বাড়িতে বসে ইনকাম করতে চান: বর্তমানে বেরোজগারের সীমা এত তুঙ্গে চলে এসেছে যে কাজ পাওয়াটা মানুষের কাছে এক চ্যালেঞ্জিক ব্যাপার হয়ে গিয়েছে, আপনারাও উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও আপনারা কিন্তু আপনার সাধ্যমত ভালো কাজ পাচ্ছেন না এমন পরিস্থিতিতে আমরা অনেকেই কিন্তু এখানে ওখানে কাজের জন্য ছুটে থাকি, আজকের এই প্রবন্ধটিতে আমি আপনাদের সামনে এমন কিছু অনলাইনে ইনকাম নিয়ে আলোচনা করব যেখানে আপনারা সহজেই কিন্তু বাড়িতে বসে উপার্জন করতে পারবেন।
ড্রপ শিপিং কিঃ ধরুন আপনার কাছে কোন নলেজ নেই কোন ব্যবসা নেই কোন প্রোডাক্ট নেই সেল করার মতো আপনি এমন বড় বড় অনেক কোম্পানি রয়েছে যারা রিসেলার প্যাকেজ দেয়। তাদের প্রোডাক্টগুলো আপনারা চাইলে কাস্টমার দেখিয়ে সেল করাতে পারেন। যেমন আমি আপনাকে একটা উদাহরণস্বরূপ বলছি অ্যামাজনের কোন প্রোডাক্টকে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইট বানিয়ে সেগুলি সেল করতে পারেন এই সুবিধাটা আপনারা উপভোগ করতে এমন একটি প্ল্যাটফর্ম রয়েছে যেখানে সহজেই কিন্তু আপনাদের এক্সট্রা চার্জ লাগিয়ে আপনারা ওই প্রোডাক্টটিকে সেল করিয়ে দিতে পারেন।
আপনারা ডিজিটাল মার্কেটিং এর কথা অনেক শুনেছেন ধরুন আপনার কাছে কোন নলেজ নেই ওয়েবসাইট তৈরি করার মত সুতরাং আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন অনেক প্রোফাইল পেয়ে যাবেন যারা এই সমস্ত কাজগুলি করে থাকে যেমন Fiber, Freelancer, ফেসবুক ও ইউটিউবে এমন অনেক ফ্রিল্যান্সাররা বসে রয়েছে যারা কিন্তু সহজেই ওয়েবসাইট বানানোর সার্ভিস প্রোভাইড করছে এবার আপনি একটা ক্লায়েন্ট ধরলেন যার একটি ওয়েবসাইট বানিয়ে দিতে হবে ধরুন আপনি তার কাছে আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার পারিশ্রমিক চাইলেন 1000$ ডলার, এবার আপনি সেই ওয়েবসাইটটি তোদের দায়িত্ব কোন ফ্রিল্যান্সার কি দিলেন এবং তাকে তার পারিশ্রমিক হিসেবে 500$ দিলেন এবং আপনার 500 ডলার প্রফিট হয়ে গেল, এটাকেই বলা হয় ড্রপ শিপিং। আসলে ড্রপ শিপিং কি আপনারা সহজেই কিন্তু বুঝে গেলেন আমার এই প্রবন্ধটির এইটুকু পঠন করে।
ড্রপ করার ভালো প্ল্যাটফর্ম কোনটি ? কিভাবে ড্রপ শিপিং করবেন ?
কিভাবে ড্রপ শিপিং করবেন (How to do Dropshipping): অনলাইনে ড্রপ শিপিং করার জন্য এমন অনেক প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়েছে যেখানে সহজেই কিন্তু আপনারা ড্রপ শিপিং করে অর্থ উপার্জন করতে পারবেন, বা অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে সব থেকে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হল Shopify বর্তমানে সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং জনপ্রিয় একটি ড্রপ সিটিং প্ল্যাটফর্ম হল Shopify।
Shopify কি (What is Shopify): Shopify হলো বিশ্বের সর্বপ্রথম অনলাইন ড্রপ সিটিং প্ল্যাটফর্ম যেখানে আপনারা amazon flipkart অথবা আপনাদের নিজস্ব কোন প্রোডাক্টগুলোকে লিফটিং করে ক্রেতাদের সামনে আকর্ষণীয় রূপে প্রস্তুত করতে পারবেন। এখানে আপনারা ন্যায্য মূল্যর সাথে আপনার Dropshipping চার্জ যুক্ত করতে পারবেন, এছাড়াও এখানে আপনারা শুধুমাত্র ৫০০০ টাকা মূল্য মাসিক চার্জ দিয়ে আপনাদের একটি স্টোর বানিয়ে নিতে পারবেন যে স্টোরে আপনারা আনলিমিটেড প্রোডাক্ট এড করতে পারবেন এবং আপনাদের পেমেন্ট এড করতে পারবেন এবং আপনার প্রোডাক্ট গুলোকে লিস্টিং করতে পারবেন।
কিভাবে Shopify স্টোর তৈরি করবেন (How to Making Shopify Store) ?
