মহালয়ের দিনে সূর্য গ্রহণ যা ১০০ বছর আগে কখনো ঘটেনি ?
১০০ বছরের প্রথম বার মহালয় বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে গোটা বিশ্ব। তবে কি অমঙ্গলের ইঙ্গিত বাঙালির কাছে মহালয় মানে পুজোর আগমন মহালয়ের ভোরে পিতৃত তর্পণ দিয়ে শুরু হয় বাঙালির প্রথম উৎসব দুর্গাপূজার পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয় দেবীপক্ষে কিন্তু এবারের মহালয় আর পাঁচটি মহালয় থেকে বেশ খানিকটা আলাদা কারণ এবারের মহালয় এমন কিছু করতে চলেছে যা গত একশ বছরে আগে কখনো ঘটেনি।
এবছর মহালয়ার দিন সাক্ষী থাকতে চলেছে সূর্যগ্রহণ, এবছর মহালয় হতে চলেছে আগামী 14 অক্টোবর সেদিন আবার সূর্য গ্রহণ সূর্য গ্রহণ শুরু হবে মহালয়ের রাত ৮:৩২ মিনিটে এবং পরের দিন রাত ২:২৫ মিনিটে ছাড়বে | যদিও এই সূর্য গ্রহণ ভারত থেকে দেখা যাবেনা | এই সূর্য গ্রহণের সাক্ষী থাকবে কানাডা উত্তর আমেরিকা, ব্রিটিশ ভার্জিনিয়া মেক্সিকো আর্জেন্টিনা কিউবা কলম্বিয়া এই সমস্ত দেশগুলি পিরু এই সমস্ত দেশগুলি। এ বছরে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে দুটি গ্রহন সেগুলি অবশ্যই ভারত থেকে দেখা যায়নি ।
কুড়ি এপ্রিল সূর্যগ্রহণ এবং ৫ এপ্রিল চন্দ্রগ্রহণ দেখা মেলিনি ভারত থেকে আগামী মহালয়ের দিন সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না,আগামী সূর্যগ্রহণ এর ১৫ দিন পর অর্থাৎ 29 শে অক্টোবর এ বছর দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে বিজ্ঞানীরা জানিয়েছে গত ১০০ বছর মহালয়ের দিনে সূর্যগ্রহণ হয়নি। এই বিষয়ে ধর্মপরায়ণ মানুষেরা রীতিমতো চিন্তিত চর্চা চলছে নানা মহলে, অনেকেই ভাবছি এই চন্দ্রগ্রহণ কোন অশুভ ইঙ্গিত নয় তো, অনেকের মনে আবার এই প্রশ্নটা রয়েছে। এই বছর আবার হয়তো পিতৃ তর্পণ করা যাবে তো এই বিষয়ে জ্যোতিষবিদরা বলেছেন ভারত থেকে যেহেতু এই গ্রহন দেখা যাবে না তাই এই গ্রহণের কোনো রকম ফল মানুষের ওপর পড়বে না। নিয়ম বিধি মেনেই পালন করা যাবে ধর্মীয় আচার কেন বলা হচ্ছে ১০০ বছরে এই বিড়ল সূর্য গ্রহণ কোথায় দেখা যাবে এই মহাজগতিক ঘটনা ঘটতে চলেছে মহালয়া দিন বিশ্বে যে সকল মহাজাগতিক ঘটনা ঘটে থাকে তার মধ্যে অন্যতম হলো সূর্য গ্রহণ ও চন্দ্রগ্রহণ।
চলতি বছরে মোট চারটি গ্রহণ রয়েছে যার মধ্যে দুটি সূর্য গ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ আবার এই দুটি মহাজগতিক ঘটনার অপর সাধারন মানুষের কৌতূহল এর কমতি নেই পাশাপাশি এই দুটি ঘটনার সঙ্গে জড়িতে রয়েছেন নানান কুসংস্কার সব মিলিয়ে এই মহাজাগতিক ঘটনা মহারূপ নিয়ে থাকে ২০২৩ সালের শুরুতেই এপ্রিল মাসের কুড়ি তারিখে এমনই এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হয় বিশ্ব ঐদিন প্রশান্ত মহাসাগরে একটি বিরল পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায় এমন বিরল সূর্যগ্রহণ দেখা গিয়েছে ১৯৯৫ সালের ২৪ শে অক্টোবর এমন একই ভাবে মহালয়ের দিন পিতৃপক্ষের অবসান ও দেবি পক্ষের সূচনায় ঘটতে চলেছে সূর্যগ্রহণ দাবি করা হচ্ছে গত ১০০ বছরে এমন ঘটনা দেখা যায়নি চলতি বছরে মহালয় পড়েছে ১৪ই অক্টোবর এই দিন রয়েছে এই মহাজাগতিক ঘটনা সূর্য গ্রহণ এমন সূর্য গ্রহণ তখনই হয়ে থাকে যখন পৃথিবী চাঁদ এবং সূর্য একই সমতল রেখা এর ওপর থাকে।