গুগল এডসেন্স ব্যবহারের যে সমস্ত বিষয়গুলি আপনাকে জানতে হবে ? জেনে নিন গুগল এডসেন্স সম্পর্কে ডিটেলে ?
গুগল এডসেন্স হলো আমাদের ওয়েবসাইটে ইনকামের একমাত্র প্লাটফর্ম অর্থাৎ আমাদের ওয়েবসাইট টিকে গুগল এডসেন্স দ্বারা মনিটাইজেশন করে অর্থ উপার্জন করি এটা একটা ডিজিটাল মাধ্যমে টাকা-পয়সা ইনকাম করার জন্য যেমন ইউটিউব থেকে ইনকাম করা যায় সেটাও কিন্তু এডসেন্সের মাধ্যমে এবং আমরা ওয়েবসাইটে এডভার্টাইজমেন্ট লাগিয়ে ইনকাম করি সেটাও গুগল এডসেন্সের মাধ্যমে ভারতবর্ষ তথা সারা বিশ্বে যত অ্যাডভাটাইজমেন্ট পাবলিশার নেটওয়ার্ক রয়েছে তার মধ্যে google এডসেন্স সব থেকে অন্যতম |
আমরা অনেক সময় গুগল এডসেন্স ব্যবহার সঠিকভাবে না করলে আমাদের অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যায় এবং আমরা সেই অ্যাকাউন্টটি কে হারিয়ে ফেলি এবং আর সেটাকে পুনরায় চালাতে পারি না তো তার জন্যই আজকের এই প্রবন্ধটিতে আমরা গুগল এডসেন্সের সম্পর্কে যাবতীয় তথ্য ডিটেলস এর মাধ্যমে শিখে নেব যাতে আমাদের এই ধরনের ওয়েবসাইটগুলি ব্যবহার করতে কোন অসুবিধা না হয় এবং এটা আমরা রীতিমতো বিজনেসে পরিণত করতে পারি |
গুগল এডসেন্সের ব্যবহার: তো বন্ধুরা আপনারা হয়তো জানেন গুগল এডসেন্স কত কাজে লাগে আপনাদের কাছে যদি একটু ওয়েবসাইট থাকে তাহলে গুগল এডসেন্সের মনিটাইজেশন আপনার প্রধান লক্ষ্য থাকবে তারপরে আপনার যদি ওয়েবসাইটে ভালো ভিজিটর থেকে থাকে আপনি সেই গুগল এডসেন্স এর মাধ্যমে ভালো টাকা ইনকাম করতে পারবেন | তবে এই জিনিসটা শুধুমাত্র ভালো টাকা ইনকাম করার জন্যই নয় আপনাকে কিন্তু অবশ্যই এই জিনিসটার ব্যবহার শিখতে হবে |
- এডভার্টাইজমেন্ট সেটাপ করা শিখতে হবে অ্যাকাউন্ট যদি কারোর কাছ থেকে কেনেন তবে ভালো করে চেক করে নেবেন,
- আপনার জিমেইল আইডিটির পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন,
- ওয়েবসাইটে যদি কোন ভিজিটার বারবার ক্লিক করে তবে এড সিকিউরিটি কোড লাগাবেন,
- আপনার এডসেন্সটি আপনার জিমেইল এর সাথে লিংক আছে নাকি সেটি দেখবেন,
- নিজের ওয়েবসাইট নিজে বারবার ভিজিট করে দেখবেননা,
- ট্রাফিক এনালাইজ করবেন
এই সমস্ত পন্থা গুলি অবলম্বন করে আপনি যদি একটি এডসেন্স একাউন্ট চালান তবে আপনার এডসেন্স একাউন্টটি শুভরক্ষিত থাকবে এবং আপনি এই এডসেন্স একাউন্ট দ্বারা ভালো টাকা উপার্জন করতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা আপনাদের এডসেন্স একাউন্টটি কে সিকিওর রাখতে পারবেন, তাই এই আর্টিকেলটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন|
এডসেন্স একাউন্ট কেনার পর কোন জিনিসগুলি ভালো করে চেক করবেন ?
