কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প | Modi Government New Scheme


এবার কেন্দ্রীয় সরকারের এক প্রকল্পে আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন বিনামূল্যে ডিস টিভি। যেখানে আপনারা বিনামূল্যে রিচার্জ এর সুবিধা পাবেন এবং একবার এই স্কিমের যুক্ত হয়ে গেলে আপনাদের রিচার্জ করার আর কোনো দরকার হবে না তো কারা কারা পাবেন এই সুবিধা, ইতিমধ্যে সরকারের এই স্কিম নিয়ে হইচই বেঁধে গিয়েছে চারিদিকে কি স্কিম জানেন কি ? এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কারাই বা পাবে এই স্কিমের সুবিধা |


বর্তমান দুনিয়াতে টেলিভিশন এমন একটি প্রয়োজনীয় জিনিস যা প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনে এন্টারটেনমেন্ট ও সংবাদপত্র সংবাদ মাধ্যমের একমাত্র যোগাযোগ স্থান আমরা একটু মন খারাপ হলেই টিভি খুলে সেখানে খবর এবং এন্টারটেইনমেন্ট গান কোর্স বিভিন্ন জিনিস দেখতে পায় এবং লাইক সিরিজ গুলো আমরা এই টেলিভিশনের মাধ্যমে দেখতে পাই যেগুলো সরকার আমাদের দেখাতে চাই, তবে অসুবিধেটা হলো তখন যখন আমরা এই টিভি রিচার্জ করতে চাই নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিদিন যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সেই দিকে তাকালে মানুষের রোজগারের তুলনায় খরচ অনেক বেশি হয়ে গিয়েছে তাই কিন্তু সরকারের এই নতুন প্রকল্পে সরকারের এমন এক সিদ্ধান্ত যা জনসাধারণের মনের মধ্যে ঝড় তুলে দিয়েছে|



আজকে আমরা এই প্রবন্ধটিতে এমন একটি সিমের কথা নিয়ে আলোচনা করব যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন বাড়িতে বাড়িতে একেবারে বিনামূল্যে ইনস্টল করে দেবে এই এই বিনামূল্যে ডিশ টিভি পরিষেবা তবে বুঝতে পারছেন আপনারা কোন সিমের কথা বলছি কিভাবে এখানে আবেদন করবেন, 


এই স্কিমের নাম কি ?


সরকারের তরফ থেকে যে স্কিমটি অফার করা হয়েছে তার নাম DD FREE DTH Scheme | এই scream অনুযায়ী প্রত্যেক সুবিধা বোগি পেয়ে যাবেন বিনামূল্যে ডিটিএইচ এর সম্পূর্ণ সুবিধা| এই স্কিম চালু হয়েছিল ২০০৪ সালে তারপর থেকেই বহু বাড়িতেই ইতিমধ্যেই এই পরিষেবা রয়েছে জানানো হচ্ছে যে এর ফলে টিভি রিচার্জ নিয়ে কোনরকম ঝামেলা বা ঝুঁকি আপনাদের পড়াতে হবে না |


এই পরিষেবাটির জন্য মোট কত টাকা খরচ করতে হবে ?

এই সুবিধা উপভোগ করতে গেলে আবেদনকারী কে প্রথমবার ২০০০ টাকা খরচ করতে হবে ইচ্ছুক ব্যক্তিকে তারপর চিরকাল একেবারে বিনামূল্যে দেখতে পাবেন টিভি। তবে আপনাদেরকে টিভি দেখার জন্য পরবর্তী সময়ে কোনপ্রকার কোনো রকম টাকা কাউকে দিতে হবে না, এর মধ্যে পেয়ে যাবেন অ্যান্টোনার সুবিধা এখানে পছন্দ অনুযায়ী অনেকগুলো চ্যানেল দেখতে আপনারা সক্ষম হবেন |


আপনারা যদি এই পরিষেবা নিতে চান তাহলে কি করবেন ?

বিনামূল্যে ডিটিএইচ এর সুবিধা নিতে গেলে আপনাদেরকে টোল ফ্রি নাম্বারে কল করতে হবে অথবা আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। 1800114554 এই দল ফ্রি নাম্বারে আপনারা সকাল দশটা থেকে বিকাল ছটা পর্যন্ত কল করে এই পরিষেবার সংক্রান্ত সমস্ত কিছু যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন | পরবর্তীতে আপনি স্থানীয় কেবল অপারেটরের সাথে সাহায্য নিয়ে আপনি বাড়িতে ইন্সটল করে নিতে পারবেন এই পরিষেবা গুলি | ডিটিএইচ এর সুবিধা যেহেতু লোকাল কেবিল অপারেটর আপনাকে ইনস্টল করে দেবে সেখানে স্থানীয় ঋষিবারটি লাগানো গেলেও একটি প্রি আপনাকে দিতে হবে। তবে এক্ষেত্রে অনেকটি সুবিধা পাবেন গ্রাহকরা।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

GP Global