Shopify Store তৈরি করাটা খুবই সহজ সরল একটি পদ্ধতি এর জন্য আপনাকে আপনার পছন্দের একটি Domain বেছে নিতে হবে সেই ডমেণ্টা কে সবই ভাইয়ের স্টোরের সাথে যুক্ত করতে হবে আপনারা একটি শপিং স্টোর বানাতে গেলে একটা নতুন জিমেইল আইডির প্রয়োজন পড়বে সেই জিমেইল আইডির মাধ্যমে এখানে আপনারা সাইন আপ করে নেবেন। এবার সপিফাইট যে স্টোর রয়েছে, সেটাকে ডোমেইন যুক্ত করবেন এবং ডোমেনের ভেতর সবই ভাইয়ের ডিএনএস যুক্ত করলেই আপনার ডমেণ্টা শপিফাই স্ট্রোডের সাথে কানেক্ট হয়ে যাবে। নিচে চিত্রসহ সম্পূর্ণ ডিটেইলস এর সঙ্গে বোঝানো হলো-
- প্রথমে গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন Shopify
- তারপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে এখানে প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন।
- লিংকে ক্লিক করলে আপনাদের সামনে এর অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এখানে আপনারা ইমেইল দিয়ে সাইন আপ করে নেবেন
- এবার এখানে আপনি ইমেইল আইডি ও পাসওয়ার্ড বসিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন।
- এবার আপনাদের সামনে এমন একটি টাস্ক আসবে টাস্কগুলো সম্পূর্ণ পড়ার পর ট্যাপ করে দেবেন তারপর Next অপশন রয়েছে নিচে সেখানে ক্লিক করবেন।
- Next করার পর আপনাদের সামনে আরো একটি টাস্ক চলে আসবে এখানে আপনারা I”am Already Selling online or a Person
- এবার এখানে আপনার বিজনেস সম্পর্কে একটা ইনফরমেশন চাইছে আপনার ব্যবসায়ী বাৎসরিক আয় কত রয়েছে এখানে আপনারা Small সিলেক্ট করে Next ক্লিক করে দেবেন
- তারপরে আপনাদের কাছে চাওয়া হয়েছে আপনারা কি নিচে দেওয়া কোন প্লাটফর্ম এর সাথে যুক্ত হয়ে প্রোডাক্ট সেল করেছেন এখানে আপনারা অ্যামাজন প্লাটফর্মটিকে সিলেক্ট করবেন।
- এবার তিনদিনের টায়ালসহ শফিফাই স্টোর আপনার সামনে কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার আপনাদেরকে একটা ডোমেন কিনতে হবে এবং ডোমেন টাকে স্টোরের সাথে যুক্ত করতে হবে
- এবার আপনারা আপনাদের ডোমেইন প্রোভাইডার কোম্পানি থেকে একটি ডোমেন ক্রয় করে নেবেন ডোমেন্টি ক্রয় করা হয়ে গেলে ডমেনটির DNS এর সাথে শফি ভাইয়ের ডি এন এস কে যুক্ত করতে হবে তাহলে আপনার ডোমেনটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে
- যেহেতু আমার কাছেই হোস্টিংগার থেকে অনেক ডোমেন ক্রয় করা রয়েছে তার মধ্যে একটি ডোমেন আমি আপনাদের সামনে Shopify স্টোরের সাথে যুক্ত করে দেখাবো
- এর জন্য আপনারা সেটিং অপশনটিতে ক্লিক করুন নিচের চিত্রসহ সম্পূর্ণ ডিটেইলস দেখানো হলো।
- ডোমেন কানেক্ট করার পর আপনাদের সামনে এমন ডিএনএস রেকর্ড দেখাবে। সেগুলি আপনারা আপনাদের ডোমেন পোর্টফোলিওর ম্যানেজ অপশনে গিয়ে DNS সিলেক্ট করে সেখানে ডি এন এস রেকর্ড গুলো সাবমিট করে দেবেন