আপনার ব্লগ ওয়েবসাইট থেকে "?m=1" কিভাবে রিমুভ করবেন ? How to Remove "? m=1" on Your Blogger Site ?
আজকের এই আর্টিকেল থেকে আমরা শিখব আপনার ব্লগার ওয়েবসাইটের url এর পিছনে থাকা (?m=1) কিভাবে রিমুভ করবেন বা সরাবেন। নতুন ব্লগারদের ক্ষেত্রে অনেক সময় তাদের ওয়েবসাইটটি প্রফেশনাল দেখাতে চাই যার জন্য তারা নিজের ওয়েবসাইটে প্রফেশনাল থিম লাগানো প্রিমিয়াম টিম সহজেই ক্রয় করে নেয় এবং সেগুলো লাগিয়ে দেয় তাতে তাদের ওয়েবসাইটটি একটু প্রিমিয়াম লোক হলেও অনেক কিছুই থেকে থাকে যেগুলো তারা না চাইতেও তাদের ওয়েবসাইটের ওপর দেখা যায়। এমনই একটা বিষয় নিয়ে আজকের এই আর্টিকেলে আলোচনা করতে চলেছি।
Note: এই আর্টিকেল থেকে আপনারা জানবেন কিভাবে আপনাদের ওয়েবসাইটের ইউআরএল থেকে ?m=1 সেমবল টিকে রিমুভ করবেন এছাড়াও থাকবে এই কাজটি করার কুফল ও সুফল সম্পর্কে বিস্তারিত।
আপনার ওয়েবসাইট থেকে ?m=1 সরালে যে সমস্ত অসুবিধা গুলি আপনার সাথে ঘটতে পারে ?
এটা নতুন ব্লগাররা অনেক সময় করে থাকে তাদের ওয়েবসাইটটিকে একটু এডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা এই কাজটি করে থাকি। এটা করলে যদিও আপনার ওয়েবসাইটের ইভালটিকে একটু সুন্দর লাগবে তাছাড়া আর কিছুই নয়। তবে এর দিক থেকে ভাবলে এই ওয়ার্ডটি ছাড়া আপনার ওয়েবসাইটে যেকোনো আর্টিকেল গুগলের কাছে দ্রুত ইনডেক্স হবে না, আপনার আর্টিকেলে থাকা কোন কিওয়ার্ড ভালোভাবে র্যাঙ্ক হবে না।
এক কথায় বলতে গেলে আপনার ওয়েবসাইটের ১২ টা বেজে যেতে পারে এই কাজটি যদি আপনি একবার করেন। Google Search Console আপনার ওয়েবসাইটের উন্নতি এবং অবনতি কোনটাই কিন্তু চিহ্নিত করতে পারবে না এবং আপনাকে দেখিয়ে দিতে পারবে না। যার ফলে আপনার ব্লগিং ক্যারিয়ার কোন জিনিস সফল হবেনা। এইবার যারা ভাবছেন তবু আপনার ওয়েবসাইটটিকে প্রফেশনাল দেখাবার জন্য এই কাজটি করবেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি লিখছি তাই মন দিয়ে আপনারা আমাদের এই আর্টিকেলটি সম্পূর্ণ করবার চেষ্টা করুন।
Note: m=1 এটা আসার কারণ হচ্ছে ব্লগার ওয়েবসাইট যখন আপনারা মোবাইল থেকে ওপেন করবেন তখন আপনার ওয়েবসাইটের মধ্যে থাকা থিমটি মোবাইল ফ্রেন্ডলি Mobile Friendly রয়েছে বলে M=1 এই কোডটি ইউ আর এল এর সাথে যুক্ত থাকে। আবার আপনি যখন কম্পিউটারে এই সাইটটি কি ওপেন করবেন তখন আবার এই চিহ্নটি দেখতে পাবেননা। এটা সরিয়ে দিলে আপনার ওয়েবসাইট লোডিং স্পিড একটু কমে যাবে এই সমস্যাটাই একটু বেশি আমাদের ওয়েবসাইটের ওপর প্রভাব পড়বে।
M=1 সরিয়ে দেওয়ার পদ্ধতি | M=1 Removal Process on Your Blogger Website : এর জন্য আপনাকে আমাদের নিচে দেওয়া কোডটিকে সম্পূর্ণ কপি করে নিতে হবে। তারপর আপনাকে Blogger Dashboard যেতে হবে সেখানে আপনারা Thems অপশনটিতে ক্লিক করে Edit Html ওপেন করবেন সেখানে আপনাদেরকে ctrl+F দ্বারা Search করতে হবে </body> আর এর ঠিক উপরের অংশে নিচে দেওয়া কোডটিকে বসিয়ে Save করে দেবেন।
<script type='text/javascript'>
//<![CDATA[
var uri = window.location.toString();
if (uri.indexOf("%3D","%3D") > 0) {
var clean_uri = uri.substring(0, uri.indexOf("%3D"));
window.history.replaceState({}, document.title, clean_uri);
}
var uri = window.location.toString();
if (uri.indexOf("%3D%3D","%3D%3D") > 0) {
var clean_uri = uri.substring(0, uri.indexOf("%3D%3D"));
window.history.replaceState({}, document.title, clean_uri);
}
var uri = window.location.toString();
if (uri.indexOf("&m=1","&m=1") > 0) {
var clean_uri = uri.substring(0, uri.indexOf("&m=1"));
window.history.replaceState({}, document.title, clean_uri);
}
var uri = window.location.toString();
if (uri.indexOf("?m=1","?m=1") > 0) {
var clean_uri = uri.substring(0, uri.indexOf("?m=1"));
window.history.replaceState({}, document.title, clean_uri);
}
//]]>
</script>