Pixellab এপ্লিকেশনটি কি ? Pixellab অ্যাপ্লিকেশনটির ব্যবহার শিখুন ?

Pixellab এপ্লিকেশনটি কি ? Pixellab অ্যাপ্লিকেশনটিরব্যবহার শিখুন ?

Pixellab এপ্লিকেশনটি কি  Pixellab অ্যাপ্লিকেশনটির ব্যবহার শিখুন


Pixellab এপ্লিকেশনটি হল ফটোশপের মোবাইল ভার্সন,ফটোশপ থেকে আমরা যেভাবে পোস্টার ডিজাইন করি ফটো এডিটিং করি, বিভিন্ন ধরনের লোগো ওগ্রাফিক্স বানাতে পারি তেমনই মোবাইলের মধ্যে এন্ড্রয়েড অ্যাপ্লিকেশনের এমন একটিঅ্যাপ্লিকেশন হল Pixellab। এটি ব্যবহার করার জন্য আপনাকে প্রফেশনাল হতে হবে নাআপনারা যদি একটু এডিটিং সম্পর্কে ধারণা থেকে থাকে তবে সহজেই কিন্তু আপনি একটিসুন্দর স্টাইলিশ ব্যানার ও লোগো বানিয়ে ফেলতে পারবেন এর সাহায্যে। যেহেতু এইঅ্যাপ্লিকেশন দিয়ে মোবাইলে ব্যবহার করা যায় তাই আপনি সহজেই এটার সাহায্যে আপনারপছন্দের গ্রাফিক্স তৈরি করে নিতে পারবেন এবং এটা ব্যবহার করা একদম সহজ।


Pixellab এপ্লিকেশনটিরবিবরণ: এটি একটি অ্যান্ড্রয়েডঅ্যাপ্লিকেশন এপ্লিকেশনটি ব্যবহার করা একদম সহজ ও সরল আপনারা বিনামূল্যে এইঅ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন তবে বিনামূল্যে যারা ব্যবহার করবেন তাদেরএপ্লিকেশানে মাঝে মাঝে অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে গুগল। আর আপনি যদি একটু টাকা খরচকরে এই অ্যাপ্লিকেশনটি প্রিমিয়াম নিয়ে নিতে পারেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনেএডভারটাইজমেন্ট আর দেখাবে না। এপ্লিকেশনটির সম্পর্কে সমস্ত বিবরণ নিচে চার্টেদেওয়া আছে-


Application Name Pixellab
Ceatogery Androide
Reating 4.5
Author App Holder
Located Play Store

কিভাবে Pixellab এপ্লিকেশন ইন্সটল করবেন ?

এই অ্যাপ্লিকেশনটিকে ইন্সটল করার জন্য আপনাদেরগুগল প্লে স্টোরে (Google Play Store) যেতে হবে। এখানে আপনাদেরকে সার্চ অপশনেগিয়ে সার্চ করতে হবে Pixellab তখন আপনাদের সামনে নীল কালারের একটি অ্যাপ্লিকেশনচলে আসবে সেই অ্যাপ্লিকেশনটিকে আপনি ইন্সটল করে নেবেন।এটা আপনারা বিনামূল্যেইন্সটল করতে পারবেন। এপ্লিকেশনটির সাইজ ১৬৮ এমবি। যেকোনো অ্যান্ড মোবাইল ফোনে এটিসাপোর্ট করবে, এর ভেতর আছে ফটোশপের মতো নানান ধরনের টুলস তবে ফটোশপে যে টুলস গুলোআপনারা ব্যবহার করতে পারেননা সেইগুলো এই অ্যাপ্লিকেশন দ্বারা সহজেই ব্যবহার করতেপারবেন। এই টুলস গুলোর সম্পর্কে আমরা নিম্নে আলোচনা করব-

  1. Add Photo
  2. Add Text
  3. Add Shame
  4. Add Sticker
  5. Draw
  6. Add Colour
  7. Bezier
  8. Arrow
  9. Change Bg Colour
  10. Add Table
  11. Colour Filter
  12. Save Plp & Pic

