ব্লগার ওয়েবসাইটের Alternate page with propercanonical tag সমস্যার সমাধান | কিভাবে আপনারা ব্লগার ওয়েবসাইটে Alternate pagewith proper canonical tag সমস্যার সমাধান করবেন
আপনাদের কাছে যদি একটি ব্লগার ওয়েবসাইট থাকে এবংআপনি প্রতিনিয়ত সেখানে আর্টিকেল লিখে থাকেন তবু আপনার আর্টিকেলগুলি ঠিকঠাক মতোইনটেক্স হচ্ছেনা গুগল সার্চ কমছে নাকি আপনারা এমন অনেক কিছুই করে দেখেছেন তবুওকিছুতেই এই সমস্যার সমাধান হচ্ছে না তাই আজকে ২০২৪ সালে একটি নতুন টিপস আমিআপনাদেরকে দেবো যার ফলে আপনার ওয়েবসাইটে থাকায় এই ধরনের সমস্যার সমাধান নিজেরাইকরে নিতে পারবেন।
Alternate page withproper canonical tag সমস্যার সমাধানঃ নতুন ব্লগারদের ক্ষেত্রে এই সমস্যাটা কমন দেখা যায়। আপনি যদি এইসমস্যার সাথে জর্জরিত হয়ে থাকেন তবে এই আর্টিকেলটি সম্পূর্ণ করুন এবং আমাদেরদেখানো স্টেপ বাই স্টেপ ফলো করুন তবে কিন্তু এই সমস্যা আপনাদের হাত থেকে দূরে চলেযাবে পনাদের পোস্টগুলো গুগলের র্যাংক করবে এবং গুগল সার্চ কনসোলে কোন সমস্যা দেখাদেবে না নতুন করে-
আপনার আর্টিকেলের URLগুলি যদি ডুব্লিকেট হয়ে যায়সেক্ষেত্রে গুগল কিন্তু বুঝতে পারেনা আপনার অরিজিনাল আর্টিকেল কোন ইআরএল এর মধ্যেরয়েছে কোনটাকে তারা ইনডেক্সের জন্য পাঠাবে, সেই জন্য এই সমস্যা তুলে ধরে সার্চকনসিলের মাধ্যমে সহজে আপনারা এই সমস্যার সমাধান করে নিতে পারবেন নিচে দেওয়াকোডটিকে প্রথমে আপনাকে কপি করে নিতে হবে।
<script>(function() { var url = window.location.href; if (url.indexOf('?m=1') !== -1) { url = url.replace('?m=1', ''); window.history.pushState(null, null, url); }})();</script>
এবার আপনি এই কোডটিকে সম্পূর্ণ নেওয়ার পর আপনাকে চলে যেতে হবে ব্লগারওয়েবসাইটের ড্যাশবোর্ডে সেখানে গিয়ে আপনি থিমস অপশনটিকে বেছে নেবেন সেখানে এডিটhtml এ যাওয়ার পর CTRL+F এর সাহায্যে খুঁজে নিতে হবে </body> আর এর ঠিক উপরেরঅংশে আপনাকে ওই কপি করা কোডটিকে সম্পূর্ণ বসিয়ে থিমটিকে সেভ করে দেবেন।
এবার আপনাকে Google Search Console যাওয়ার পরআপনাকে এই সমস্যাটিকে বেছে নিয়ে নির্দিষ্ট স্থানে Valitadion অপশনটিতে ক্লিক করারপর ২৪ ঘন্টার পর আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে এবং আপনি পুনরায় যদি আপনারআর্টিকেলগুলোকে ইনডেক্স করেন তাহলে সে আর্টিকেলগুলো গুগলে ইনডেক্স হয়ে যাবে।আমাদের আর্টিকেলটি থেকে যদি আপনাদের কোন কাজে লেগে থাকে তবে অবশ্যই আপনারা কমেন্টেআপনাদের নাম লিখে যাবেন।
