নতুন ব্লগারদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিং | এই সেটিংগুলি আপনার ব্লগে ট্রাফিক নিয়ে আসবে | Blogger SEO Setting

নতুন ব্লগারদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিং| এই সেটিংগুলি আপনার ব্লগে ট্রাফিক নিয়ে আসবে

নতুন ব্লগারদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিং | এই সেটিংগুলি আপনার ব্লগে ট্রাফিক নিয়ে আসবে


একটি ব্লগ তৈরি করার পর আমাদের যে ধরনের সেটিংগুলি সেখানে করতে হয় সেগুলি নিয়েই মূলত আজকের এই প্রবন্ধটিতে আলোচনা করব আপনারাযদি নতুন ব্লগার হয়ে থাকেন এবং ব্লগিং করে সফলতা পেতে চান তবে এই ধরনের সেটিংগুলি অবশ্যই প্রথম স্টেপে আপনাকে করে দিতে হবে। 


ব্লগার এসইও সেটিং(Blogger SEO Setting): আপনি যদি একটি ব্লগ তৈরি করেন তবে আপনাকে প্রথমে সেই ব্লকডার সার্চইঞ্জিন অপটিমাইজেশন সেটিংগুলি প্রথমে করে নিতে হবে এর জন্য আমি আপনাদেরকে নিচেরস্টেপ বাই স্টেপ উল্লেখ করে দিচ্ছি-

ব্লগার ড্যাশবোর্ডে যাওয়ার পর নিচে সেটিং অপশনটিতে ক্লিক করুন

ব্লগার ড্যাশবোর্ডে যাওয়ার পর নিচে সেটিং অপশনটিতে ক্লিক করুন

এরপর আপনাকে প্রথমে টাইটেল ও ডেসক্রিপশন সেটিং করতে হবে

এরপর আপনাকে প্রথমে টাইটেল ও ডেসক্রিপশন সেটিং করতে হবে

সেখানে আপনি আপনার ব্লগটি কোন ভাষায় লেখা রয়েছে সেটিকে বেছে নেবেন এবংআপনার ব্লগের ফেভিকন আইটেমটিকে যুক্ত করবেন

সেখানে আপনি আপনার ব্লগটি কোন ভাষায় লেখা রয়েছে সেটিকে বেছে নেবেন এবং আপনার ব্লগের ফেভিকন আইটেমটিকে যুক্ত করবেন

আপনার কাছে যদি একটি ডোমেইন থেকে থাকে তবে সেই ডোমেটিকে আপনি যুক্ত করেনেবেন এতে আপনার ওয়েবসাইট গুগলের কাছে একটা ভরসা যুক্ত ব্লক হিসেবে পরিচিত লাভ করবেআর আপনার লেখা আর্টিকেল গুলো গুগল সহজে বুঝতে পারবে। 

আপনার কাছে যদি একটি ডোমেইন থেকে থাকে তবে সেই ডোমেটিকে আপনি যুক্ত করে নেবেন এতে আপনার ওয়েবসাইট গুগলের কাছে একটা ভরসা যুক্ত ব্লক হিসেবে পরিচিত লাভ করবে আর আপনার লেখা আর্টিকেল গুলো গুগল সহজে বুঝতে পারবে

ব্লগারের সাথে একটি কাস্টম ডোমেন যুক্ত করার পরআপনাকে লক্ষ্য রাখতে হবে https Ability ও https Redirect অন আছে নাকি যদি অননাথাকে তাহলে আপনাকে অন করে দিতে হবে।

ব্লগারের সাথে একটি কাস্টম ডোমেন যুক্ত করার পর আপনাকে লক্ষ্য রাখতে হবে https Ability ও https Redirect অন আছে নাকি যদি অন নাথাকে তাহলে আপনাকে অন করে দিতে হবে।

মেটা ট্যাগ কি (What is Matatag): ব্লগিংয়ের ক্ষেত্রে মেটাট্যাগের সাহায্যেআপনার ব্লগ ওয়েবসাইটের কনটেন্টগুলিকে গুগল সার্চ ইঞ্জিনের সাহায্যে ইনডেক্স করাতেসহায়তা করে এর ফলে আপনার লেখা আর্টিকেলগুলি সহজে গুগল সার্চ ইঞ্জিনে দেখা যায় সার্চকরলে।

মেটা ট্যাগ কি (What is Matatag): ব্লগিংয়ের ক্ষেত্রে মেটাট্যাগের সাহায্যে আপনার ব্লগ ওয়েবসাইটের কনটেন্টগুলিকে গুগল সার্চ ইঞ্জিনের সাহায্যে ইনডেক্স করাতে সহায়তা করে এর ফলে আপনার লেখা আর্টিকেলগুলি সহজে গুগল সার্চ ইঞ্জিনে দেখা যায় সার্চ করলে।

Robot.txt ফাইলটি কি ? (What is Robot.txt File): আপনার ব্লগে যখন Search Engine আছেCrawl করতে তখন অধিকাংশই আপনার Robot.txt ফাইলটিকে সার্চ করে, এর কারণ হলো গুগল সার্চইঞ্জিন বোঝে আপনার ওয়েবসাইটে কোন আর্টিকেল গুলিকে ইনডেক্স করা উচিত এবং কোন আর্টিকেলগুলিকে ইনডেক্স করা উচিত নয়। আমরা যদি এটার পর্যবেক্ষণ করি তবে বলা যেতে পারেRobot.txt ফাইলটি গুগল সার্চ ইঞ্জিনকে বুঝিয়ে দেয় আপনার ওয়েবসাইটের কোন আর্টিকেলগুলিকেইনডেক্স দ্রুত করা প্রয়োজন এবং তার সমস্ত সারাংশ গুগলের কাছে পৌঁছে দেওয়া এর মূলকাজ।

Robot.txt ফাইলটিকে ব্লগরে কিভাবে যুক্ত করবেন ?

