Swami Vivekananda Scholership 2025,২০২৫ সালের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিভাবে আবেদন করবেন ? ২০২৫ সালে কারা কারা স্বামী বিবেকানন্দ সরস্বতী আবেদন করতে পারবে

Swami Vivekananda Scholership 2025: স্বামী বিবেকানন্দ স্কলারশিপঃ পশ্চিমবঙ্গের মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়। যেসব ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক এবং কলেজ পাস করে অন্য ক্লাসে ভর্তি হয়েছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার নিরিখে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলে প্রতি মাসে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন পদ্ধতি জেনে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Swami Vivekananda Scholership 2025
Swami Vivekananda Scholership 2025

Swami Vivekananda Scholership 2025 | মেরিটকাম মিন্স স্কলারশিপ

স্কলারশিপের নামস্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৫, মেরিটকাম মিন্স স্কলারশিপ 
স্কলারশিপ প্রদানকারী দপ্তরপশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কত টাকা প্রদান করেপ্রতিমাসে ১০০০ টাকা থেকে ৫০০০ হাজার টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন
স্বামীবিবেকানন্দ স্কলারশিপ আবেদন শুরুজুন-জুলাই মাস থেকে
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025 last dateকোন উল্লেখিত হয়নি
অফিসিয়াল ওয়েবসাইটhttps://svmcm.co.in/
হেল্পলাইন নাম্বার18001028014

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর পোশাকি নাম স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ এর পোশাকি নাম স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, সম্পূর্ণ আবেদন পদ্ধতি, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা পাওয়া যাবে, একাধিক তথ্য জানতে পারবেন এই প্রতিবেদনটি থেকে।

Swami Vivekananda Scholership 2025 আবেদনের যোগ্যতা ?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার জন্য যে সমস্ত যোগ্যতার প্রয়োজন পড়বে সেগুলি সবার প্রথম জেনে রাখা দরকার প্রথমে তাদের মনের মধ্যে একটাই প্রশ্ন জাগে যে মাধ্যমিক উচ্চমাধ্যমিক না স্নাতক উত্তর তরে কত শতাংশ নাম্বার পেলে আমরা এখানে আবেদন করতে পারব।

কোর্সে ভর্তির বিবরণসর্বনিম্ন নাম্বার
উচ্চ মাধ্যমিক স্তরমাধ্যমিকে ৬০শতাংশ নাম্বার
স্নাতক স্তর (অনার্স, নার্সি্‌ প্যারামেডিকেল, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা)উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নাম্বার
স্নাতকোত্তর স্তর বা পোস্ট গেজুয়েটগ্রাজুয়েশন পাস ৫৩ শতাংশ নম্বর
পলিটেকনিকমাধ্যমিক উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নাম্বার

যে সমস্ত ছাত্রছাত্রীরা উপরের উল্লেখিত নম্বরসহ পাস করেছেন এবং বাঁদিকে যে সমস্ত পোস্টগুলি দেখানো রয়েছে সেগুলির জন্য তারা আবেদন করতে পারবেন এবং তার জন্য তারা নির্দিষ্ট পরিমাণ অর্ধরাশি পেয়ে যাবেন সরকার দারা।

Swami Vivekananda Scholership 2025 আবেদনের শর্তগুলি কি

আবেদন করার আগে আবেদন করার শর্তগুলি অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। নয়তো আবেদন করলে আপনাদের আবেদন খারিজ করে দিতে পারে-

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে
  • পারিবারিক বাৎসরিক আয় অবশ্যই কিন্তু আড়াই ২.৫ লক্ষ টাকা কম হতে হবে
  • যে সমস্ত আবেদনকারীরা নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ অথবা অন্যান্য সরকারি যেকোনো স্কলারশিপ এর আবেদন করেছেন এবং সুবিধা উপভোগ করছেন তারা এই কলারশিপের জন্য আবেদন করতে পারবেনা

এইবার ছাত্র-ছাত্রীদের জন্য অবশ্যই জেনে রাখা দরকার যে এখানে যে সমস্ত কোর্সে আবেদনের কথা বলা হয়েছে এখানে আবেদন করলে আপনারা কত টাকা করে পাবেন এই প্রশ্নটা অনেকেরই মাথায় আসে-

