What did Ravana say to Lakshmana before his death? What were the wishes of Ravana?

What were the wishes of Ravana? রাবণ মৃত্যুর আগে লক্ষণকে কি বলেছিল ?

What were the wishes of Ravana? রাবণ মৃত্যুর আগে লক্ষণকে কি বলেছিল ?
What were the wishes of Ravana? রাবণ মৃত্যুর আগে লক্ষণকে কি বলেছিল ?

ছোটবেলা থেকেই আমরা সকলেই রামায়ণ সম্পর্কে জানি কিভাবে রাবণ মাতা সিতাকে বন্দী করেছিল এবং রাম ও রাবনের সংঘর্ষের কাহিনী সেইসঙ্গে সুর্পনাকার নাক কেন কেটেছিল লক্ষণ | কিভাবে রাম রাবণকে বধ করেছিল ও সীতাকে উদ্ধার করেছিল রাবণের পরাজিত ইতিহাস কিন্তু মৃত্যুর আগে রাবণ লক্ষণকে তিনটি কথা বলেছিলেন সেগুলি সম্পর্কে আমরা সকলেই অনবগ্য, আজকের এই প্রবন্ধটিতে আমরা রাবণের মৃত্যুর আগে লক্ষণকে যে কথাগুলি রাবন বলেছিল সেগুলি সম্পর্কে জানব তাই আপনি যদি হিন্দু ধর্মের ধর্মান্তরিত হয়ে থাকেন তবে অবশ্যই এই বিষয়বস্তুগুলো আপনাকে জেনে নিতে হবে তবেই কিন্তু আপনি আপনার পর্ব পুরুষদের এই সমস্ত বাণী গুলি জানাতে পারবেন যেগুলির মধ্যে আছে নিখুঁত সত্যতা অন্যায় পরায়ন কিছু বানী তো চলুন জেনে নেয়া যাক –

 

রাবণের মৃত্যুর কিছু সময় আগে ভগবান রাম লক্ষণকে বললেন এই সংসার থেকে নীতি রাজনীতিও মহাপন্ডিত রাবণ জগৎ ছেড়ে চলে যাচ্ছেন তুমি এখন রাবণের কাছে যাও আর তার কাছ থেকে তুমি এমন কিছু শিক্ষা নাও যা তোমাকে রাবণ ছাড়া আর কেউ দিতে পারবেনা | তখন রাবণ মাটিতে পড়ে থাকার রাবণের কাছে গেলেন রাবণের মাথার কাছে গেলেন তখন রাবণ তাকে কিছু বললেননা | তখন লক্ষণ ভগবান রামের কাছে ফিরে এলেন তখন রাম লক্ষণকে বললেন যদি কারোর কাছে কোন শিক্ষা নিতে চাও তবে সব সময় তুমি তার পায়ের কাছে গিয়ে দাঁড়াবে, তখন লক্ষণ রামের কথায় রাবণের পায়ের কাছে গিয়ে দাঁড়ালো এবং রাবণ তখন তাকে তিনটি কথা বলল সে কথা বলি আপনাদের জীবনে সফলতা এনে দেবে |

 

  1. শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে করে ফেলা উচিত আর অশুভ কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত | আমি ভগবান রামকে চিনতে পারিনি এজন্য তার স্মরণে আসতে আমার এত দেরি হয়ে গেল আর যার জন্য আমার আজকে এই পরিণতি তুমি দেখছো | 
  2. দ্বিতীয় কথাটি হল নিজের শত্রুকে কখনোই নিজের থেকে কম শক্তিশালী ভাবাটা উচিত নয়| আমি আমার জীবনে এই বড় ভুলটি করলাম আমি যাকে সাধারণ বানর ভাবলাম সে একাই আমার সমস্ত সৈন্যদেরকে পরাস্ত করলো এমন কি আমার পুরো লঙ্কায় আগুন জ্বালিয়ে ছাই করে দিল | আমি যখন ব্রহ্ম দেবের কাছে অমরতার বরদান চেয়েছিলাম তখন আমি এমন বর্দান চেয়েছিলাম যে মানুষ এবং বানর ছাড়া আমার হত্যা আর কেউ না করতে পারে এমন বর্দানটাই আমি চেয়েছিলাম, এর কারণ আমি মানুষ এবং বানরকে খুবই কম শক্তিশালী বলে ভাবতাম | আর এটাই ছিল আমার জীবনে সবথেকে বড় ভুল |
  3. রাবণ তৃতীয় কথাটি যা বলেছিল সেটি হল নিজের জীবনের দুর্বল কথা বা গোপনকথা কখনোই কাউকে তুমি শেয়ার করবে না আর আমি এই ভুলটি করেছিলাম তা তোমার আত্মীয়-স্বজন হোক বা ভাই বোন হোক যেমন ধরো বিভীষণ আমার জীবনের সমস্ত কথাই জানতো আর সেটাই করল সত্যের পথ বেছে নিয়ে সে ভাইকে ছেড়ে ভগবান রামের কাছে গিয়ে আমার সমস্ত গোপন কথা উগলে দিতেই আমার দুর্বল দিকটাকে সকলের সামনে তুলে ধরল আর যার ফলে আজকে আমার এই পরিণতি তুমি দেখতে পাচ্ছো। |

 

এই ছিল সেই তিনটি কথা যা মৃত্যুর আগে রাবণ লক্ষণকে বলেছিল এবং এগুলি পালন করে যদি তোমরাও চলো তবে অবশ্যই কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পারবে কথাগুলি শুনে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানাবেন এছাড়াও রাবনের জীবনের তিনটি এমন স্বপ্ন ছিল যা তিনি পূরণ করতে পারেনি আজকে যদি রাবণ সেই তিনটি স্বপ্ন পূরণ করত বা ইচ্ছা পূরণ করতো তাহলে আমরা হয়তো এই অভাব ও দারিদ্র্যের দিনগুলি কখনো কারোর চোখে আসতো না রাবণ এমন কিছু ভেবেছিল যা করবে বলে কিন্তু যা করতে তার দেরি হয়ে যায় সেগুলি কি আপনারা জানেন রাবণের তিনটে ইচ্ছা কি ছিল তবে আর্টিকেলটি সম্পন্ন পড়ুন |

 

রাবণের জীবনের তিনটি ইচ্ছা কি ছিল ? What were the wishes of Ravana?

ত্রিভুবন জয়ী রাবণ নিজের ইচ্ছায় অনেক কিছুই করতে সক্ষম ছিল তিনি অমর বরপ্রাপ্ত হয়েছিল সময় কেউ একসময় তিনি বেঁধে দিয়েছিল যার ফলে তিনি মৃত্যুর মুখে থেকে ফিরে আসে সেরা বোন অনেক কিছুই করতে চেয়েছিল রাজ্যবাসীর জন্য সেগুলি নিয়েই আজকের এই প্রবন্ধে আলোচনা করব আর আপনারাও জেনে নেবেন রাবণের ইচ্ছা গুলি কি ছিল যা এখনো পূরণ হয়নি |What were the wishes of Ravana?

 

