ডিজিটাল মার্কেটিং কি | Kya He Digital Marketing

ডিজিটাল মার্কেটিং কি | Kya He Digital Marketing 

ডিজিটাল মার্কেটিং কি | Kya He Digital Marketing


বন্ধুরা আজকের এই আর্টিকেলে আমরা শিখব ও জানবো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ডিজিটাল মার্কেটিং আসলে কি? কেন ধীরে ধীরে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা এত বেড়ে চলেছে। আপনি কি ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত হয়ে অর্থ উপার্জন করতে পারবেন। সমস্ত প্রশ্ন উত্তর জানতে আপনাকে অবশ্যই আমাদের এই আর্টিকেলটি সম্পূর্ণ করতে হবে যেখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের মনে থাকা যাবতীয় প্রশ্ন উত্তর।

 

Note: আপনারা যদি ব্লগার হয়ে থাকেন অথবা কোন কন্টেন্ট রাইটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বেশ কিছু স্টেপ ফলো করে চলতে হবে এখান থেকে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল মার্কেটিং এর সম্পূর্ণ কোর্স একদম বিনামূল্যে।

 

What is Digital Marketing | Kya he Digital Marketing

অনলাইন প্লাটফর্মের সাথে যুক্ত যে সমস্ত কন্টেন্ট পাবলিশার আছে যারা ডিজিটাল মার্কেটিং এর সাথে যুক্ত হয়ে অর্থ উপার্জন করছেন তারা সব থেকে ভালো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনাকে বোঝাতে পারবে। আমি আপনাদেরকে বেশ কিছু ধারণা দিয়ে দিচ্ছি যার সাহায্যে আপনারা বুঝতে পারবেন ডিজিটাল মার্কেটিং আসলে কি। ডিজিটাল মার্কেটিং এর জন্য দুটো এমন প্লাটফর্ম রয়েছে যেখানে আপনারা যুক্ত হয়ে তাদের সাথে কাজ করে বাড়িতে বসেও অর্থ উপার্জন করার সুযোগ-সুবিধা আপনাকে প্রদান করে থাকে এই ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্ম দুটি -

  • Blogging
  • YouTube

ব্লগিং কি ? What is Blogging ? 

গুগলে যে সমস্ত কিছু সার্চ করা হয় আমরা যেগুলি প্রশ্নের উত্তর পেয়ে থাকি সমস্ত কিছু কিন্তু ব্লগারদের ওপর নির্ভর করে লেখা হয়, অর্থাৎ ব্লগাররা কিন্তু এই সমস্ত কনটেন্ট পাবলিশ করে। তাহলে এক কথায় আপনারা বুঝেছেন অনলাইনে কনটেন্ট পাবলিশ করাকে ব্লগে বলে। এই প্লাটফর্মে আপনি একটু বেশি উপার্জন করতে পারবেন যদি আপনার লেখা কনটেন্ট থেকে থাকে ইউজদারদের মনে।

 

Youtuber কিভাবে হবেন ?

একজন ভালো ইউটিউবার হতে গেলে আপনাকে ভালো ভালো কনটেন্ট প্রতিদিন পাবলিশ করতে হবে আপনাকে লক্ষ্য রাখতে হবে কোন কন্টেন্টের ওপর বেশি ভিউ আসে। আপনাকে সেই সমস্ত কন্টেন্টের ওপর জোর দিতে হবে যেগুলি হিউজ পরিমাণে ট্রাফিক আসছে। লক্ষ্য করতে হবে আপনার YouTube চ্যানেলের ইম্পেশনের ওপর।

 

 ইউটিউব থেকে কিভাবে অর্থ উপার্জন করা যায় ?

 আপনি একজন ভালো ইউটিউবার হলে অবশ্যই আপনাকে ভালো কনটেন্ট পাবলিশ করতে হবে প্রতিদিন। এতে আপনার চ্যানেলটির ইম্প্রেশন ঠিকঠাক থাকে। মনে রাখতে হবে আপনাকে ইউনিক ভিজিটরদের লক্ষ্য করে কনটেন্ট তৈরি করা। আপনার ভিডিওর জন্য ভালো টাইটেল তৈরি করা এবং আপনাকে ভিডিও ডিসক্রিপশন লিংক এ অবশ্যই কিন্তু আপনাকে #tag ব্যবহার করা একাধিকবার। তাহলেই আপনার ইউটিউব চ্যানেলটি ধীরে ধীরে মনিটাইজেশনের দিকে এগিয়ে যাবে। ইউটিউব মনিটাইজ করতে গেলে আপনাকে অবশ্যই এক হাজার সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টা ওয়াচিং টাইম থাকতে হবে।

 

 ইউটিউব ভিডিওতে কিভাবে ভিউ বাড়াবেন ?

