একটা ভালো ইউটিউবার হওয়ার জন্য কি কি জিনিসের প্রয়োজন পড়বে ? ভালো ইউটিউবারের জন্য প্রয়োজনীয় জিনিসগুলি কি কি ?

একটা ভালো ইউটিউবার হওয়ার জন্য কি কি জিনিসের প্রয়োজন পড়বে ? ভালো ইউটিউবারের জন্য প্রয়োজনীয় জিনিসগুলি কি কি ?

 

best microphone for youtube, best speaker with microphone, best wireless microphone, best microphone for voice over, best quality microphone, best microphone for singing live,

আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান তবে আপনার ভিডিও তৈরি করার কোয়ালিটি থাকতে হবে একদম ইউনিক এবং পরিষ্কার ভয়েসের সাথে গুছানো কনটেন্ট যেখানে আপনি আপনার বিষয়বস্তু সহজে দর্শকের সামনে তুলে ধরতে পারেন। এর সাথে আপনার তৈরি করা ভালো একটা স্টুডিও যেখান থেকে আপনি সুন্দর ভয়েস ভিডিওতে যুক্ত করবেন এবং সেটাকেই দর্শকের সামনে তুলে ধরবেন। তার জন্য আজকে আমি আপনাদের সামনে পাঁচটি বেস্ট মাইক সম্পর্কে আলোচনা করব যেগুলো ইউটিউবাররা ব্যবহার করে নিজের ইউটিউব ক্যারিয়ারকে সফল করতে পারবে।

 

Rode Lavalier Go Professional-Grade Wearable Lapel Microphone White Color Edition

এই মাইক্রোফোনটা সিরিয়াসলি খুব ভালো আপনারা সকলে ব্যবহার করতে পারেন পথ চলতে এটাকে সাথে করে নিয়ে যেতে পারবেন এবং এটাকে আপনারা কলার মাইকের হিসেবেও কাজ করাতে পারেন। আপনার যদি বাজেট কম থেকে থাকে এবং আপনি ভাল একটা মাইক্রোফোনের সন্ধান করছেন সে ক্ষেত্রে এই মাইক্রোফোনটা আপনাকে কম পয়সায় ভালো মানের কোয়ালিটি অডিও তৈরি করতে সক্ষম হবে। এই মাইক্রোফোনটার বাজার মূল্য মাত্র ৫২৯০ ভারতীয় টাকা। আপনার কাছে যদি এই মাইক্রোফোনটির দাম বেশি লেগে থাকে তাহলে আপনারা আরো একটি বিকল্প মাইক ব্যবহার করতে পারেন।

 

MAONO AU-100 Auxiliary Omnidirectional Lavalier Clip On Collar Microphone for Mobile Phone, Camera with 6M Audio Cable, 3.5 MM TRRS Plug and 6.35 MM Adapter (Black)

 

এই মাইক্রোফোনটা আমি নিজে ব্যবহার করেছি এবং দেখেছি এর অডিও কোয়ালিটি আপনাকে এবং আপনার ইউটিউব চ্যানেলের শ্রোতাদের বেশ ভালো লাগবে যদি আপনি কম পয়সা তে এই মাইক্রোফোনটি সংগ্রহ করতে চান তবে আপনাকে ভারতীয় টাকা অনুযায়ী এর দাম পড়বে মাত্র ৭৯৯ টাকা। Boya মাইকের মতো এই মাইকটি আপনাকে বেশ ভালো ভয়ে তৈরি করে দেবে। মাইটি দাম অনুযায়ী আপনাকে আপনার পয়সা উসুল করে দেবে। 

 

Boya ByM1 Auxiliary Omnidirectional Lavalier Condenser Microphone with 20ft Audio Cable (Black)

 