  • রাবণের জীবনে একটি ইচ্ছা ছিল মদের মধ্যে গন্ধহীন করে দেওয়া যার ফলে আপনি যদি কখনো মদ পান করবেন আপনি বুঝতেও পারবেন না যে আপনি মদ পান করছেন রাক্ষস দেবতারা, মদ্যপান করতে পছন্দ করত আর যার ফলে তারও এই নেশায় প্রচুর বিলাস চলতো |What were the wishes of Ravana?
  • রাবণের মায়ের স্বপ্ন ছিল স্বর্গের সিঁড়ি তৈরি করা আর সেই স্বপ্ন পূরণ করতে রাবণও বলেছিল যে কাল থেকে আমিও তোমার স্বপ্নের ইচ্ছাটিকে পূরণ করব যাতে স্বর্গের দেব দেবীর সাথে সহজেই আমরা সেই সিঁড়ি চড়ে উপরে যেতে পারি তাদের কাছে আমাদের আবেদন নিবেদন রাখতে তবে সেই সিরিটি তৈরি করবার আগেই রাম ও রাবণের সংঘর্ষ শুরু হয় আর যার ফলে রাবণ আর সেই স্বপ্নের স্বর্গের স্মৃতি কে তৈরি করতে পারে না |What were the wishes of Ravana?
  • রাবণ বলেছিল যাতে তার রাজ্যে কখনই সোনার অভাব না হয় সব সময় ধন-সম্পদ পূরণ থাকে তাই তিনি শোনায় গন্ধযুক্ত তৈরি করবে। অর্থাৎ সোনার একটা নির্দিষ্ট গন্ধের আকার দেবে যাতে সহজেই মানুষ আম জাম কাঁঠাল ইত্যাদির মত শুনাও সুখে বার করতে পারে একটা নির্দিষ্ট গন্ধ থাকবে যা দেখে আপনি বুঝতে পারবেন কাছে কোথাও হয়তো সোনা পড়ে আছে যার ফলে সোনাকে খুঁজে পাওয়াটা আরো সহজ ও সরল হবে | What were the wishes of Ravana?

 

তবে হয়তো আজকে এই সমস্ত দিন আমাদের দেখতে হতো না হারিয়ে যাওয়া কোন বস্তুকে সহজেই খুঁজে পেতে সাহায্য করতো রাবনের এই সমস্ত স্বপ্নগুলি যদি তখন বাস্তবায়িত করতে পারত লোকোমুখে পতিত আছে যে রাবণের মা যখন তাকে আদেশ করেছিল স্বর্গের সিরিটি বানাবার জন্য রাবণ তখন তার মাকে বলেছিল আগে রাক্ষস জাতির সম্মান অর্জন করে আছি কিভাবে রাম আমার বোন সর্পনাকার নাক কেটেছে রাক্ষস বংশের মান সম্মান জড়িত রয়েছে। সেই রাম কে হারিয়ে আমি তবেই স্বর্গের স্মৃতি প্রতিষ্ঠিত করব | What were the wishes of Ravana?

What were the wishes of Ravana? রাবণ মৃত্যুর আগে লক্ষণকে কি বলেছিল ?
What were the wishes of Ravana? রাবণ মৃত্যুর আগে লক্ষণকে কি বলেছিল ?

তবে আপনারা ভেবে দেখুন রাবনের মতো ত্রিভুবন জয়ী যোদ্ধা যদি তার এই স্বপ্ন গুলি পূরণ করত আর সাধারণ মানুষ গুলিও তাদের অভাব অভিযোগ নিয়ে সেই স্বর্গের উদ্দেশ্যে স্বর্গেশ্বরী দিয়ে দেব দেবীর কাছে নিজের আবেদন নিবেদন নিয়ে উপস্থিত হতো সুখ দুঃখের কথা আলোচনা করত কতটি মহৎ চিন্তা ধারণা ছিল এই রাক্ষসী তবে সেগুলি হলে হয়তো ভগবানের সাথে যোগাযোগ মাধ্যম হিসেবে সহজেই নিজের পাপ ও পুন্নির নিস্তার লাভ করতে পারত | আর্টিকেলটি জলদি আপনারা পড়ে কোন অভিজ্ঞতা অর্জন করে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শ্রাবনের সেই স্বপ্নগুলো যদি পূরণ হতো আপনি কি করতেন |

Prokash Durlov

আমার নাম প্রকাশ করলাম আমি একজন প্রফেশনাল ব্লগার | ব্লগিং করি এবং ব্লগিং থেকে যেটুকু অর্থ উপার্জন করি সেটুকু আমার সংসারের কাজকর | আমি ২০১৩ সাল থেকে ব্লগিং করছি ব্লগিং ক্যারিয়ারে অনেক ওঠানামা হয়েছে তবুও আমি ব্লক থেকে ছাড়িনি আজও পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে সমস্ত ধরনের ইনফরমেশন দর্শকের সামনে তুলে ধরছি |

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

GP Global