কেন্দ্রীয় সরকার MSME Loan প্রকল্পে রাজ্যের বেকার যুবক-যুবতীদের দিচ্ছে টাকা, জেনে নিন কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে
ভারতীয় কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদি একটি নতুন প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের MSME Scheme এর মাধ্যমে দারুন সুবিধা আনলো। আপনারা যদি শিক্ষিত হয়ে থাকেন চাকরি না পেয়ে থাকেন বহুদিন ধরে চাকরি চেষ্টা করেও কোন চাকরি না পেয়ে থাকেন এবার কর্মসংস্থানের সুযোগ দেবে খোদ মোদি সরকার। ৫০ হাজার টাকা থেকে শুরু করে দুই কোটি টাকা পর্যন্ত লোন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে দেশের সমস্ত যুবক যুবতীদের যে কেউ এখানে আবেদন করতে পারেন। (Ministry of Micro Small & Medium Enterprises)
ইনস্ট্যান্ট লোন পেয়ে কিভাবে বিজনেস করবেন: এই টিমের আয়তায় যে সমস্ত ব্যাক্তিরা পড়বে তারা নিজেরা স্বনির্ভর হয়ে একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবে নিজস্ব ব্যবসা করে। একদম সহজ শর্তে এবং স্বল্প সুদে দেওয়া হচ্ছে এই লোন সঙ্গে লোন শোদ এর উপর পাওয়া যাবে ভর্তুকি সুবিধাও। যে এই লোনের আবেদনের যোগ্যতা এবং এই লোনের আবেদনের সুবিধা সেই সঙ্গে থাকবে আবেদন করার পদ্ধতি তবে প্রতিবেদনটি পড়লে কিন্তু আপনার সম্পূর্ণ লোনটা সঠিকভাবে আবেদন করতে পারবেন।
MSME কি ? what is msme loan ?
MSME (what is the full form of msme) হল মাইক্রো এবং মিডিয়াম এন্টারপ্রাইজ অর্থাৎ ক্ষুদ্র ছোট ও মাঝারি ধরনের শিল্প। ভারতের নথিভূক্ত মোট MSME Unit সংখ্যা ৬,৩৪ কটি। উৎপাদন ক্ষেত্রে জিডিপিতে ২৪,৬৩%। ভারতবর্ষ থেকে যা রপ্তানি হয় তার ৪৫ শতাংশ করে ছোট মাঝারি শিল্প। ভারতবর্ষে যে সমস্ত বেকার যুবক-যুবতীরা চাকরি ক্যারিয়ার শুরু করে তার বেশিরভাগ চাকরিপ্রার্থীরা এই এম এস এম ই প্রকল্পে প্রথম চাকরি ভাই। ভারতবর্ষে মোট 12 কোটি এই এমএসএমই প্রকল্পের সঙ্গে জড়িত।
MSME লোন কেন এত গুরুত্বপূর্ণ ?
দেখুন ক্ষুদ্র ক্ষুদ্র ছোট অসংগঠিত শিল্পগুলিকে বিকাশ ঘটানোর জন্য কেন্দ্রীয় সরকারের এক নতুন উদ্যোগ হল MSME Loan উদ্যোগপতিরা সরকারের কাছ থেকে এই লোন নিয়ে সহজেই নিজের ব্যবসা শুরু করতে পারবেন এবং সেই ব্যবসাকে আরো উন্নতি করতে পারবেন। এতে দেশের যেমন কর্মসংস্থান বিকাশ ঘটবে এবং দেশের শিল্পগত আই ও বাড়তে থাকবে যেহেতু ভারতবর্ষে মোট ক্ষুদ্র এবং মিডিয়াম শিল্পপতিরা ৪৫ শতাংশ বিদেশে রপ্তানি করে থাকে তাদের মাল তাই এই সংস্থাগুলির ওপর জোর দিয়ে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি দেশের সার্বিক উন্নয়ন ঘটাবে লক্ষ্যে এই লোন ব্যবস্থা করা হয়েছে।
MSME লোণে সর্বোচ্চ কত টাকা লোন দেয়া হয় ?
