ব্লগার ওয়েবসাইটে থিম আপলোড করায় যদি কোন সমস্যা হয় তাহলে কি করে এই সমস্যার সমাধান করবেন ? Blogger Theme Upload Problem Salve

By Sujit Durlov

Published On:

আপনার ব্লগার ওয়েবসাইটে যদি নতুন থিম আপলোড করতে গিয়ে কোন সমস্যা সৃষ্টি হয় তাহলে আপনারা কিভাবে সেই সমস্যার সমাধান করবেন তাই নিয়েই আজকের এই আর্টিকেলে আলোচনা করব। নতুন ব্লগারদের ক্ষেত্রে এই ধরনের সমস্যার বেশি দেখা যায় তখন অনেকেই কিন্তু বিভ্রান্তি হয়ে যায় টিম আপলোড করতে পারে না ইউটিউবে কিংবা গুগলে সার্চ করতে থাকে।

এই সমস্যাটা হলে প্রথমে আপনারা গুগল এডসেন্সের অ্যাড কোডটিকে কপি করবেন তারপরে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে চলে যাবেন যেখানে গিয়ে ড্যাশবোর্ডে ক্লিক করে Theme অপশনটিকে বেছে নেবেন সেখানে Edit Html অপশনটিতে ক্লিক করে আপনার সমস্ত কোড দিকে ওপেন করে নেবেন

Step-1

Step-2

Step-3

Step-4

Step-5

Step-6

এবার এই সমস্ত স্টেপ কমপ্লিট হয়ে গেলে আপনারা থিমটিকে সেভ করে দেবেন তারপর আবার আপনাকে যেতে হবে AdSense 2 স্টেপটিতে এখানে এভাবে উপরে দেওয়া চিত্র অনুযায়ী করবেন তারপরে সেভ করে দিলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। 

Technical Prokash

Technical Prokash- আমি প্রকাশ দুর্লভ। গত ২ বছর যাবৎ এসইও মার্কেটিংয়ের মাধ্যমে ওয়েবসাইট র‍্যাঙ্কিং, ভিজিটর বা সেল বৃদ্ধি করে গ্রাহকদের সহায়তা করছি। মূলত এই ওয়েবসাইট থেকে আপনারা ব্লগিং সংক্রান্ত সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন কিভাবে একটি ফ্রি ব্লক বানিয়ে অর্থ উপার্জন করবেন সেই সঙ্গে এসিও কিভাবে করবেন এছাড়াও ব্লগারের বিভিন্ন প্রিমিয়াম থিম গুলো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব

  • Call- 9749344711
  • Mail- Technicalprokash@gmail.com
  • Adress- Harinagar Ranaghat Dist- Nadia, Pin-741201

Leave a Comment

CLOSE ADS
CLOSE ADS
CLOSE ADS
CLOSE ADS