বিদুরকে কেন হত্যা করলেন শ্রীকৃষ্ণ ?
মহাভারত কালে এমন অনেক চরিত্র আছে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন | তবুও তারা সেই কালে তাদের নিজের অস্তিত্ব পালন করতে পারেনি তাদের যোগদান মহৎ হওয়া সত্বেও কোন কারণবশত বিশ্বের কাছে কোন প্রকাশ পায়নি এমন এক চরিত্রের মধ্যে অন্যতম হলেন বিদুর | অর্ধ কুশল মনীষী এবং বুদ্ধিমান বিদুর মহাভারতের কেন্দ্রীয় চরিত্র গুলির মধ্যে একজন এমনটাই মানা হয়ে থাকে | কিন্তু অনেকেই তার চরিত্রকে সঠিকভাবে জানেন না, যদিও মানুষ তাকে কোন ভুলবশত জেনেও থাকে তবে এটাই জানেন তিনি হস্তিনাপুরের মন্ত্রী ছিলেন। যদি ওকেও মহাভারত গ্রন্থটিকে অতি যত্ন সহকারে পড়ে থাকেন তাহলে তিনি জানবেন তিনি কৌরব ও পাণ্ডবদের কাকা ছিলেন | তিনি ধৃতরাষ্ট্র ও পান্ডুর ভাই ছিলেন তবে তিনি কোন সাধারণ ভাই নয় তিনি ছিলেন বড় ভাই | তবে এই কথাটি খুবই কম লোকই জানেন জেতার জন্ম হয়েছিল ধৃতরাষ্ট্র ও পান্ডুর আগে | বিদুরকে কেন হত্যা করলেন শ্রীকৃষ্ণ ?
তবে সব থেকে বড় ভাই হওয়া সত্ত্বেও বিদুর রাজপথ কখনো পায়নি তিনি মান সম্মান পাওয়া সত্ত্বেও তিনি কখনোই পরিবার থেকে কোন বড় অধিকার পাননি তবে এমনটা কেন হয়েছিল আজকের এই আর্টিকেলে আমরা সকলে জানবো |
বিদুর কেন রাজপথ পায়নি ? বিদুরকে কেন হত্যা করলেন শ্রীকৃষ্ণ ?বিদুরকে কেন হত্যা করলেন শ্রীকৃষ্ণ ?
এই প্রশ্নটির উত্তর তার জন্ম থেকেই আমরা জানতে পারবো আসলে বিদূর কোন রানী বা মহারানীর পুত্র নয় বরং এক দাসীর পুত্র ছিলেন হস্তিনা পুরের রাজা বিচিত্র বীর্য তার ২ স্ত্রীকে সন্তান সুখ দিতে বিফল হচ্ছিলেন পরে অন্তিমে মারণ রোগে জর্জরিত হয়ে পরলোক গমন করেন | এরপর কি হবে হস্তীনাপুরের পরম রক্ষাকর্তা যা নির্ধারণ করবার জন্য ঋষ ব্যাস দেবের সাহায্য নেয়া হয়েছিল তখন ব্যাসদেব ২ রানীকে সন্তান সুখ দেবার জন্য ডাকলেন কিন্তু রানীরা ব্যাসদেব কে ভয় পেয়ে তাদের দাসীদের সেখানে পাঠিয়ে দিলেন এটি প্রধান কারণ ছিল যে ওই সন্তানটি দাসীর গর্ব থেকেই জন্ম নেয় | কিন্তু তারা ভাবলেন এক দাসীর পুত্র কে রাজকার্য দেওয়া উচিত হবে না এই কারণে বিদুর কে কোনদিনই রাজকার্য দেওয়া হয়নি | বলা হয়ে থাকে ব্যাসদেব সেই দাসীর গর্ব থেকে হওয়া পুত্রকেই আশীর্বাদ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে এই সন্তান অত্যন্ত বুদ্ধিমান ও ন্যায় পরায়ন হবে | মহাভারত গ্রন্থ অনুসারী বিদুরকে ধর্মরাজ্যের স্বরূপ মানা হয়েছে | আপনি বিভিন্ন শাস্ত্রে বিদূর্নীতি উল্লেখ দেখতে পারবেন যার পাঠ করে মানুষ তার বিভিন্ন অসাধ্য কাজে একে সাধ্য করে নিতে পারে | নিজের ব্যক্তিত্ব বলেই বিধুরকে হস্তিনাপুরের প্রধানমন্ত্রী হিসেবে সম্মানিত করা হয়েছিল | বিদুরকে কেন হত্যা করলেন শ্রীকৃষ্ণ ?
