কৃষক সম্মান নিধি প্রকল্প কি ? কৃষক সম্মান নিধি ২০২৪ এ কিভাবে আবেদন করবেন ?

 কৃষক সম্মান নিধি প্রকল্প কি ? কৃষক সম্মান নিধি ২০২৪ এ কিভাবে আবেদন করবেন ?



ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আরো একটি প্রকল্পের নাম হচ্ছে কৃষক সম্মান নিধি যেখানে কৃষকদের সম্মান সহ তাদের ভাতা দেয়া হবে। ভারতের একটি জনপ্রিয় কৃষক প্রকল্প হল এই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প । এই প্রকল্প অনুসারে আবেদনকারী কৃষককে বাৎসরিক ছয় হাজার টাকা প্রদান করবে কেন্দ্রীয় সরকার এখানে আবেদন একেবারে বিনামূল্যে করতে পারবেন ভারতীয় সমস্ত কৃষকগণ । 


তবে কৃষি জমি কি ?


কৃষি জমি কি এ বিষয়ে আলোচনা করতে গেলে আমরা যে কথাটা সবার মুখে পায় সেটা হলো চাষবাস করার মত একটি জমি যেখানে আপনারা গাছপালা কিংবা ফসল উৎপন্ন করেন সেটা নিজের জন্য হোক অথবা বাণিজ্যিক কারণে হোক আপনারা সেই জমিতে ফসল উৎপাদন করতে সক্ষম হলেই সেই জমি কে মূলত কৃষিজমি বলা হয়ে থাকে । 


কৃষি জমির মালিকানার সুবিধা : কৃষি জমি কিনা একটি বিনিয়োগ নিবিড় প্রস্তাব, বিনিয়োগ সম্ভাবনা এখানে ভালো রিটার্ন পাওয়া যায় আপনারা জানেন ভারতবর্ষে, একটা জমির দাম প্রতিবছর বাড়তেই থাকে আপনার যদি চাষের কাজে ভালো জমি হয়ে থাকে যেখানে কৃষিজ জল নিকাশন ব্যবস্থা ভালো হয় এবং সহজে জল সেখানে পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা থাকে তবে সেই জমি দাম ভালো পাওয়া যায় । 

  • unchecked

    আপনারা যদি কোন কৃষি জমি কিনে চাষবাস করতে না পারেন তবে আপনারা সেই জমি কোন কৃষক পরিবারকে লিজে দিতে পারেন এবং তার বিনিময়ে আপনারা তার সাথে সমঝোতা করতে পারেন যে বাৎসরিক আপনাকে এত পরিমাণে টাকা দিতে হবে বা আপনার উৎপন্ন ফসলের এত শতাংশ আপনাকে দিতে হবে । 

  • unchecked

    এছাড়া আপনি যদি ভাবেন আপনি নিজেই চাষ করবেন সেই জমির উৎপন্ন ফসল আপনি লোকাল বাজার কিম্বা আপনারা কোন কোলেস্টরেলের মাধ্যমে রেখে সেটাকে বিক্রয় করবেন বাজারে তবে সেখান থেকে আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন ।

  • unchecked

    কৃষিকাজ ছাড়াও ওই জমিতে আপনারা গবাদি পশু পালনের জন্য একটি ফার্ম উৎপন্ন করতে পারেন সে ক্ষেত্রে সরকার আপনাকে ফার্মটি চালাবার জন্য এবংটিতে যে সমস্ত গবাদি পশু পালন করছেন তাদের খাদ্যের এবং থাকার জন্য ব্যবস্থা করে দেবে সরকার থেকে এমন কিন্তু একটি প্রকল্প আছে যেখান থেকে রাজ্য ও কেন্দ্রীয় যৌথভাবে সহায়তা করছে গবাদি পশু পালনের জন্য। 


প্রস্তর যুগ থেকে আধুনিক বিশ্বের মানবজাতির উত্তোলন সত্ত্বেও জমির মালিকানা কর্তৃক প্রভাব বৃদ্ধির সাথে সম্পর্কিত তাই সরকার বিভিন্ন উপায়ে কৃষকদের প্রচারে সহায়তা করছে যে তারা যদি তাদের নিজের জমিতে চাষবাস করেন এবং তিনি যদি চাষী হয়ে থাকেন তবে তাদের বাৎসরিক 6000 টাকা করে দেবেন এই কৃষি নিধন যোজনায় ।


কৃষি নিধন যোজনা কিভাবে আবেদন করবেন ?


কৃষি নিধন যোজনা একটি কেন্দ্রীয় সরকারি যোজনা এখানে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে সেই সংঘ ভারতের চাষী হতে হবে।এখানে আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে আপনারা এই প্রকল্পে সুবিধা পেতে গেলে আপনাদের লোকাল সাইবার ক্যাফে কিংবা আপনারা সরাসরি কমন সার্ভিস সেন্টার এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনের জন্য বেশ কিছু শর্ত চাওয়া হয়েছে সেগুলি কিন্তু আপনাদের পূরণ করা থাকলে আপনার আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন পড়বে সেগুলি সাথে করে নিয়ে গিয়ে আবেদন করে নেবেন ।


কৃষি নিধান যোজনা আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে ?


আপনারা যদি ভারতের একজন চাষী হয়ে থাকেন এবং আপনারা চাইছেন কৃষি নিধন যোজনায় আবেদন করবেন তবে আপনাদেরকে এই সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন পড়বে-

  1. আবেদনকারীর আধার কার্ডের জেরক্স কপি,
  2. আবেদনকারীর ভোটার কার্ডের জেরক্স কপি,
  3. আবেদনকারীর পাসপোর্ট মাপের একটি ছবি,
  4. আবেদনকারীর নামে জমি রয়েছে তার পর্চা জেরক্স কপি,
  5. আবেদনকারীর নিজস্ব একটি ব্যাংক অ্যাকাউন্ট,

উপরে দেওয়া এই পাঁচটি ডকুমেন্টস আপনি সাথে করে নিয়ে গিয়ে আপনারা লোকাল সাইবার ক্যাফে কিংবা বাড়িতে বসে অনলাইনেও কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করার আরো বিস্তারিত জানতে গেলে আপনারা আমাদের নিচে দেওয়া ভিডিওটিকে সম্পূর্ণ ফলো করুন সেখানে আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু উল্লেখ করে দিয়েছি।


Prokash Durlov

আমার নাম প্রকাশ করলাম আমি একজন প্রফেশনাল ব্লগার | ব্লগিং করি এবং ব্লগিং থেকে যেটুকু অর্থ উপার্জন করি সেটুকু আমার সংসারের কাজকর | আমি ২০১৩ সাল থেকে ব্লগিং করছি ব্লগিং ক্যারিয়ারে অনেক ওঠানামা হয়েছে তবুও আমি ব্লক থেকে ছাড়িনি আজও পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমে সমস্ত ধরনের ইনফরমেশন দর্শকের সামনে তুলে ধরছি |

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

GP Global