ব্লগার ওয়েবসাইটে কিভাবে আনলক সাবস্ক্রাইব বাটন যুক্ত করবেন । How to Setup Download Unlock Button on Blogger
আজকে আর্টিকেলে আমরা শিখব কিভাবে আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইটে কোন ফাইলকে ডাউনলোড করিয়ে সেই ইউজার দ্বারা আপনার সোশ্যাল মিডিয়া একাউন্টগুলোর ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন।এর জন্য আপনাকে যে সমস্ত স্টেপ ফলো করতে হবে সেগুলি আমরা আলোচনা করব আজকের এই আর্টিকেলটিতে । আপনার ব্লগার ওয়েবসাইটে যদি ভালো পরিমাণে ট্রাফিক থাকে এবং ইউসাররা আপনার ওয়েবসাইটে ভিজিট করে কোন আর্টিকেল থেকে তাদের প্রয়োজনীয় বিষয়বস্তু সংগ্রহ করতে চাই যেমন আপনার কাছে যদি একটি এডুকেশন ওয়েবসাইট থাকে তাহলে আপনি চাইলে আপনার প্রতিদিনের যে সমস্ত ফাইলগুলি রয়েছে অর্থাৎ শিক্ষা নিয়ে আলোচনা করার বিষয়বস্তুগুলি যদি আপনার ইউসার কে শেয়ার করতে চান তাহলে আপনারা সেই ফাইলগুলোকে ডাউনলোড করাতে পারবেন কিন্তু ডাউনলোড করতে আসা সেই ইউসার কে প্রথমে আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট এর ভেতর গিয়ে সেটাকে ফলো করতে হবে তারপর ব্যাক করে আসলে আপনার দেওয়া ফাইলটিকে তারা ডাউনলোড করতে পারবে।
এবার আলোচনা করব কিভাবে আপনারা এই কাজটি করবেন বা এই সিস্টেমটি আপনার ব্লগের ভেতর যুক্ত করবেন। এর সুধাগুলি কি কি রয়েছে এবং এর ব্যবহারের কুফল গুলি কি কি রয়েছে সেগুলি আলোচনা করব।
উপরের দেওয়া কোডগুলিকে আপনারা সম্পূর্ণ কপি করবেন এবার দেখানো নির্দিষ্ট জায়গায় আপনারা আপনাদের ফাইল ডাউনলোড হওয়া লিঙ্কটিকে যুক্ত করবেন সেটা গুগল ড্রাইভ হতে পারে অথবা অন্য কোন ফাইলের লিংক যুক্ত করতে পারবেন এবার আপনারা ঠিক নিচে দেখতে পারবেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক লাগানো রয়েছে এই কোডটি ভেতরে আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেলের লিংক লাগানো রয়েছে সেখানে আপনারা চাইলে আপনারা আপনাদের ফেসবুক পেজ অথবা instagram আইডি কিংবা ইউটিউব চ্যানেলের লিংক যুক্ত করতে পারেন যেখানে ইউজাররা আসবে ক্লিক করবে সাবস্ক্রাইব করবে এবং ব্যাক করে উপরে দেওয়ার ডাউনলোড ফাইলটিকে ডাউনলোড করতে পারবে ।