শ্রাবন্তী চ্যাটার্জীর হট ফটো শুট | শ্রাবন্তী চ্যাটার্জির বেশ কিছু পোশাকের কালেকশন দেখে চমকে উঠবেন




বাংলা সিনেমা চলচ্চিত্রে এক প্রভাবশালী ও নামিদামি অভিনেত্রীর নাম হল শ্রাবন্তী চ্যাটার্জী বেশ কিছু রিলেশনশিপে যুক্ত হওয়ার জন্য তার নাম বারবার জর্জরিত হয় আমাদের সামনে তবু আমরা কিন্তু অনেকেই ভালোবাসি শ্রাবন্তী চ্যাটার্জি সেই মুখের সুন্দর হাসি| তাকে একবার রাজনীতিতেও নামটি দেখা গেছে ২০২০ বিধানসভা তে তাকে আমরা দেখেছি বিজেপির হয়ে বিধানসভায় নির্বাচনে দাঁড়াতে যদিও পরবর্তীতে তিনি বলেছেন আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় তিনি ভোটে হেরে যাওয়ার পর এই উক্তিটি করেছেন |


শ্রাবন্তী চ্যাটার্জির ড্রেসের কালেকশন দেখে ভক্তরা বোল্ড আউট হচ্ছে তার বোর্ড লুক দেখে চৈত্র মাসের তাপদাহ আগুনে আগুন ধরানো ফটোশুট দিয়ে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। টলিউডের প্রথম সারির অভিনেত্রীর তালিকায় রয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী অর্জন করেছেন এক বিরাট খেতনামা এই অভিনেত্রী বাস্তবে কোন কিছুর তো আত্মা করে না নিন্দুকেরা কি বলছে তাকে নিয়ে কি সমালোচনা করছে এসব নিয়ে তার কোন মাথা ব্যাথা নেই| শ্রাবন্তী সব সময় চলেন নিজের ছন্দে




তার একটি ফটোশুটে আপনারা দেখতে পাচ্ছেন অন্তবাসের ফাঁকে স্পষ্ট বক্ষ বিভাজিক কালো রংয়ের একটি টি শার্ট পড়ে গা আলগা করে রেখেছে বলছে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে প্রথম পাতায় আসতেই শেয়ার হয়েছে লাক্ষাদ্বিক এবং সেই সঙ্গে তার ভক্তদের মনের মধ্যে আগুনের বাসনা জাগিয়েছে। ইনি ক্যাপশনে একই বার্তা দিয়েছে যে নিজের মতো করে সুন্দর হও এটা বলে ছবিটি শেয়ার করেছে



এই ছবিটিতে বেশ আবেদনময়ী মেজে যে ধরা দিয়েছেন শ্রাবন্তী অভিনেত্রী আগুন ধরানো ফটোশুট করেছেন ফটোগ্রাফার তথাগত ঘোষ ছবিতে বেশ আত্মবিশ্বাসী লুকিয়ে ধরা দিয়েছেন এই নায়িকা শিশু শিল্পী হিসাবে টলিউডের ক্যারিয়ার গড়ার সাথে সাথে এই নায়িকা তিনি বেশ খ্যাতি অর্জন করেছেন তার অভিনয়ের জোরে ও গ্ল্যামারের ক্ষমতায় তিনি বেশ জায়গা দখল করে রেখেছেন ভক্তদের মনে ও টলি সিনেমা ইন্ডাস্ট্রিতে।



শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই মুহূর্তে দেবী চৌধুরী রানী শুটিং শেষ করেছে। দেবী চৌধুরী রানী বাংলা সব থেকে বড় বিগ বাজেটের একটি ছবি। এটা গোটা ভারত জুড়ে একাধিক ভাষায় মুক্তি পাবে বাংলা হিন্দি ছাড়াও ইংরেজি তামিল মালায়ালী বিভিন্ন ভাষায় মুক্তি পাবে এই সিনেমাটি এখানে নাম ভূমিকায় রয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি। srabanti chatterjee instagram




কখনো তিনি সবুজ শাড়ি পড়ে বঙ্গ নারীর চরিত্রে অভিনয় করেছে কখনো তিনি চুরিদার পরে এক স্টুডেন্ট এর ভূমিকা অভিনয় করেছেন শ্রাবন্তীর সেই সমস্ত ছবি দেখে ভালোবাসা উড়ার পড়েছেন নটি জেনে রাখা শুভশ্রীর মিত্র পরিচালিত দেবী চৌধুরী রানী ছবিটিতে পুজোর সময় মুক্তি পাবে বলে জানা গিয়েছে তবে আনুষ্ঠানিকভাবে কোন কিছু বলা সম্ভব নয়।





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

GP Global