উচ্চ মাধ্যমিক স্তরেপ্রতিমাসে ১০০০ টাকা করে
স্নাতকোত্তর স্তরেপ্রতি মাসে ২০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত
স্নাতক স্তরেপ্রতি মাসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত
পলিটেকনিকপ্রতি মাসে ১৫০০ টাকা
WhatsApp Image 2025 05 17 at 00.11.19 c5a70da6

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন পদ্ধতি! কিভাবে আবেদন করবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সরাসরি অনলাইনে এর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এর জন্য আপনাকে https://svmcm.co.in/ এই লিংকে ভিজিট করতে হবে এখানে গিয়ে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।প্রত্যেক ছাত্র-ছাত্রীকে রেজিস্টার করার পর আবেদনকারীর বর্তমান পরছে ওপর ভিত্তি করে “Directorat” নির্বাচন করতে হবে, কোন কোর্সের জন্য কোন Directorate তা নিচে দেয়া হল- 

  • উচ্চ মাধ্যমিক স্তরঃ Directorate of School Education (DSE)
  • স্নাতক ও স্নাতকোত্তর স্তরঃ Directorate of Public Instruction (DPI)
  • মেডিকেল কোর্সঃ Directorate of Medical Education (DME)
  • পলিটেকনিক কোর্সঃ Directorate of Technical Education and Training
  • ইঞ্জিনিয়ারিং কোর্সঃ Directorate of Technical Education

এরপর Directorate নির্বাচন করে আবেদনকারীর নাম মোবাইল নাম্বার ইমেইল আইডিসহ একাধিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেস শেষ হওয়ার পরেই স্কিনে আবেদনকারীর আইডি চলে আসবে। যেটি পরবর্তীকালে স্কলারশিপের স্থিতি জানতে কাজে লাগবে যেমন স্ট্যাটাস।

আবেদনকারীর আবেদন আইডি দিয়ে ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদন করার সময় দেখে নিতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা কারণ আবেদন করার সময় যদি কোন ভুল থাকে তবে আপনার আবেদন পত্রটি খারিজ করে দেওয়া হবে। 

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

২০২৫ সালে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে যে সমস্ত ডকুমেন্টগুলি সাথে করে নিয়ে যেতে হবে যার ওপর ভিত্তি করেই আপনাকে কিন্তু যোগ্য আবেদনকারী হিসেবে চিহ্নিত করবে সেগুলি নিচে বর্ণিত হইল-

  • জন্মের প্রমাণপত্র ( বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড )
  • শেষ পরীক্ষার মার্কশীট
  • পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র বা ইনকাম সার্টিফিকেট
  • আবেদনকারীর আধার কার্ড বা ভোটার কার্ড
  • ব্যাংকের পাসবুকে জেরক্স কপি
  • নতুন কোর্সে ভর্তি রশিদ

উপরোক্ত এই সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে পিডিএফ ফরমেটে আপলোড করতে হবে এবং ডকুমেন্টসগুলি সাইজ যেন 1mb বেশি না হয় নয়তো আপলোড করার সময় সমস্যা হবে। প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন পড়ে থাকে তাই তাদের আবেদন করার পর কোন অসুবিধা না হয় সেই জন্য বিকাশ ভবন একটি হেল্পলাইন নাম্বার জারি করেছে। যেই নাম্বারে আবেদন সংক্রান্ত ও যাবতীয় সাহায্যের জন্য এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ১৮০০১০২৮০১৪

আমার নাম প্রকাশ দুর্লভ (Technical Prokash) আমি একজন নিউজ কন্টেন্ট পরিবেশন কারী আর এই ওয়েবসাইটটি আমার নিজের হাতে তৈরি প্রতিদিনের খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরি। আপনারা যদি আমাদের এই লেখা গুলি নিউস পরিবেশন গুলি ভালো লেগে থাকে তবে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন আর আপনারা আমাদের ওয়েবসাইটটিতে প্রতিদিন ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।