মোবাইল নাম্বার ছাড়া আনলিমিটেড ইমেইল তৈরি করার উপায় | কিভাবে আপনারা মোবাইল নাম্বার না বসিয়ে আনলিমিটেড ইমেইল আইডি তৈরি করবেন
ইমেইল আইডি আমাদের
বর্তমান ডিজিটাল সময়ে সমস্ত কাজের ক্ষেত্রে প্রয়োজন অফিস আদালত স্কুল কলেজ
সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে ইমেইল আইডির প্রয়োজন হয় তাছাড়া আমাদের
মধ্যে যারা অনলাইনে কাজ করে তাদের জন্য ইমেল আইডির ব্যবহার বিশেষ প্রয়োজনীয়।
এবার আপনারা জানেন একটা মোবাইল নাম্বার দিয়ে একটি ইমেইল আইডি তৈরি করা সম্ভব,
আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে একটা
মোবাইল থেকে আনলিমিটেড ইমেল আইডি তৈরি করবেন।
আনলিমিটেড ইমেল আইডি তৈরি
করার উপায় (How to Create
Unlimited Email ID Without Mobile Number): আমি আপনাদেরকে আনলিমিটেড ইমেইল
আইডি তৈরি করার মেথডটা শেয়ার করছি এই স্টিমটি সাহায্যে আপনি আপনার হাতে থাকা
মোবাইল ফোন দিয়ে আনলিমিটেড ইমেল আইডি (unlimited email id) তৈরি করুন। তাহলে আমার
নিচে দেওয়ার ইন্সট্রাকশন ভালো করে ফলো করবেন-
- প্রথমে আপনাকে প্লে স্টোরে (Play
Store) যেতে হবে
- এখানে গিয়ে আপনাকে একটি
অ্যাপ্লিকেশন ইন্সটল করতে হবে
- SOCKS5 নামক এই VPN সার্ভার
অ্যাপ্লিকেশনটি আপনি ইন্সটল করে নেবেন
- তারপর আপনি play store এর উপরের
দিকে অ্যাকাউন্ট সাইনিনের একটি অপশন পাবেন
- এখানে আপনি Add another Account
ক্লিক করলে Create Account অপশনটি চলে আসবে
- এবার আপনার ইন্সটল করা
অ্যাপ্লিকেশনটি ভিপিএন এর সাথে কানেক্ট করবেন
আশা করি আপনারা এবার
বুঝতে পারলেন আমাদের ইনস্ট্রাকশনে আপনাকে কি করতে বলা হয়েছে, আমি আপনাদের এই
কাজটি করার সহায়তা করার জন্য নিচে কিছু চিত্রসহ স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি
আপনারা একটু ফলো করবেন।
প্লে স্টোর থেকে অবশ্যই অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে নেবেন
এবার এটাকে কানেক্ট করার সিস্টেম জেনে নিন নিচে কানেক্টে লেখা রয়েছে ওখানে ক্লিক করবেন।
এবার আপনাকে উপরের অংশে যেতে হবে সেখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন ইমেইল সাইন ইন করা রয়েছে। সেই বাটনটিতে ক্লিক করলে নিচের দিকে আপনারা দেখবেন ক্রিয়েট ক্রিয়েট একাউন্টের একটি অপশন আসছে।
এইভাবে আপনারা যদি স্টেপ বাই স্টেপ কাজ প্রসেসটি করেন তাহলে দেখবেন আপনারা মোবাইল নাম্বার ছাড়াও ইমেইল আইডি তৈরি করে নিতে পারবেন । ইমেল আইডি কতটা গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি যারা অনলাইনে কাজ করি, সব কাজে ইমেই লাগে সরকারি কাজ হোক বা বেসরকারি কাজ। কিংবা কোন অনলাইন ওয়েবসাইটে রেজিস্টার হোক ইমেইলের গুরুত্ব অপরিসীম আর এই কাজ যে আপনার শিখে নিতে পারলে আপনাদের মোবাইল নাম্বার না থাকলেও আপনারা কিন্তু ইমেল আইডি তৈরি করে নিতে পারবেন সেখানে আপনার শুধুমাত্র পাসওয়ার্ড ও একটা নামের প্রয়োজন পড়ে না আর কিছুই নয়। আর্টিকেলটি থেকে যদি আপনারা কিছু শিখতে পারলেন তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ।