপায়। এবার আপনি যখনই কোন পোস্ট করবেন তখনই আপনার সাইট ম্যাপ পেজে এই পোস্টগুলি দেখানো শুরু করবে বন্ধুরা আপনারা যদি আমার এই আর্টিকেলটি পড়ে উপকৃত হন তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন।