কিভাবে বুঝবেন আপনি গর্ভবতী হয়েছেন ? প্রেগন্যান্ট হওয়ার লক্ষণ গুলি কি কি ?

কিভাবে বুঝবেন আপনি গর্ভবতী হয়েছেন ? প্রেগন্যান্ট হওয়ার লক্ষণ গুলি কি কি ?

How to check Pregnency


 আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের সঙ্গে গর্ভবতী হওয়ার কারণ গুলি নিয়ে আলোচনা করব। এই আর্টিকেলের বিষয়বস্তু থাকবে কিভাবে আপনারা বুঝবেন আপনারা গর্ভবতী হয়েছেন। এই সময় আপনাদের কি কি করা উচিত। একদম ডিটেলসে এই আর্টিকেলে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। আর্টিকেলটি আর্টিকেলটি স্কিপ না করে সম্পূর্ণ সম্পূর্ণ পড়ার চেষ্টা করবেন।how to tell if you are pregnant,

 গর্ভবতী হওয়ার কারণ গুলি কি কি ?

 মহিলাদের ক্ষেত্রে আমরা কিন্তু পেরিয়েডস মিস হওয়া মানেই মনে করি আমরা গর্ভবতী হয়েছি। তবে তার কয়েক সময় আগেই বেশ কিছু লক্ষণ আমাদের বুঝিয়ে দেয় আমরা গর্ভবতী হয়েছি। জেনে নিন পিরিয়ডস না হলেও গর্ভধারণের কারণগুলি কি আছে।

Early pregnancy symptoms :- অধিকাংশ বিবাহিত মহিলারা এটা ভেবে থাকেন কোন মাস পিরিয়ডস মিস হওয়ায় তারা প্রেগনেন্ট। শুধু যে পিরিয়ডস মিশ হওয়ায় প্রেগনেন্সি কারণ এটা নয় অনেক সময় পিরিয়ডস চলাকালীন প্রেগনেন্ট হয়ে থাকেন। পিরিয়ড ছাড়া শরীরের কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনি প্রেগন্যান্ট। 

মর্নিং সিকনেস - সকালের দুর্বলতা ভাব থাকলে প্রেগনেন্সির এক গুরুত্বপূর্ণ লক্ষণ মনে করা হয়। দিনে ও রাতেও  উইকনেস ভাব থাকে। গর্ভধারণের একমাস পর থেকে এই সমস্যা দেখা দেয়। চার থেকে ছয় সপ্তাহ পর বমি হতে থাকে আবার আবার ঘুম থেকে ওঠার পর সকালে গা গোলানো ও বমিও হতে থাকে। তবে সকালেই যে বমি হবে তা নয় সারাদিনে একাধিকবার বমি হয়। ৮০ শতাংশ মহিলা রায় পিরিয়ডস মিস হওয়ার আগে থেকেই বমির সমস্যায় ভোগেন।আবার অনেক সময় কিছু গর্ভাবস্থার মহিলাদের ক্ষেত্রে ছয় সপ্তাহ বা তার আগে থেকেই বমি অনুভূতি হতে থাকে।


স্তন যুগলের পরিবর্তন

হঠাৎ করে আপনার স্তনের আকার বৃদ্ধি পাওয়া ও হঠাৎ করে ব্যথা সৃষ্টি হওয়া আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা হতে পারে। ধীরে ধীরে আপনার স্তন দুটি ভারী হয়ে যাবে ও ব্যথা যন্ত্রণা সৃষ্টি হবে দুই সপ্তাহ আগে পর্যন্ত। আপনাদের সাথে যদি এমন কিছু করতে থাকে তাহলে অবশ্যই আপনারা প্রেগনেন্সি টেস্ট করাতে পারেন।

 শরীরের তাপমাত্রা বৃদ্ধি

যদি দেখা যায় হঠাৎ করে আপনার মাথা ঘোরা পেটে যন্ত্রণা এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে জ্বর জ্বর ভাব লাগছে এবং আপনার শরীরে আল সামি ভাব সৃষ্টি হয়েছে তাহলে ভাববেন আপনি গর্ভবতী হতে চলেছেন এই সময় আপনাদের শরীরের সঙ্গে অনেক কিছুই পরিবর্তন ঘটে যেমন হঠাৎ করে ঠান্ডা লাগ এর কারণগুলো হলো শরীরে প্রজেষ্টারন হরমোনের বৃদ্ধি পাওয়া যা আপনার শরীরে 20 দিন পর্যন্ত চলতে পারে।

খাওয়া দাওয়ার ইচ্ছার পরিবর্তন

 হঠাৎ করে যদি আপনার কোন কিছু খেতে না ভালো লাগে যা খাবেন বমি বমি ভাব লাগবে একটু টক জল খাওয়ার ইচ্ছা বেশি থাকে ভাববেন আপনি প্রেগনেন্সির দিকেই করছেন তখন কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এমন রীতিমতো খাবারে অরুচি থাকলে হবে না আপনার শরীরের ওপর যত্ন নিতে হবে এই সমস্ত লক্ষণগুলি থাকলে আপনি সত্যিই ১০০% গর্ভবতী হয়ে গিয়েছেন। তবে আমাদের এই আর্টিকেলে আরো বিষয় করছো জানার থাকলে আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা সাধারণত যে সমস্ত লাইন গুলি ধরিয়ে দিলাম আপনাদের সাথে আপনার যদি এগুলি মেনে চলেন আর এগুলি যদি আপনাদের সাথে ঘটতে থাকে তাহলে অবশ্যই আপনারা ভাববেন আপনারা গর্ভবতী হয়ে গিয়েছেন।


 আর্টিকেলটি সম্পন্ন করার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের আর্টিকেলটি শেষ করছি আপনারা যদি কোন সমস্যায় জড়িত হয়ে থাকেন মনে কোন সন্দেহ হয়ে থাকে ঠিকঠাক মতো পিরিয়ডস হচ্ছে না, খাবার দেওয়ার ইচ্ছা নেই, আপনারা যদি অস্ত্র সমস্যা সাথে যুক্ত হয়েছেন, আপনাকে যদি স্কিনে কোন সমস্যা হয়ে থাকে, আপনাদের চুল পড়া সমস্যা থাকলে অবশ্যই আমাদের জানাবেন আমরা এর উপর কোন আর্টিকেল তৈরি করে আপনাদের সেই সমস্ত পরামর্শ দেবো যাতে আপনারা এই ধরনের রোগের হাত থেকে সহজেই রেহাই পেতে পারেন। এছাড়াও নিত্য প্রয়োজনীয় খুঁটিনাটি জানবার জন্য আপনারা আমাদের ওয়েবসাইটটিকে ফলো করতে পারেন।

Disclaimer: The information in this article is for informational purposes only and should not be construed as legal advice on any matter and does not create a lawyer-client relationship

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

GP Global