আপনার ওয়েবসাইটে যদি Canonical Tag সমস্যা দেখাযায় তাহলে আপনি আমাদের দেওয়া উপরের ইনফরমেশন গুলি ফলো করতে পারেন এছাড়াও আপনারাযদি এই ধরনের সমস্যায় জর্জনিত হন বা এই ধরনের সমস্যা কেন আপনার ওয়েবসাইটে আসেসেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি।
আপনার ওয়েবসাইটে যদি
Canonical Tag সমস্যা দেখা যায় তাহলে আপনি আমাদের দেওয়া উপরের ইনফরমেশন গুলি ফলোকরতে পারেন এছাড়াও আপনারা যদি এই ধরনের সমস্যায় জর্জনিত হন বা এই ধরনের সমস্যাকেন আপনার ওয়েবসাইটে আসে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি।এটা সাধারণত এসেথাকে আপনার ওয়েবসাইটে যদি মোবাইল ফ্রেন্ডলি কোন ট্যাগ না থেকে থাকে অর্থাৎ আপনারলেখা আর্টিকেল গুলির পিছন দিকে দেখবেন ?m=1 আছে তাহলে মনে রাখবেন আপনারওয়েবসাইটের আর্টিকেল গুলি মোবাইল ফ্রেন্ডলি নয় আপনার থিমটা হল মোবাইল ফ্রেন্ডলিনয়। এর জন্য মোবাইল এর যে সমস্ত বোর্ড গুগলের বোর্ড আপনার ওয়েবসাইটকে ক্রাউল করেতখন মোবাইল ফ্রেন্ডলি না দেখলে আপনার লেখা আর্টিকেলগুলিকে তারা কেননিকাল ট্যাগসমস্যা সাথে যুক্ত করে যার জন্য আপনার চেয়ে আর্টিকেল গুলি ইনডেক্স হয় না অথবাভালো ইনফরমেশন থাকা সত্ত্বেও আপনার ওয়েবসাইটে সেই ইনফরমেশন গুলি গুগল সার্চএআসেনা তাই আপনার এই ধরনের সমস্যা গুলি দেখা যায়। যে সমস্ত নতুন ব্লগাররা এগুলোকেইগনোর করে তাদের ব্লগিং ক্যারিয়ার খুব বেশি সফল হয় না এবং তারা ব্লগিং করে অতবেশি অর্থ উপার্জন করতে পারে না। ওয়ার্ডপ্রেসের জন্য সাধারণত এই সমস্যাগুলো কমহয়ে থাকে তবে যারা ব্লগার এ আপনার ব্লগিং ক্যারিয়ার শুরু করেন তাদের ক্ষেত্রে এইধরনের সমস্যার বেশি দেখা যায়। আমার দেওয়া এই ইনফরমেশন কি আপনাদের যদি ভালো লেগেথাকে তবে আমাদের ওয়েবসাইটে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর আমি প্রতিদিন নতুন নতুনটিউটোরিয়াল এই ওয়েবসাইটে প্রোভাইড করব যাতে আপনারা আপনাদের ব্লগিং ক্যারিয়ারেসফল হতে পারন।
একজন ব্লগারকে তারওয়েবসাইটের সমস্ত ত্রুটি গুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যাতে এই ডিজিটালযুগের নিজের কনটেন্ট প্রোভাইড করলে সেই কনটেন্ট গুলি যাতে অন্যান্য ব্লগারদের সাথেদ্রুততর ভাবে কম্পিটিশন করে নিজের জায়গা দখল করতে পারে। আপনি যদি একজন ব্লগার হনতবে আপনাকে আপনার ব্লগটির উন্নতি এবং অবনতির দিকে লক্ষ্য রাখতে হবে আপনারওয়েবসাইট যদি কোন নির্দিষ্ট কিওয়ার্ড দ্বারা রাঙ্ক করা শুরু হয় তাহলে আপনারামনে রাখবেন সেই কিওয়ারটিকে টার্গেট করে আপনার আরো নতুন নতুন আর্টিকেল প্রোভাইডকরতে হবে এটা কিন্তু একটা ভালো ব্লগারের প্রথম কাজ।