বেশ কয়েক মাস ধরেই অভিষেক ও নিমরতের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সংবাদমাধ্যম ও নেট মাধ্যমে সেইসঙ্গে নিমরত ও অভিষেক বচ্চনের মধ্যে প্রেমের খবর রটতে থকে। তবে প্রেস কনফারেন্সে এই সমস্ত কথা হাওয়ায় উড়িয়েছেন নিমরাত। সকলকে পরিচয় করালেন নিজের নতুন সঙ্গীর সঙ্গে।
ঐশ্বর্য রায় বচ্চন আর অভিষেক বচ্চনের ডিভোর্সের মাঝে তার নাম জনানোর বেশ জোরদার অবস্থায় নিমরত কোড়ে। অভিষেক ও নিমরত ডাসবি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। হঠাৎ করেই কয়েক মাস আগে নেট মাধ্যমে ভাইরাল হয় তাদের বেশ কিছু ভিডিও আর ছড়াতে থাকে ভুও প্রেমের খবর, এমন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের চাপ আসায় নিমরত এবার নিজের নতুন সঙ্গীকে পরিচয় করালেন । চায়ের আড্ডা তে চা খাওয়ার সময় এক নতুন সঙ্গী এসেছে তার জীবনে। তবে এটি কোন মানুষ নয় এটি একটি মিষ্টি প্রাণী আর সেটি হল পোষ্য একটি বিড়াল। সেই পোস্য বিড়ালের ছবিটি শেয়ার করলেন নিমরত নিজের instagram এ ছবিটিতে বিড়ালকে তার সঙ্গে সবাই বসে থাকতে দেখা গিয়েছে।
তবে এই অভিনেত্রী ইনস্টাগ্রামে বেশ একটিভ থাকে দিনরাত এর আগে তিনি ফুলের ক্ষেতে নিজের পোজ দেয়ার ছবি শেয়ার করেছিলেন । বলিউডে বেশ কয়েকটি সিনেমা করেছেন তিনি, সরাসরি অভিষেকের সঙ্গে প্রেম নিয়ে কথা না বলেও নিজের প্রেম জীবনের ছবিটি স্পষ্ট করে দেন। জুমের সঙ্গে কথা বলার সময় নায়িকা স্পষ্ট জানান ইতি মুহূর্তে তিনি একমাত্র সিঙ্গেল হয়ে আছেন। কারও সঙ্গে তার কোন সম্পর্কে জড়িত হয়নি। এরপরে এই বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠ বলতে শোনা গিয়েছে, এসব গুজবে কোন সত্যতা নেই আমরা ভাবছি কোন মহিলা অস্বীকার করেননি। অভিষেক চুপ করে আছেন কারণ তার জীবনে এখনো অনেক কিছুই চলছে ও হচ্ছে। তাই তাকে যেকোনো বিতর্কে এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।