মনস্টার এনার্জি ড্রিঙ্কসটি কি ? মনস্টার এনার্জি ড্রিংকস পানের উপকারিতা কি ?
বিশ্বে রেড বুলের পর
দ্বিতীয় বেশি জনবহুল ও মানুষের পছন্দের এনার্জি জিনিসটির নাম হল মনস্টার এনার্জি
ড্রিংস, প্রতিবছর ২৬০ মিলিয়ন মনস্টার এনার্জি ড্রিংকসের Can বিক্রয় হয় এটা
শুধুমাত্র আমেরিকাতেই গণনা করা হয়েছে। আর যদি বলা হয় সারা বিশ্বের কথা তাহলে ৫
বিলিয়ন কেন প্রতিবছর বিক্রয় হয়। মানুষ এটিকে এত বেশি পছন্দ করে কেন পছন্দ করার
পিছনে কি কারন রয়েছে আজকের আর্টিকেলে এই এনার্জি ডিংস সম্পর্কে বিস্তারিত তথ্য
নিয়ে আলোচনা করব।
মনস্টার এনার্জি
ড্রিংকসটি কারা উৎপাদন করে: ২০০২ সালে আমেরিকার Handsan Natural Company (Monster Beverage
Corporation) কোম্পানিটি উৎপাদন করে থাকে ১৮ এপ্রিল ২০০২ সালে এই এনার্জি
ড্রিংকসটিকে উৎপাদন করা হয়েছিল আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে। মার্কেটে এই
এনার্জি ড্রিংসটির চারটি আলাদা আলাদা নাম প্রচলিত আছে-
- Black Monster Energy Drinks
- Ultra Droctor Energy Drinks
- Mango Loco Energy Drinks
- Ultra Sunlight Energy Drinks
এই চারটি এনার্জি ড্রিংক
যেগুলি monster এনার্জি ড্রিংসের সাথে যুক্ত প্রচুর পরিমাণে বাজারে বিক্রি হচ্ছে
টিনেজার সব থেকে বেশি পছন্দ করে, রেড বুলের পরে যে এনার্জি ড্রিংসটিকে সেটি হচ্ছে
এই মনস্টার এনার্জি ড্রিংক ।
মনস্টার এনার্জি
ড্রিঙ্কসটি কিভাবে তৈরি করা হয় ?
মনস্টার এনার্জি
ড্রিংকসটিকে বানানোর জন্য এর জলকে প্রথম কার্বনেটেট তৈরি করা হয়। এবং অন্যান্য
এনার্জি ড্রিংকস এর মত এটিকেও কিন্তু ক্যাফিন ১০০ মিলিগ্রামে ৩৩.৮ থাকে এবং চিনি
এতে দেয়া হয় ১০০ মিলিগ্রামে ১১ গ্রাম দেয়া হয় এবং ভিটামিন নিয়াসিন ৮৫ শতাংশ
মিশানো থাকে যেটাকে প্লান্স ও পশুদের মাংস থেকে উৎপন্ন করা হয় যেটা ৮.৫ মিলিগ্রাম
৫৭ শতাংশ থাকে। এই মিশ্রণ গুলি একত্রিত করে যখনই এটা প্রস্তুত করার দিকে যায় তখন
এটার ভেতর টরিন ও ন্যাচারাল ফ্লেবারগুলো কেউ যুক্ত করা হয় ন্যাচারাল ফ্লেভারগুলোর
কারনেও কিন্তু এর এনার্জি ড্রিংসের ভেতর কোন প্রকার পরিবর্তন হয়না। আপনি যদি এক
বছর পর খান কিংবা ছয় মাস পর টেস্ট এর একই থাকবে।
এনার্জি | 48 KCL |
প্রোটিন | 0G |
কার্বোহাইডেট | 12G |
সুগার | 11G |
ফ্যাট | 0G |
সোডিয়াম | 0.08G |
নিয়াসিন (ভিটামিন B3) | 2.5MG |
ভিটামিন B6 | 0.35MG |
ভিটামিন B12 | 0.15UG |
তবে যে ব্যক্তিরা নিরামিষ খায় সে ব্যক্তিরা এই এনার্জি না পান করলেই নয় কারণ এতে যে ভিটামিন মিনারেল দেওয়া থাকে সেগুলি সম্পূর্ণ প্রাণীর শরীর থেকে নিষ্কাশন করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কেমিক্যালে রূপান্তরিত করে এই ক্যয়া তৈরি করা হয়।
মনস্টার এনার্জি ড্রিঙ্কস
পানের উপকারিতা কি ?
এই এনার্জি ড্রিংক সি
পানের অনেক ধরনের উপকারিতা রয়েছে তার মধ্যে হল আপনার শরীর যদি দীর্ঘ যাত্রার পর
ক্লান্ত হয়ে যায় তবে আপনি এটি একবার পান করলে আপনার শরীর পুনরায় রিচার্জ হয়ে
যাবে অর্থাৎ আগের মতো সুস্থ ও স্বাভাবিক অনুভব করবেন। পেশাদার ক্রিয়াবিদরা তাদের
পারফরম্যান্সের গতি বাড়ানোর জন্য এটিকে ব্যবহার করে থাকে যাতে তারা বেশিক্ষণ ধরে
নিজের শরীরকে সেই জায়গায় পারফরমেন্সের সুবিধা করে দিতে পারে নিজের ক্লান্তি দূর
করার জন্য এটিকে আপনারাও ব্যবহার করতে পারেন।
মনস্টার এনার্জি ড্রিংক
পানের ক্ষতিকারক প্রভাব কি ?
আপনারা যদি প্রতিদিন
নিয়মিত মনস্টার এনার্জি ড্রিংস পান করেন তবে এর জন্য আপনার ভবিষ্যতে অনেক বড়
সমস্যা সম্মুখীন হতে হতে পারে যেমন আপনার পেটের যন্ত্রণা, মাথা যন্ত্রনা, ঘুম না
হাওয়া, হৃদপিণ্ড গতি বেড়ে গিয়ে বুকের ব্যথা থেকে শুরু করে হার্টের রোগ পর্যন্ত
আপনার হয়ে যেতে পারে যদি আপনারা নিয়মিত এটি পান করেন। যে সমস্ত কেমিক্যালগুলি
দিয়ে এটিকে প্রস্তুত করা হয় সেই ক্যামিকেলগুলি আমাদের শরীরে প্রতিদিন বিষক্রিয়া
তৈরি করতে পারে তবে আপনি একসময় নির্দিষ্ট কোনো কারণে যদি এটিকে পান করে থাকেন
আপনার শরীরে এমন কিছু সমস্যা দেখা দেবে না তবে আপনারা যদি প্রতিদিন পান করেন তবে
আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক হিসেবেও দেখা যেতে পারে।