এর জন্য আপনাকে প্রথমে ব্লগারের ড্যাশবোর্ডে যেতেহবে সেখানে গিয়ে আপনারা সেটিং একটি অপশন দেখতে পারবেন সেটাতে ক্লিক করবেন এবংনিচে কল করে যাবেন এবং সেখানে দেখতে পারবেন Enable Custom Robot.txt লেখা একটিঅপশন রয়েছে সেটাকে আপনাকে অন করে দিতে হবে। তারপর আপনি গুগল সার্চ ইঞ্জিনে যাবেনসেখানে গিয়ে সার্চ করবেন https://www.labnol.org/blogger/sitemap/ এই লিংকে ক্লিক করে আপনারা সরাসরি যেতে পারেনসেখানে আপনারা একটা সার্চ বক্স দেখতে পারবেন সেখানে আপনার ওয়েবসাইটে ইউআরএলবসিয়ে দিলে আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপ তৈরি হয়ে যাবে সেটাকে সম্পূর্ণ কপি করেআপনার নিচে দেখানো নির্দিষ্ট অপশনে বসিয়ে দেবেন তারপরে সেভ করে দেবেন। 

Blogger SEO Tutorial




Enable Custom Robot Header Tags নিচে দেখানো স্টেপ বাই স্টেপ ফলো করুন

Enable Custom Robot Header Tags নিচে দেখানো স্টেপ বাই স্টেপ ফলো করুন

Custom Robot tag for Home Page টিতে ক্লিক করুন নিচের দেওয়া স্টেপ ফলো করুন

Custom Robot tag for Home Page টিতে ক্লিক করুন নিচের দেওয়া স্টেপ ফলো করুন

Achive and Search Page 

Achive and Search Page

Post and Page Tag

Robotএই সমস্ত কাজগুলি কমপ্লিট করারপর আপনাকে যেতে হবে গুগল সার্চ কনসোলে (Google Search Console) এখানে গিয়ে আপনারাআপনাদের ওয়েবসাইটকে সাবমিট করতে হবে যাতে গুগল সার্চ আপনার ওয়েবসাইটটির সম্পর্কেনির্দেশ পাই যে আপনি এটিকে তাদের কাছে সাবমিট করছেন এবং আপনার দেওয়া কনটেন্ট গুলোতাদের কাছে পৌঁছাতে পারে।

গুগল সার্চ কনসোল কি (What is Google SearchConsole) ?


গুগল সার্চ কনসোল আপনার ওয়েবসাইটটির সমস্ত ডাটাএনলাইটিসের কাজ করে যেমন আপনার ওয়েবসাইটে যদি কোন পোস্টগুলি ইনডেক্স হচ্ছে কিনাআপনার পোস্টগুলি গুগল সার্চ অঞ্চলের মাধ্যমে সেখানে ট্রাফিক আসছে কিনা। প্রতিদিনকত পরিমাণে ভিজিটর আপনার ওয়েবসাইটে আসছে এই সমস্ত ধরনের কাজগুলি করতে সহায়তা করেএবং আপনার ওয়েবসাইটের উন্নতি এবং অনুন্নতি সম্পর্কে একটা ধারণা আপনাকে পৌঁছে দিতেপারে এই গুগল সার্চ কনসোল। 


গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটকে কিভাবে সাবমিট করবেন ?


গুগল সার্চ কনসে লিখে গুগলে সার্চ করলে আপনার সামনে যে লিংকটি আসবে সেখানেক্লিক করলেই আপনারা চলে যাবেন Google Search Console পেজে এখানে গিয়ে আপনার ওয়েবসাইটেরইউআরএলটিকে সাবমিট করতে হবে। এবং আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপ সাবমিট করতে হবে যাতেগুগল সার্চ এর দ্বারা আশা Bot আপনার পোস্টগুলিকে সহজে দেখতে পারে এবং ইনডেক্স করাতেপারে এর জন্য আপনারা নিচের স্টেপ বাই স্টেপ ফলো করুন-



Step-2


আপনাকে শুধু এইটুকু কাজ করলে আপনার ব্লগারওয়েবসাইটে বেসিক সেটিং হয়ে যাবে এবার আপনি পোস্ট লেখার পর গুগল সার্চল এসে আপনারইউআরএল টিকে সাবমিট করে সাইট ম্যাপ আরো একবার সাবমিট করবেন আপনার পোস্টটি google এইনডেক্স হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল মূলত ব্লগারের একটি বেসিক সেটিং যেগুলিআপনাকে করে নিলে আপনার ওয়েবসাইট গুগলে দ্রুত রেংক করবে এবং আপনার লেখাআর্টিকেলগুলি গুগল সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

GP Global