গ্যাজুয়েশন পাশে সুপ্রিম কোর্টের চাকরি | ৬০ হাজার টাকা মাইনের চাকরি, Supreme Court Personal Assistant Recruitment  

By Sujit Durlov

Updated On:

সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তরফ থেকে একটি চাকরির নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে যেখানে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের ২৩ জেলা থেকে যেকোনো সরকারের চাকরি প্রার্থী চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন। কোর্ট মাস্টার সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে মিলিয়ে মোট ১৩৭ রয়েছে এই শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। তবে এই পরীক্ষার যাবতীয় খুঁটিনাটি জানতে আপনাদেরকে আমাদের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে নিতে হবে।

সুপ্রিম কোর্টের পার্সোনাল অ্যাসিডেন্ট পদে নিয়োগ । Supreme Court Personal Assistant Recruitment  

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে খুশির খবর। সুপ্রিম কোর্ট থেকে আজকে একটি নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যেখানে বেশ কিছু শূন্য পদে নিয়োগ করা হবে তা নিজে বিবৃত করা হলো-

  • পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট- ৪৩ টি
  • সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট- ৩৩ টি
  • কোট মাস্টার- ৩১ তি টি

পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া উচিত এই নিয়ে আলোচনা করা হলো-

  • যেকোনো শাখায় গেজুয়েট পাস করতে হবে
  • ১০০ টি শব্দ প্রতি মিনিটে পূরণ করতে হবে।
  • কম্পিউটার জ্ঞান থাকতে হবে সেই সঙ্গে হাতে টাইপিং স্পিড থাকতে হবে।

সিনিয়র পার্সোনাল অ্যাসিট্যান্ট পদের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন

  • যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ থাকতে হবে
  • প্রতি মিনিটে ১১০ টি শব্দ শর্ট হ্যান্ড টাইপ স্পিড থাকতে হবে
  • অবশ্যই কিন্তু কম্পিউটারে জ্ঞান থাকতে হবে সেই সঙ্গে টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে 40 টি শব্দ

কোর্ট মাস্টার পদের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন

  • পাঁচ বছরের নিয়মিত সার্ভিস এক্সপেরিয়েন্স থাকা দরকার এছাড়াও যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ক ডিগ্রি শর্ট হ্যান্ড ইংলিশে ১২০ টি শব্দ টাইপ ও কম্পিউটার জ্ঞান কম্পিউটার টাইপিং স্পিড ৪০টি শব্দ প্রতি মিনিটে।
  • যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে আইন সংক্রান্ত ডিগ্রী পাস থাকতে হবে

এই সমস্ত পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের কত স্যালারি দেওয়া হবে সে সম্পর্কে জেনে নিন

  • পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে আপনাদের বেতন দেয়া হবে ৪০ হাজার ৯০০ টাকা।
  • সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে আপনাদের বেতন দেয়া হবে ৪৭ হাজার ৬০০ টাকা।
  • পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের স্যালারিতে হবে ৬৭ হাজার টাকা।

এই সমস্ত পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের বয়স কত হতে হবে

পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই বয়স থাকতে হবে ৩০ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে যদি সিনিয়র পারসোনাল অ্যাসিডের পদের জন্য আবেদন করতে চান তবে ১৮ থেকে ৩০ বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে আবেদন করতে চাইলে আপনাদেরকে ১৮ থেকে ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে তবে এস সি এস টি ওবিসিদের জন্য নির্ধারিত বয়সের ছাড় থাকবে।  আরো বিস্তারিত জানতে নিচে নোটিভেশন থেকে ডাউনলোড করুন

Official NotificationDownload
Join Telegramjjj

Technical Prokash

Technical Prokash- আমি প্রকাশ দুর্লভ। গত ২ বছর যাবৎ এসইও মার্কেটিংয়ের মাধ্যমে ওয়েবসাইট র‍্যাঙ্কিং, ভিজিটর বা সেল বৃদ্ধি করে গ্রাহকদের সহায়তা করছি। মূলত এই ওয়েবসাইট থেকে আপনারা ব্লগিং সংক্রান্ত সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন কিভাবে একটি ফ্রি ব্লক বানিয়ে অর্থ উপার্জন করবেন সেই সঙ্গে এসিও কিভাবে করবেন এছাড়াও ব্লগারের বিভিন্ন প্রিমিয়াম থিম গুলো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব

  • Call- 9749344711
  • Mail- Technicalprokash@gmail.com
  • Adress- Harinagar Ranaghat Dist- Nadia, Pin-741201

Leave a Comment