YouTube ভিডিওতে ভিউ বানাতে (How to increase YouTube Video View) গেলে আপনাকে কিন্তু প্রতিদিন একই সময় ভিডিও পাবলিশ করবেন এবং সেই ভিডিওতে ভিডিও ডিসক্রিপশন লিংকে আপনার অন্যান্য ভিডিওর লিঙ্ক যুক্ত রাখবেন। আপনি একটি WhatsApp গ্রুপ কিম্বা টেলিগ্রাম চ্যানেল বানাতে পারেন এতে সেই সমস্ত সাবস্ক্রাইবারদের একত্রিত করে ধরে রাখা যাবে। এতে বেনিফিট আপনার কাছেই রয়েছে।আপনি যদি টেলিগ্রাম গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে রাখেন তাহলে সেখানে উপস্থিত দর্শকেরা এক ক্লিকেই আপনার ভিডিওটি গিয়ে দেখতে পারবে।

ব্লক ওয়েবসাইটে ট্রাফিক কিভাবে বাড়াবেন ?

ব্লগার ওয়েবসাইটে ট্রাফিক বাড়াবার জন্য আপনাকে বেশ কিছু সেটিং সম্পর্কে জানতে হবে এবং আপনাকে গুরুত্ব দিতে হবে আপনার কনটেন্ট এর ওপর সেটিং সম্পর্কে আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন কিংবা আমাদের দেওয়া একটি লিংক এর মাধ্যমে ব্লগিং সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন Blogging Tips এই লিংকে ক্লিক করার সাথে সাথেই আপনারা ব্লগিং কি কিভাবে ব্লগিং থেকে অর্থ উপার্জন করবেন এবং ব্লগিং এর সম্পূর্ণ কোর্স এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে রিভিউ করানো হবে।

SEO কি ?

SEO পুরোকথা হল (Search Engine Optimization) এর সাহায্যে আপনার লেখা কনটেন্ট বা ওয়েবসাইটগুলিকে গুগল ধারা Rank করাতে সাহায্য করে। আপনি আপনার ওয়েবসাইটের জন্য যত ভালো SEO করবেন তত দ্রুত আপনার আর্টিকেলটি গুগলের প্রথম পেজে আনতে সক্ষম হবে। আপনাকে SEO Friendly আর্টিকেল লেখার দক্ষতা থাকতে হবে। তো বন্ধুরা হয়তো আপনারা বুঝতে পেরেছেন একটা ওয়েবসাইট কে দাঁড় করানোর জন্য SEO র কি ভূমিকা রয়েছে।

 ব্লগিং থেকে কত টাকা উপার্জন করা যায় ?

ব্লগিং থেকে অনেক টাকা উপার্জন করা যায় একজন ভালো ব্লগার যদি নিজের ওয়েবসাইট টিকে গুগল দ্বারা দ্রুত রেঙ্ক করাতে পারে তবেসে এই প্লাটফর্ম থেকে যথেষ্ট উপার্জন করতে পারবে। আপনার যদি কনটেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর উপর লেখা থাকে তাহলে আপনার ওয়েবসাইটে যদি প্রতিদিন 1000 ভিজিটর এসে থাকে তাহলে আপনি 5-10$ উপার্জন করতে পারবে। কখনো কখনো এর থেকে বেশি ও উপার্জন হয়ে যায় সেটা সার্চ ভলিয়াম ও লোকেশনের ওপর নির্ভর করে। আপনার ওয়েবসাইটে যদি USA, Canada থেকে ট্রাফিক আছে তাহলে সেখানকার CPC একটু বেশি থাকে তাই আপনার সে ক্ষেত্রে 20$ উপার্জন হতে পারে।

 

 তাহলে বন্ধুরা এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং এর দুটো প্লাটফর্ম সম্পর্কে ধারণা দিলাম এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দিলাম। ডিজিটাল মার্কেটিং করে কত টাকা উপার্জন করা যায় সেই সঙ্গে কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইট কে রেঙ্ক করাতে পারেন এবং কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের দ্রুত ট্রাফিক ধরে রাখতে পারেন সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আমাদের এই আর্টিকেলে আপনাদের জন্য দেয়া হলো আর্টিকেলটি যদি পড়ে আপনাদের মনে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাতে পারেন।

Prokash Durlov

আমার নাম প্রকাশ করলাম আমি একজন প্রফেশনাল ব্লগার | ব্লগিং করি এবং ব্লগিং থেকে যেটুকু অর্থ উপার্জন করি সেটুকু আমার সংসারের কাজকর | আমি ২০১৩ সাল থেকে ব্লগিং করছি ব্লগিং ক্যারিয়ারে অনেক ওঠানামা হয়েছে তবুও আমি ব্লক থেকে ছাড়িনি আজও পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে সমস্ত ধরনের ইনফরমেশন দর্শকের সামনে তুলে ধরছি |

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

GP Global