ব্লগার ওয়েবসাইটে ফুটার ক্রেডিট কিভাবে পরিবর্তন করবেন ?
আমরা সকলেই নিজেরা একটি
ব্লগার ওয়েবসাইট তৈরি করে সেখানে অর্থ উপার্জন করার একটা ডিজিটাল বিজনেস তৈরি করি
এবং যার ফলে আমরা সেই ওয়েবসাইট থেকে প্রতি মাসে ১০০-২০০ ৫০০ ডলার উপার্জন করার
মতো ক্ষমতা রাখে আবার কেউ কেউ রয়েছে একটু দক্ষতা বেশি যারা আরও বেশি উপার্জন করতে
সক্ষম এমন মানুষ রয়েছে যারা মোবাইল দিয়ে আর্টিকেল লিখে সেই আর্টিকেলের দ্বারা
ওয়েবসাইটের ট্রাফিক এনে প্রচুর টাকা উপার্জন করতে পারে |এমন পরিস্থিতিতে আমরা
সকলেই চাই আমাদের ওয়েবসাইটটি একটু প্রিমিয়াম কোয়ালিটি দেখানোর জন্য এর জন্য
আমরা যে সমস্ত কাজগুলি করি সেগুলি নিয়েই আজকের এই আর্টিকেল আলোচনা করব |
কিভাবে করবেন ব্লগার
ওয়েবসাইটে ফুটার ক্রেডিট রিমুভ ?
ব্লগার ওয়েবসাইটে ফুটার ক্রেডিট রিমুভ করার অনেক ধরণ পদ্ধতি রয়েছে এর মধ্যে আমি আপনাদেরকে সহজ সরল একটি পদ্ধতি বলে দেবো যেটার সাহায্যে আপনারা সহজেই কিন্তু আপনার ব্লগার ওয়েবসাইটে ফুটার ক্রেডিট রিমুভ করতে পারবেন | আপনি যদি একটি ফ্রি থিম ব্যবহার করেন তবে সেই থিমটি প্রস্তুতকারক কোম্পানি, তাদের কোম্পানির ওয়েবসাইটের লিংক এবং কোম্পানির নাম সেখানে আপনারা দেখতে পারবেন তবে প্রিমিয়াম কোয়ালিটি থিম নিলে এই ধরনের সমস্যা সাধারণত হয়না| ফ্রি থিমে পরিবর্তন করার জন্য আপনাকে নিচের দেওয়া ইন্সট্রাকশন ফলো করতে হবে। এবং নিচে দেওয়া ভিডিওটি আপনারা দেখে নেবেন -
- প্রথমত আপনাকে যেতে হবে ব্লগার
ওয়েবসাইটের থিম সেকশনে
- Edit Html
- Fiend (CTRL+F) Credit By /
Deshine By
- Container row Fiend &
Enter
- এরপর আমার দেওয়া নিচের কোডটিকে
সেখানে বসিয়ে দেবেন
- এবং সেখানে আপনার ওয়েবসাইটের
লিংক এবং আপনার ওয়েবসাইটের নাম লিখে দেবেন দিয়ে থিমটিকে সেভ করে দেবেন |
<div class="”ty-copy-container" opacity:0="" row="" style="font-size: 1px;">
Code 2
Copyright © 2021 All Right Reserved <a href=”http://www.bloggingraptor.com/” rel=”dofollow” style=”color:#000000;” >Blogging Raptor</a>