Magpro Blogger Premium Theme Customize | custom theme for blogger | ব্লগারের থিম কাস্টমার

Magpro Blogger PremiumTheme Customize | custom theme for blogger | ব্লগারের থিম কাস্টমার



আজকের এই আর্টিকেলেরমাধ্যমে আমরা আপনাদেরকে শিখাব কিভাবে আপনারা একটি ফ্রি ব্লগার ওয়েবসাইট তৈরি করেনসেখানে নিজের ওয়েবসাইট এর মাধ্যমে ব্লগ তৈরি করা |ব্লগারব্লগার ওয়েবসাইটের একটিগুরুত্বপূর্ণ কাজ হল ভালোভাবে আপনার থিম কাস্টমাইজেশন করা এর জন্য আপনাকে প্রথমেএকটি থিম পছন্দ করতে হবে | আমার পছন্দ ব্লগার ওয়েবসাইটে দ্রুত এডসেন্সঅ্যাপ্রুভাল পাবার জন্য আপনারা সর্বদাই Magpro Premium থিমটিকে পছন্দ করতে পারেনএটি আপনার ব্লগার ওয়েবসাইটের সাথে সুন্দরভাবে সেট হয় এবং সহজে আপনি এটিকেকাস্টমাইজ করতে পারেন এর মাধ্যমে আপনার ব্লগার ওয়েবসাইটের ভেতর আপনার লেখাআর্টিকেল গুলি সাদৃশ্যভাবে দর্শকের সামনে উপস্থিত করা সম্ভব হয় |


Magpro Blogger Templateবৈশিষ্ট্য: আপনি যদি ব্লগার এইটেমপ্লেটটিকে যুক্ত করতে চান তবে প্রথমে এর কাস্টমাইজেশন ভালো করে শিখতে হবে, এইটেমপ্লেট টি ব্যবহার করে আপনি অন্যান্য টেমপ্লেটের তুলনায় খুব সহজে কাস্টমাইজেশনএবং আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোকে সহজে যুক্ত করতে পারবেন | এই থিমটিসম্পূর্ণ রেসপন্সিভ একটি থিম মোবাইলে এটিকে খুললে পারে একটু আলাদা দেখাবে এবংডেক্সটপে দেখলে পরে ডেস্কটপ মোডে দেখাবে, এই হলো রেসপন্সিভের কাজ | এই থিমটিস্পিডের দিকের তাকালে খুব ভালো ফল দেখা যায় এর ফলে আপনার লেখা আর্টিকেলগুলি দ্রুতইন্ডেক্স হয় এবং ইউজাররা সহজেই আপনার ওয়েবসাইটে ভিজিট করে | এর ফুটার ক্রেডিটআপনি চাইলে নিজের ইচ্ছামত ছড়িয়ে ফেলতে পারেন এবং ইচ্ছা মত নাম দিতে পারেন | এইথিমটি ডানদিকে আপনি আপনার ইচ্ছামত লে-আউটে বিভিন্ন ধরনের প্লাগিন ব্যবহার করতেপারেন যেমন- আপনার ইউটিউব চ্যানেলকে এমবেড করতে পারেন, ফেসবুক পেজকে এখানে যুক্তকরতে পারবেন, নিজের ইচ্ছামত অ্যাডভার্টাইজমেন্ট যুক্ত করতে পারবেন এই সমস্তকাজগুলি সহজে এই থিমের মাধ্যমে আপনি করতে পারবেন | থিমটির উপর দিকে অর্থাৎ হেডারঅপশন এ আপনারা পাবেন এডভাটাচমেন্ট যুক্ত করার একটি জায়গা আরো অন্যান্য বৈশিষ্ট্যগুলি রয়েছে চাই থিমটিকে অন্যান্য থিমের তুলনায় একটু আকর্ষণীয় করে তোলে |

Magpro Blogger Premium Theme Customize 

যেকোনো থিম ব্লগারে যুক্তকরার জন্য আপনাকে প্রথমে আপনার ব্লগার ওয়েবসাইটে ড্যাশবোটে যেতে হবে তারপর সেখানেগিয়ে আপনারা Theme নামে একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন তারপর সেখানেCustomize লেখা একটি অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করতেই Edit Html পেয়ে যাবেনযেখানে ক্লিক করলে আপনার সমস্ত কোড গুলি ওপেন হয়ে যাবে এবার আপনি আপনার পুরনো কোডগুলিকে CTRL+A সমস্ত টাকে সিলেক্ট করে (Backspace) প্রেস করে রিমুভ করে দেবেন| 

নিচের চিত্র অনুযায়ী ফলোকরুন









এইভাবে আপনি ব্লগার থিমটাকে ক্লিয়ার করেনেবেন এবার আপনাকে যে কাজটি করতে হবে যদি আপনার কাছে Magpro Premium থিমটি থেকে থাকেতাহলে আপনি ওই থিমটিকে Extract করে নেবেন তার ভেতর যে xml ফাইলটি রয়েছে সেটিকে নোটপ্যাডেরমাধ্যমে ওপেন করবেন নিচের চিত্র অনুযায়ী ফলো করবেন-





এইভাবে আপনি আপনার থিমটিকে ব্লগার ওয়েবসাইটেযুক্ত করতে পারবেন আশা করি এইটুকু আপনারা শিখতে পারলেন কিভাবে ব্লগার ওয়েবসাইটে থিমআপলোড করবেন | এবার আমি আপনাদেরকে শেখাবো থিমটিকে কাস্টমাইজেশন করা যেটা গুরুত্বপূর্ণএকটি বিষয় |