Add Photo: পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনের ফটো যুক্তকরার জন্য আপনাকে প্রথমে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন বাঁদিকে আপনারাএকটা প্লাস আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করলে আপনাদের সামনে ছয়টি ট্যাব ওপেনহয়ে যাবে সেখান থেকে আপনি From Galary অপশনটিতে ক্লিক করবেন এবং আপনার মোবাইলেথাকা ফাইল ম্যানেজার এ রি ডাইরেক্ট করবে সেখানে আপনি আপনার পছন্দের ছবিটিকেসিলেক্ট করবেন,এবং সেই ছবিটি আপনার Pixellab এপ্লিকেশনের ওপর দেখা যাবে। 

 

Add Text: Pixellab এপ্লিকেশনটিতে টেক্সট যুক্তকরতে গেলে আপনাকে প্রথমে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন বাঁদিকে আপনারাএকটা প্লাস আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করলে আপনাদের সামনে ছয়টি ট্যাব ওপেনহয়ে যাবে সেখান থেকে আপনি Text অপশনটিতে ক্লিক করবেন এবং আপনার মোবাইলে সামনেটেক্সট লেখার জায়গাটি উপস্থিত হয়ে যাবে। সেখানে আপনি আপনার কি প্যাড দিয়ে আপনারটেক্সটটিকে যুক্ত করতে পারবেন। 

 

Add Sticker: এপ্লিকেশনটিতে স্টিকার যুক্ত করতেগেলে আপনাকে প্রথমে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন বাঁদিকে আপনারা একটাপ্লাস আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করলে আপনাদের সামনে ছয়টি ট্যাব ওপেন হয়ে যাবেসেখান থেকে আপনি Sticker অপশনটিতে ক্লিক করবেন এবং আপনার মোবাইলে সামনে Styckerলেখার জায়গাটি উপস্থিত হয়ে যাবে। সেখানে আপনি আপনার কি প্যাড দিয়ে আপনারSticker যুক্ত করতে পারবেন।

 

Add Shape: এপ্লিকেশনটিতে Shape যুক্ত করতে গেলেআপনাকে প্রথমে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন বাঁদিকে আপনারা একটাপ্লাস আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করলে আপনাদের সামনে ছয়টি ট্যাব ওপেন হয়েযাবে সেখান থেকে আপনি Shape অপশনটিতে ক্লিক করবেন এবং আপনার মোবাইলে সামনে Shapeলেখার জায়গাটি উপস্থিত হয়ে যাবে। সেখানে আপনি আপনার কি প্যাড দিয়ে আপনার Shapeযুক্ত করতে পারবেন। 

 

Crop Tool: এই টুলটির সাহায্যে আপনারা পিকচারল্যাবরে থাকা বিভিন্ন পিকচারগুলিকে আপনারা আপনাদের পছন্দমত সাইজ করে নিতে পারবেনযদি আপনি কোন সেলিব্রেটির ছবিটিকে ডিজাইন করতে চান তবে আপনার প্রয়োজনীয় অংশটুকুকে আপনি রেখে বাকি অংশটুকু আপনি কেটে ফেলতে পারেন এই টুলটির সাহায্যে। 

 

Add Font: আপনারা পিকচার লাগে আপনার পছন্দমতবিভিন্ন ধরনের ফ্রন্ট যুক্ত করতে পারেন যেমন ফটোশপে আমরা বিভিন্ন ভাষার বিভিন্নধরনের ফন্ট লক্ষ্য করি যেগুলি আপনাদের লেখাগুলিকে আরো স্টাইলিশ করে তোলে। সেইফ্রন্ট গুলি আপনারা এখানে যুক্ত করতে পারবেন এবং আপনার গ্রাফিকে আরও আকর্ষণীয় করেতুলতে পারবেন। 

 

Bezier Tool: এই তুলটি বিভিন্ন ধরনের কাজে লাগেআপনি নিজের হাতে ডিজাইন তৈরি করতে গেলে সেটাকে বিভিন্ন রূপ দিতে এই টুলটির ব্যবহারকরা হয়। টুলটি খুবই গুরুত্বপূর্ণ যেটা ফটোশপে গ্রাফিক ডিজাইনে কাজে লাগে এই টুলটিমূলত Pixellab অ্যাপ্লিকেশনের প্রধান একটি টুল জেটির ব্যবহার শিখলে আপনি সহজেনিজের হাতে ব্যানার ও গ্রাফিক্স তৈরি করতে পারবেন। 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

GP Global