এই মাইক্রোফোনটি ইউনিভার্সেল সকলেই ব্যবহার করে থাকে, এই মাইক্রোফোনটি ব্যবহার করার পিছনে বেশ কিছু কারণ রয়েছে কেন এই মাইক্রোফোনটি সকলে পছন্দ করে। এই মাইক্রোফোনের মধ্যে রয়েছে কুড়ি ফুট লম্বা তার যেটা আপনি দূর থেকেও ভিডিওর অডিও ক্যাপচার করতে পারবেন যারা ঘুরে ঘুরে ভ্লগ করেন তাদের জন্য তো অসাধারণ এই মাইক্রোফোনটি এর বাজার দর হচ্ছে বর্তমানে ৭৪৫ টাকা। এটাতে ব্যাটারি সিস্টেম রয়েছে আপনি ব্যাটারি সিস্টেম অনুযায়ী এটার ভয়েস ক্যাপচার করতে পারবেন। মোবাইল এবং ডেস্কটপ দুটোতেই ব্যবহার করা যায় এই ডিভাইসটিকে।

 

Rode Videomicro Compact On-Camera Unidirectional Microphone with Rycote Lyre Shock Mount, Black

 

যদি আপনাদের কাছে একটু বেশি বাজেট থাকে তাহলে আপনারা এই মাইক্রোফোনটিকে ব্যবহার করতে পারেন এই ডিভাইসটি খুবই হালকা এবং আপনি টেবিলে কিংবা পকেটে ব্যাগে যেকোনো জায়গায় এটাকে ব্যবহার করতে পারেন। আর এটাকে ব্যবহার করা একেবারে সহজ এর বাজার দাম হচ্ছে বর্তমানে ৫৭১৪ টাকা। 

 

Maono AU-PM422 Podcast Microphone with Zero Latency Monitoring, 192KHZ/24BIT Professional Cardioid Condenser Mic with Touch Mute Button and Mic Gain Knob for Recording, Podcasting, Gaming, YouTube

 

যারা প্রফেশনাল হিসেবে ইউটিউব এ কাজ করতে চান দীর্ঘদিন ধরে তাদের সব থেকে বেশি পছন্দ এই মাইক্রোফোনটা আপনারা এই মাইক্রোফোনের মাধ্যমে সুন্দর অল ভিডিও কোয়ালিটি তৈরি করে আপনাদের অডিও ফিল্ডার বানিয়ে আপনারা কিন্তু একটি ইউটিউব চ্যানেলের সাথে সাথে গেমিং কনটেন্ট সঙ্গে আপনার নিজস্ব এফএম চ্যানেল থাকলে আপনারা বেশ লাভজনক অনুভব করবেন এই প্রফেশনাল মাইক্রোফোনটি দ্বারা এর বাজার মূল্য হচ্ছে ৫৫৯০ তাকা।

 

উপরে আমি যেই পাঁচটি মাইক্রোফোনের সম্পর্কে ধারণা দিলাম আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল তৈরি করার পর এই মাইক্রোফোনটির দ্বারা ভয়েস তৈরি করে আপনার কনটেন্ট এর মধ্যে ভয়েস আপলোড করলে আপনারা একজন সফল ইউটিউবার হয়ে যাবেন। তবে বাজেট আপনাদের নির্দিষ্ট বেছে নিতে হবে আপনারা কোন মাইক্রোফোন থেকে বেছে নেবেন আপনাদের এই সমস্ত কাজের জন্য মাইক্রোফোন বাজারে এক থেকে অধিক রয়েছে আলাদা আলাদা দামি তো আপনারা আপনাদের নিজের দামে নিজের মাইক্রোফোন নির্ধারণ করুন আর আর্টিকেলটি পরে ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

Prokash Durlov

আমার নাম প্রকাশ করলাম আমি একজন প্রফেশনাল ব্লগার | ব্লগিং করি এবং ব্লগিং থেকে যেটুকু অর্থ উপার্জন করি সেটুকু আমার সংসারের কাজকর | আমি ২০১৩ সাল থেকে ব্লগিং করছি ব্লগিং ক্যারিয়ারে অনেক ওঠানামা হয়েছে তবুও আমি ব্লক থেকে ছাড়িনি আজও পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে সমস্ত ধরনের ইনফরমেশন দর্শকের সামনে তুলে ধরছি |

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

GP Global