আপনার গুগল একাউন্টটিকে কিভাবে সিকিওর করবেন ?গুগল একাউন্টটিকে সুরক্ষিত রাখার উপায় কি ?
আপনার কাছে যদি একটি জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলেসেটিকে সুরক্ষিত রাখা এটা আপনার দায়িত্ব কারণ আমরা সকলে গুরুত্বপূর্ণ কাজের জন্যজিমেইল একাউন্ট ব্যবহার করি। সেই জিমেইল এর আইডি পাসওয়ার্ড যদি আমাদের কাছ থেকেহারিয়ে যায় তাহলে আমরা সেটাকে কি করে রিকভার করব google একাউন্টের পাসওয়ার্ডপুনরুদ্ধার কিভাবে করব এই সমস্ত বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই আজকেরএই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে গুগল একাউন্টটি কে সুরক্ষিতকরবেন।
জিমেইলের ব্যবহার কোথায় কোথায় করা হয় ?
আমরা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সমস্ত ধরনের সরকারিও অফিসিয়াল কাজ গুলিতে ব্যবহার করি। যেমন ব্যাংকের নতুন একাউন্ট করতে গেলে জিমেইলএকাউন্ট লাগে, আপনি যদি কোন সরকারি চাকরির জন্য আবেদন করতে চান তবে সেখানে জিমেইলএকাউন্টে লাগে । এছাড়াও ডিজিটাল যুগে সমস্ত কাজের ক্ষেত্রে জিমেইল অ্যাকাউন্টব্যবহার করা হয় আপনি যদি আধার কার্ড ব্যবহার করেন তবে আপনি বুঝতে পারবেন জিমেইলঅ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ কারণ আপনার আধার কার্ডে জিমেইল একাউন্টের ওটিপি এরমাধ্যমে আপনার আধার থেকে ওপেন করা হয় ডিজিটাল কাজের ক্ষেত্রে । বিভিন্নওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার জন্য সাইন ইন করার জন্য আপনাকে জিমেইল একাউন্ট দিতেহয়।
জিমেইল আকাউন্ট সুরক্ষিত রাখার উপায় ?
জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে গেলে সবার প্রথমআপনাকে Recovery Number ও Recovery Email যুক্ত করতে হবে সেই জিমেইল অ্যাকাউন্টেযাতে আপনি কখনো আপনার পাসওয়ার্ড ভুলে গেলেও Forget Password করলে আপনাররেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপি সাহায্যে আপনি নতুন পাসওয়ার্ডসেট করতে পারবেন ।
সুরক্ষিত রাখার টিপসগুলি নিচের চিত্রসহ দেখানো হলো
প্রথমে আপনাকে যেতে হবে ম্যানেজ ইওর গুগলএকাউন্টে (Manage Your Google Account) সেখানে গিয়ে ক্লিক করার পর আপনার সামনে নিচেদেওয়া ঠিক এমন একটি চিত্র আসবে
এবার এখানে আপনি Security অপশনটিতে ক্লিক করবেন আর একটু Scroll করে দেখেনেবেন সেখানে আপনার মোবাইল নাম্বার Recovery ও 2 Step দুই জায়গাতে একই মোবাইল নাম্বারআছে কিনা আর যদি না থেকে থাকে তবে আপনি আপনার মোবাইল নাম্বার সেখানে যুক্ত করে দেবেনএবং তার নিচে একটি অপশন পেয়ে যাবেন Email Recovery সেখানে আপনার একটি ইমেইল আইডি বসিয়েদেবেন মোবাইল নাম্বার যুক্ত করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটাওটিপি চলে আসবে সেই ওটিপিটি সাবমিট করার পর আপনার মোবাইল নাম্বার সেখানে যুক্ত হয়েযাবে।
এইভাবে প্রথমত আপনি শুধুমাত্র আপনার মোবাইলনাম্বার আর জিমেইল আইডির সাহায্যে আপনার জিমেইল অ্যাকাউন্টটি কে সুরক্ষিত করতে পারবেনএবং আপনি কখনো ভুলে গেলে আপনার মোবাইল নাম্বার ফরগট করলে আপনার মোবাইলে ওটিপি আসবেসেই ওটিপি দিয়ে আপনি নতুন পাসওয়ার্ড যুক্ত করতে পারবেন।
Authentication: জিমেইলঅ্যাকাউন্ট সুরক্ষিত করার আরেকটা মাধ্যম রয়েছে যেটা মোবাইলে টাকা অ্যাপ্লিকেশন ও আপনারকম্পিউটার বা মোবাইল দুটো সাহায্য করতে পারবেন তবে এটার জন্য দুটো মোবাইলের প্রয়োজননইলে পারে একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোনের প্রয়োজন হয়। এই সিকিউরিটি পড়ার জন্যদুটি স্টেপ আমি আপনাকে নিম্নে উল্লেখ করে দিলাম-
- প্রথমে মোবাইলের Play Store যাবেন সেখানথেকে একটি অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে
- ইন্সটল করার পর আপনাকে যে ইমেইল আইডিটিসিকিওর করবেন সেই ইমেইল আইডিটি Sign করে নেবেন
- তারপরে এখানে Qr Scan করার জন্য একটি জায়গা দেখবেন
এবার আপনি আপনার ডেক্সটপে বা অন্য কোন মোবাইলে ওইজিমেইলটিকে লগইন করবেন Authentication অপশনটিতে ক্লিক করলেই একটা বারকোড আপনারাপেয়ে যাবেন এবার আপনার মোবাইল দিয়ে ওটাকে স্ক্যান করলে আপনার হাতে থাকা মোবাইলেএকটা কোড চলে আসবে আর এই দিকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে সেখানে কোড সাবমিটকরার জন্য একটি বক্স লক্ষ্য করবেন সেই কোডটিকে ওই বক্সের মধ্যে বসিয়ে সাবমিটকরলেই আপনার অ্যাকাউন্টটি সিকিউরিটি হয়ে যাবে।
Gmail একাউন্ট সিকিউরিটি সম্পর্কে আরও বিস্তারিতজানতে আপনারা আমাদের নিচে দেওয়া ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সেখানে ডিটেলসে দেখানো রয়েছেকিভাবে আপনি এ কাজটি করতে পারবেন এছাড়াও আপনি যদি জিমেইল সংক্রান্ত কোনো সমস্যায়জর্জরিত হন তবে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।