থিমটিকে আপলোড করার পর আপনাকে প্রথমে যেতেহবে ব্লগারের ড্যাশবোর্ডে সেখানে লেআউট একটি অপশন পাবেন।


এখানে আপনার সমস্ত কিছুরয়েছে দেখুন নিচের চিত্র অনুযায়ী আপনার ব্লগ ওয়েবসাইটটি এখন এমন দেখতে লাগছে-



আমি এরর সাহায্যে দেখিয়ে দিচ্ছি এখানেযে মেনুবার গুলি রয়েছে সেইগুলি আপনি প্রথমে কিভাবে পরিবর্তন করবেন অর্থাৎ আপনার নিসঅনুযায়ী এর জন্য নিচের ছবিতে দেওয়া ইনস্ট্রাকশন ফলো করুন



উপরের চিত্র অনুযায়ী দেখানো হয়েছে লেআউট অপশনে যাওয়ার পরে Main Manu লেখার ডানদিকে একটা পেন্সিল আইকন রয়েছে। সেখানে ক্লিককরলে আপনার সামনে সমস্ত লিঙ্ক যুক্ত করার জায়গাটি দেখা যাবে সেখানে আপনি আপনার পোস্টেযে লেভেল রাখবেন সেই পোস্টটিকে ওপেন করে লেভেল অপশনে ক্লিক করলে যে ইউ আর এল টি তৈরিহবে। সেই ইআরএলটি কপি করে এখানে বসিয়ে দিলেই সেভ করে দিলেই আপনার সেই মেনুর সাথে সেইক্যাটাগরি বা লেভেল যুক্ত হয়ে যাবে।

উপরের চিত্র অনুযায়ী আপনারা দেখছেন বাঁদিকেযে পেজ গুলির অপশন আপনারা লক্ষ্য করবেন সেগুলিকে আমি রেড মার্ক করে দিয়েছি, বা টার্গেটকরে দিয়েছি এগুলিকে পরিবর্তন করতে গেলে আপনাকে প্রথমে যেতে হবে লেআউট অপশনটিতে


উপরের চিত্র অনুযায়ী আপনারা দেখতে পারবেনটপ মেনু বলে একটি অপশন লেখা রয়েছে। সেখানে ক্লিক করবেন এবং আপনি যে পেজগুলো তৈরি করবেনসেই পেজ গুলির লিংকে ক্লিক করে ওপেন করে নেবেন। সেই লিংক টাকে এখানে বসিয়ে দিতে হবে।এটার জন্য আপনার সম্পূর্ণ নিচের ভিডিওটা দেখতে পারেন সেখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েদিয়েছি |

এবার ঠিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটালোগো যুক্ত করা রয়েছে তো লোগো যুক্ত করার জন্য আপনাকে একটি লোগো বানিয়ে নিতে হবেতা আপনি চাইলে আপনার মোবাইলের Pixelল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে বানিয়ে নিতে পারেন।অথবা ফটো সব ভালো ব্যবহার করতে পারলে ফটোশপ থেকে বানিয়ে নিতে পারেন এটা যুক্ত করতেগেলে উপরের ইনফেকশনের ঠিক নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন নিচের চিত্র অনুযায়ী ফলোকরুন-


এই সমস্ত প্রসেস গুলি আপনারা যেটুকু পিকচারঅনুযায়ী দেখেছেন সেগুলি সম্পূর্ণ হেডার অপশনের ওপর রয়েছে অর্থাৎ থিমের যেয়ে ওপরেরঅংশে যে কাজগুলি সেগুলি আমি আপনাকে দেখালাম এবার আমি আপনাকে দেখাবো ফুটার অপশনের কাজ।বা ফুটার অপশনকে কিভাবে কাস্টমার করবেন ।


Blogger Magpro ThemeFooter Deshine: এই থিমটি খুব সহজেই আপনারা কাস্টমাইজ করতে পারবেন এমন কোন ঝামেলাএখানে নেই ফুটার অপশনে কোন জিনিসগুলি ইম্পরট্যান্ট সেগুলি আপনাকে জানতে হবে |

  1. লোগো ডিজাইন 
  2. পলিসি পেজ 
  3. সোশ্যাল মিডিয়া লিংক
  4. ফুটার ক্রেডিটা

এই সমস্ত কিছু আপনি Layout অপশনটিতে যাওয়ারপর একদম নিচের দিকে পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনি একটু বুঝেশুনে সমস্ত জায়গা ফিলাপকরবেন আপনার যে সমস্ত সোশ্যাল মিডিয়া লিংক রয়েছে আপনার যে সমস্ত পেজগুলি আপনি তৈরিকরেছেন পলিসি পেজগুলি সেগুলি লিংক করাবেন এবং আপনার ওয়েবসাইটের নাম অর্থাৎ ফুটার ক্রেডিটযার নামে রাখবেন সেটি যুক্ত করবেন। এই ভাবেই আপনি এই ট্যাবলেটটিকে সুন্দরভাবে অসাধারণআকার দিতে পারবেন যে দেখবে সে অবশ্যই আপনার ওয়েবসাইটের সমস্ত কিছু ইনফরমেশন পেয়েযাবে এই ভাবেই এই থিমটি কাস্টমাইজ করা যায় |

Download (480p)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

GP Global