কথিত আছে যে বিধুর মহাভারত যুদ্ধে না থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু মৃত্যুর পূর্বে তিনি শ্রীকৃষ্ণের কাছ থেকে একটি বল আশীর্বাদসহ চেয়েছিলেন এটি ওই সময়ের কথা যখন মহাভারত যুদ্ধ চলছিল তখন বিদূর শ্রী কৃষ্ণের কাছে গেলেন এবং তার কাছ থেকে একটি নিবেদন করলেন যে তিনি তার অন্তিম ইচ্ছা শ্রীকৃষ্ণকে বলতে চান হে প্রভু আমি এই বিশ্বে এত পোলায়কারী যুদ্ধ দেখে মৃত্যু ভয় অনুভব করছি যে আমি মৃত্যুর পর আমার শরীরের একটি অংশ এই পৃথিবীতে রেখে যেতে চাইনা | এর জন্য মৃত্যুর পর আমার এটাই নিবেদন আপনার কাছে যে আমাকে যেন জালানো না হয়ে থাকে আমাকে যেন মাটিতে পোতা হয়ে থাকে অথবা জলে প্রবাহিত করা হয় আমাকে এছাড়া তিনি আরো বলেন হে প্রভু, আমাকে মৃত্যুর পর আমাকে আপনি সুদর্শন চক্রে রূপান্তরিত করে দিন এটি ছিল আমার অন্তিম ইচ্ছা এর জন্য শ্রীকৃষ্ণ তার অন্তিম ইচ্ছা গ্রহণ করলেন | সে সময় শ্রীকৃষ্ণ তাকে কথা দিলেন যে তার মৃত্যুর পর তার অন্তিম ইচ্ছা তিনি অবশ্যই পূরণ করবে | কিছু সময় পর মহাভারতের যুদ্ধ সমাপ্ত হয়ে যায় | বিদুরকে কেন হত্যা করলেন শ্রীকৃষ্ণ ?
যুদ্ধের শেষে যখন ৫ পাণ্ডব বিঁদুরের সঙ্গে দেখা করবার জন্য জঙ্গলে পৌঁছালেন তখন বিদূর যুধিষ্ঠির সাথে দেখা করবার পরে বিদুর প্রাণ ত্যাগ করলেন এবং তিনি যুধিষ্ঠির মধ্যেই সময় তো হয়ে গেলেন | যুধিষ্ঠির কাছে এই ঘটনা খুবই আশ্চর্যজনক ও আতঙ্কিতজনক ছিল তিনি বুঝতে পারছিলেন না এটা কেন বা কিভাবে হলো , মনের এই সংকোচন উন্মোচন করবার জন্য তিনি শ্রীকৃষ্ণকে মনে করলেন এবং এরপর শ্রীকৃষ্ণ প্রকট হলেন এবং যুধিষ্ঠিকে চিন্তিত অবস্থায় দেখে শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠি এই সময়টা চিন্তার নয় বিদুর ধর্মরাজের অবতার ছিলেন এবং তুমি স্বয়ং ধর্মরাজ এজন্য তিনি প্রাণ ত্যাগ করে তোমার মধ্যেই সময় তো হয়ে গেলেন কিন্তু এখন আমি বিদূর কে দেওয়া কথা বাস্তবায়িত করতে এসেছি এই বলে বিদুরের মৃতদেহকে সুদর্শন চক্র পরিবর্তিত করলেন শ্রীকৃষ্ণ এবং তার অন্তিম ইচ্ছাকে পূরণ করলেন | এই ছিল শ্রীকৃষ্ণের লীলা মহাভারতে যুদ্ধে জয়লাভের পর তিনি ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন সেটাই হচ্ছে এই নাই ধর্ম আর যার মূলে ছিল এই বিদুর | বন্ধুরা আপনারা যদি হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকেন তবে অবশ্যই আপনারা আমার দেওয়া এই আর্টিকেলটিকে সম্পূর্ণ পড়বেন আমরা ধর্মগ্রন্থ নিয়ে আর্টিকেলগুলো প্রকাশ করি যাতে আমাদের ভাই এবং বোনেরা যারা হিন্দু ধর্মের বেশ কিছু ইতিহাস সম্পর্কে অজানা রয়েছে তারা নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে। এবং আপনি যদি একজন স্বয়ং শ্রীকৃষ্ণের ও রামের পৌরাণিক ইতিহাস গুলো নিয়ে আলোচনা করে জানতে চান তবে অবশ্যই কমেন্ট বক্সে আপনার নাম লিখে যাবেন | বিদুরকে কেন হত্যা করলেন শ্রীকৃষ্ণ ?