MSME লোনে আবেদনকারীকে ৫০ হাজার টাকা থেকে শুরু করে দুই কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে কেন্দ্রীয় সরকার। তবে মাইক্রো স্মল এবং মিডিয়াম শিল্প ভেদে বিভিন্ন অ্যামাউন্টে লোন দেওয়া হয় ।
স্মল ইন্ডাস্ট্রি কোনগুলোঃ যে সমস্ত ইন্ড্রাস্ট্রিগুলো অ্যানুয়াল ইনভেস্টমেন্ট এক কোটি টাকা এবং টার্নওভার পাঁচ কোটি টাকা মধ্যে।
মাইক্রো ইন্ডাস্ট্রি কোনগুলোঃ যে ব্যবসা গুলির অ্যানুয়াল ইনভেস্টমেন্ট পাঁচ কোটি টাকা থেকে ১০ কোটি টাকা। এবং যার টান ওভার ৫০ কোটি টাকার মধ্যে কে মিডিয়াম ইন্ডাস্ট্রির আয়তায় আনা হয়েছে।
মিডিয়াম ইন্ড্রাস্ট্রি কোনগুলোঃ মিডিয়ান ইন্ডাস্ট্রি হল সেই সমস্ত শিল্প যাদের বেস্ট মেন ৫০ কোটি এবং টার্নওভার বাৎসরিক ২৫০ কোটির বেশি হয়।
MSME লোনে কি কি সুবিধা আছে ?
কেন্দ্রীয় সরকার প্রদত্ত এই লোনটি সমাজের সমস্ত শ্রেণীর ব্যবসাদারদের তাদের ব্যবসা আরও বিকাশ ঘটানোর জন্য এই লোন প্রদান করছি। এই লনের বেশ কিছু সুবিধা রয়েছে আপনারা এই লোনের বিষয়বস্তু জেনে তবে কিন্তু আবেদন করবেন।
- লোন শোধের জন্য ১২ থেকে ৭ মাসের সময় দেওয়া হয়
- লোন রাহীতা নিজের সুবিধামতো দীর্ঘমেয়াদি লোন পরিশোধ করার সুযোগ পান
- এই লোন নেওয়ার জন্য কোন রকম কোন প্রকার সিকিউরিটি ছাড়াই MSME Loan পাওয়া যায় ব্যাংক থেকে অর্থাৎ কোনো সম্পত্তির হারানোর ভয় থাকেনা
- সাধারণ লোনের থেকে অনেক কম পরিমাণে সুদে পাওয়া যায় এই লোনটি
- এই প্রকার কুইক লোনের আবেদন আপনি ঘরে বসেই আবেদন করতে পারবেন
- এই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে লোনের টাকা ঢুকে যায় ব্যাংক একাউন্টে
- লোন নেওয়ার জন্য বিশেষ কোনো ডকুমেন্টস এর প্রয়োজন পড়ে না
- যদি বড় কোন ব্যবসা হয়ে থাকে সে ক্ষেত্রে এই প্রকার লোন বিশেষ কিছু অফার দেবে।
MSME লোন কিভাবে আবেদন করবেন ? MSME Loan আবেদনের শর্ত গুলি কি কি ?
- মিলন আবেদন করতে গেলে আবেদনকারীকে ১৮ থেকে ২২ বছর মধ্যে হতে হবে
- এছাড়াও আবেদনকারীকে ট্রেডিং ম্যানুফাকচারিং সার্ভিস যে কোন বিজনেসের চলতে হবে বর্তমানে
- আবেদনকারী যে ব্যবসা করবে সেই ব্যবসায়ী প্রতিবছর কমপক্ষে দুই লাখ টাকার রিটার্ন থাকতে হবে সেই ব্যক্তির।
- MSME লোন পাওয়ার জন্য ব্যবসায়ের অভিজ্ঞতা দরকার পড়ে।
- এই লোনের জন্য আবেদনকারী কে তার ব্যবসা পাঁচ বছরের পুরনো কিংবা তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে
MSME Loan আপনারা কিভাবে আবেদন করবেন ?
কেন্দ্র সরকারের প্রদত্ত এই লোন আপনারা চাইলে বাড়িতে বসেই আবেদন করতে পারেন শুধু আপনাদের আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেখানে গিয়ে আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টস দ্বারা আপনাদের আধারে সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তার সাথে একটি সার্টিফিকেট বানিয়ে নিতে হবে তারপর অফিসিয়াল ওয়েবসাইটে আপনার যাবতীয় ফরম ফিলাপ করে আপনারা লোকাল ব্যাংক থেকে আপনার যাবতীয় ব্যবসার ডকুমেন্টস সেখানে দেখিয়ে এই লোনটি পেয়ে যেতে পারেন। আরও বিস্তারিত জানতে আপনারা লোকাল সাইবার ক্যাফে কিংবা বাড়িতে বসেও আবেদন করে ফেলতে পারবেন