৯০ দশকে অভিনেত্রী করিশমা কাপুর বলিউডের কোন নায়কের প্রেমে পাগল ছিলেন | Karishma Kapoor Love Story
Karishma Kapoor Love Story: বংশের মেয়ে করিসমা কাপুর। বর্তমানে করিশমা কাপুর সিঙ্গেল রয়েছেন,২০০৩ সালে মুম্বাইয়ের এক বিখ্যাত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে তিনি বিয়ে করেছিলেন। ২০১৬ সালে তাদের দুজনের মধ্যে বিবাদ সৃষ্টি হয় তারা ডিভোর্স করে নিয়েছেন এবং বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেই রয়ে গিয়েছেন করিসীমা কাপুর। বলিউড খবরে কান পাকলে এই শোনা যায় কারিশমা কাপুর ও অক্ষয় খান্নার প্রেমের কথা।
অক্ষয় খান্না হলেন বলিউডের সুপারস্টার বিনোদ খান্নার ছেলে নিজের অভিনয়ের গুণে দর্শকের মনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন এই অক্ষয় খান্না, এই অভিনেতার প্রেম করেছেন একাধিক কিন্তু কারো সাথেই তিনি বিবাহ সম্পর্কে জড়িত হয়নি।
অক্ষয় খান্নার প্রেমের তালিকায় রয়েছে একাধিক নায়িকার নাম প্রথম তালিকায় রয়েছে সুচিত্রা সেন বাংলার সেরা অভিনেত্রী তার নাতনী অর্থাৎ রিয়া সেন থেকে শুরু করে বলিউড সুন্দরী ঐশ্বর্য রাই পর্যন্ত। কারো সাথে কোন সম্পর্কই দীর্ঘদিন টেকেনি অক্ষয় খান্নার। আপনারা কি জানেন কাপুর পরিবারে এক মেয়ের সঙ্গে দীর্ঘদিন প্রেম সম্পর্কে আবদ্ধ ছিল অক্ষয় খান্না।
বলিউডের খবরে কান পাকলেই শোনা যায় রণবীর কাপুর নাকি তার কন্যাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন অক্ষয়ের কাছে কিন্তু অন্য এক মেয়ের সাথে সম্পর্ক থাকা দারুন শুধু সম্পর্কই ভাঙ্গে না ভেঙে যায় তাদের বিয়েটাও। সেই সময় অজয় দেবগনের সাথে প্রেম ছিল কারিশমা কাপুরের তাদের একাধিক সিনেমায় দেখা গিয়েছিল সিনেমার পর্দায়। কিন্তু সেই সময় করিশমা কাপুরের মা ববিতা কাপড় তাদের এই সম্পর্ককে মেনে নেননি।
শ্রাবন্তী চ্যাটার্জীর হট ফটো শুট | শ্রাবন্তী চ্যাটার্জির বেশ কিছু পোশাকের কালেকশন দেখে চমকে উঠবেন
ববিতা কাপুর মা হিসেবে কখনো চাইনি তার মেয়ে তার ক্যারিয়ার ছেড়ে সংসার ধর্মের যুক্ত হোক, তাই সেই সময় সরাসরি বিয়ের কথা না খোঁজ করে দেয় ববিতা কাপুর। আসলে এই সময় পরিসীমা কাপুর ছিল তার ক্যারিয়ারের তুঙ্গে পরপর একাধিক হিট ছবি দিয়ে দর্শকের মন জয় করেছিলেন সেই সময়। কবিতা তার সিদ্ধান্তে অটল থাকা তরুণ অক্ষয় ও করিসীমার বিয়ে গোড়াতে থেমে যায়। সেই সময় তাদের দুজনের সম্পর্ক সেখানেই সীমাবদ্ধ হয়ে থাকে। তারপর পরিসীমার জীবনে আছে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন। নাম জোড়ায় বলিপাড়ায় তাদের দুজনের প্রেমের কথা। তাদের এই দুজনের প্রেমের কথা প্রকাশ্যে আসতেই দুজনের সম্পর্ক সেখানেই ইতি হয়ে যায় একদিকে ববিতা কাপুর তার সিদ্ধান্তে অটল থাকার ধরণ অক্ষয়ের সম্পর্ক ওখানেই শেষ হয়ে যায় আর তার নিজের পছন্দ অনুযায়ী চাইলেও পরিসীমা বিয়ে করতে পারবে না মায়ের অনুমতি না নিয়ে। একদিকে তার বাড়তি বয়স এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন অভিনেত্রীরা চলে এলে তাকিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিনেমা কাজ পাওয়াটা কঠিন হয়ে আসছিল তার কাছে।
তাই ২০০৩ সালে দিল্লির এক বিরাট শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন করিশমা। যদিও বহু বছর একেবারে ছাদের তলায় থেকেও তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না তবে তাদের দুটি সন্তান রয়েছে বর্তমানে এবং ২০১৬ সালে সঞ্জয় কাপুর করিশমা কাপুর কে ডিভোর্স দিয়ে বিবাহ বিচ্ছেদ করে বর্তমানে করিসমা কাপুর মুম্বাইয়ের বান্দ্রাতে একা নিজের মায়ের সাথে ও দুটো সন্তানকে নিয়ে জীবন যাপন করছেন এবং বলিউডে পুনরায় ফিরে আসার চেষ্টা করছেন।