আপনি যদি কোন এডসেন্স একাউন্ট আপনার বন্ধু বান্ধব দের কাছ থেকে নেন তাহলে আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে সেই এডসেন্স একাউন্ট আর জিমেইল আইডি সক্রিয় আছে নাকি অর্থাৎ আপনার কাছে সেই জিমেইল আইডিটি আছে নাকি তা না হলে আপনার অ্যাকাউন্টটি কি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না যেমন আপনি যদি অরিজিনাল জিমেইল আইডি ব্যবহার করেন এডসেন্সের তবে পিন ভেরিফিকেশনে কোন সমস্যা হবেনা এবং আপনি নিজেই পেমেন্ট উইথড্র করতে পারবেন এই দিকগুলি আপনারা ভালো করে খেয়াল রেখে এডসেন্স একাউন্ট কিনতে পারেন |
এডসেন্স একাউন্টটা কি সঠিক জিমেইলে লগইন আছে দেখে নিন নিচের চিত্র ফলো করে
এডসেন্স একাউন্ট দিয়ে ওপেন করে Payment Option অপশনটিতে ক্লিক করবেন তারপর Payment Info ক্লিক করবেনএবার আপনি নিচে দেওয়া ছবিটিতে দেখানো মত আপনার জিমেইল আইডি দুই জায়গায় এক না হয়ে থাকে তাহলে ভাববেন আপনাকে একটি নকল জিমেইল আইডি দেয়া হয়েছে যেটি গুগল এডসেন্সের Pin Verification ও Payment Withrow এর সময় সমস্যা তৈরি করতে পারে এবং আপনি যদি পরে এই এডসেন্স একাউন্ট কি অন্য কারোর কাছে বিক্রয় করতে চান তবে সে আপনাকে এর সঠিক প্রাপ্য দেবে না অথবা কিনতেও না রাজি হবে অবশ্যই আপনি এডস একাউন্ট ব্যবহার করার আগে এই দুটো জিনিস দেখে নেবেন যদি আপনি কাটুকের কাছ থেকে AdSense টা নিয়ে থাকেন |
আশা করি আপনারা এবার গুগল এডসেন্স একাউন্ট সম্পর্কে একটা ধারণা পেলেন এবং এডসেন্স অ্যাকাউন্টটিকে ব্যবহার কিভাবে করবেন সেটা বুঝতে পারলেন এবার আমি আপনাকে এই আর্টিকেলে বলবো আপনার কাছে যদি ব্লগার ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি আপনার এডসেন্স একাউন্টটি কে সুরক্ষিত করার যে সমস্ত পন্থা অবলম্বন করবেন।
আর্টিকেলের শুরুতে আমি আপনাদেরকে বলেছি যে আপনার ওয়েবসাইটে যদি কোন ভিজিটার ভিজিট করে আপনার এডভারটাইজমেন্টে বারবার ক্লিক করতে থাকে তাহলে এমনিতেই আপনার এডসেন্স একাউন্টে CTR বৃদ্ধি পাবে এবং যার ফলে আপনার এডসেন্স একাউন্টে Ads Limit চলে আসতে পারে যার ফলে এডসেন্স অ্যাকাউন্টটা হয়তো ডিজেবল অথবা সাসপেন্ড হয়ে যেতে পারে তো এর থেকে বাঁচার জন্য আপনাকে আমি নিচে একটি কোড দিয়ে দিচ্ছি সেটির ব্যবহার আপনাকে করতে হবে এইরকম ইউজারের হাত থেকে নিচের একাউন্টটিকে বাঁচাবার জন্য |Use AdSense Safety Code on Your Blog
<script type="text/javascript">
//<![CDATA[
function downloadJSAtOnload(){var e=document.createElement("script");e.src="https://rawcdn.githack.com/mhdfasilwyd/script/e10713efcec5a681123c8cc8b74312cd4441b065/adsense-guard.js",document.body.appendChild(e)}window.addEventListener?window.addEventListener("load",downloadJSAtOnload,!1):window.attachEvent?window.attachEvent("onload",downloadJSAtOnload):window.onload=downloadJSAtOnload;
//]]>
</script>
উপরের দেওয়া এই কোডটিকে আপনাকে ব্লগার ওয়েবসাইটের থিমস অপশন এর ভেতরে গিয়ে </body> ট্যাগের উপরের অংশে বসিয়ে দিতে হবে এবার আপনি আপনার থিমটিকে সেভ করে দেবেন এই কোডটি আপনার ওয়েবসাইটে যদি কোন ভিজিট আর ভিজিট করে বারবার আপনার এডভার্টাইজমেন্টে ক্লিক করে এবং আপনার অ্যাপ্স একাউন্টটি কে ক্ষতি করতে চাই তাহলে সে তৃতীয়বার ক্লিক করলে তার সামনে আর এডভার্টাইজমেন্ট দেখাবে না এভাবে আপনি আপনার এডসেন্স একাউন্ট থেকে সুরক্ষিত রাখবেন আপনার ওয়েবসাইটে |
এডসেন্সের অটো এড কিভাবে বন্ধ করবেন ? How to Stop Auto ADS on AdSense
এডসেন্স একাউন্টের অটোয়ার্ডস বন্ধ করার জন্য আপনাদেরকে যে সমস্ত স্টেপগুলি ফলো করতে হবে সেগুলি আমি নিম্নে চিত্রসহ আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আপনারা এইগুলি ফলো করলে অটোয়ার্স বন্ধ করবেন। এবং আপনার এডসেন্স একাউন্ট থেকে সুরক্ষা রাখবেন-
প্রথমে আপনি যাবেন এডসেন্স একাউন্টে Ads অপশনটিতে ক্লিক করে আপনার ডোমেটিকে দেখতে পারবেন সেখানে আপনারা পেন্সিল একটা আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন |
প্রথমে আপনি যাবেন এডসেন্স একাউন্টে Ads অপশনটিতে ক্লিক করে আপনার ডোমেটিকে দেখতে পারবেন সেখানে আপনারা পেন্সিল একটা আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন |এখানে আপনি আপনার এডভারটাইজমেন্ট অফ করতে পারবেন এবং অন করতে পারবেন |