How to Remove ?m=1 from url in Blogger |  ব্লগার ওয়েবসাইটের ইউআরএল থেকে কিভাবে ?m=1 রিমুভ করবেন

By Sujit Durlov

Published On:

 How to Remove ?m=1 from url in Blogger |  ব্লগার ওয়েবসাইটের ইউআরএল থেকে কিভাবে ?m=1 রিমুভ করবেন

 আপনার কাছে যদি একটি ব্লগার ওয়েবসাইট থাকে তবে আপনার সাথে এই ধরনের সমস্যা আসতেই পারে। ব্লগার ওয়েবসাইটের ইউআরলের পিছনে যদি ?m=1 এটি আসে তবে এইটা আপনারা কিভাবে সংশোধন করবেন। এর জন্য আপনাকে কোন কাজটি করতে হবে সেটা নিয়েই মূলত আজকের এই আর্টিকেল আলোচনা করব।

?m=1 এটি যদি আপনার ওয়েবসাইটের ইউআরএল এর সাথে আসে তাহলে আপনার আর্টিকেল গুলি ইনডেক্স হতে সমস্যা সৃষ্টি করবে। আর আপনার আর্টিকেলগুলি যদি ইন্টেক্স না হয় তাহলে আপনার ওয়েবসাইট কিভাবে গুগলে রেঙ্ক করবে কারণ আপনার সমস্ত আর্টিকেলগুলোই Not index হয়ে সার্চ কন্সেলে জমা হয়ে থাকবে।

 আপনার ওয়েবসাইটে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আপনি এর সমাধান করতে গেলে প্রথমে আপনাকে ব্লগার ওয়েবসাইটে ড্যাসবোটে যেতে হবে।

 নিচের চিত্র অনুযায়ী ফলো করুন

 সেখানে আপনারা দেখতে পারবেন Them লেখা একটি অপশন সেখানে ক্লিক করবেন।

Blogger ?m=1


 এবার এখানে আসার পর আপনাকে customize একটি অপশন দেখতে পারবেন এবং তার ডানদিকে একটা এরও দেখতে পারবেন সেখানে ক্লিক করলে নিচের দিকে আপনি পেয়ে যাবেন Edit Html অপশনটি সেখানে ক্লিক করতেই ব্লগারের কোডের সমস্ত অংশ আপনার সামনে চলে আসবে।


 এখানে আপনি একদম নিচের দিকে চলে যাবেন এবং দেখবেন </body> এর উপরের অংশে আপনাকে একটি কোড বসিয়ে দিয়ে থিমটিকে সেভ করে দিতে হবে। এই কোডটি আমি নিচে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে কপি করে নেবেন।

<script type='text/javascript'>

//<![CDATA[

var uri = window.location.toStringundefined);

if undefineduri.indexOfundefined"%3D","%3D") > 0) {

var clean_uri = uri.substringundefined0, uri.indexOfundefined"%3D"));

window.history.replaceStateundefined{}, document.title, clean_uri);

}

var uri = window.location.toStringundefined);

if undefineduri.indexOfundefined"%3D%3D","%3D%3D") > 0) {

var clean_uri = uri.substringundefined0, uri.indexOfundefined"%3D%3D"));

window.history.replaceStateundefined{}, document.title, clean_uri);

}

var uri = window.location.toStringundefined);

if undefineduri.indexOfundefined"&m=1","&m=1") > 0) {

var clean_uri = uri.substringundefined0, uri.indexOfundefined"&m=1"));

window.history.replaceStateundefined{}, document.title, clean_uri);

}

var uri = window.location.toStringundefined);

if undefineduri.indexOfundefined"?m=1","?m=1") > 0) {

var clean_uri = uri.substringundefined0, uri.indexOfundefined"?m=1"));

window.history.replaceStateundefined{}, document.title, clean_uri);

}

//]]>

</script>
এইভাবে আপনারা আপনার ব্লগার ওয়েবসাইটে url সাথে যুক্ত হওয়া ?m=1 সমস্যার সমাধান করতে পারবেন। আপনি যদি এই কাজটি এখনো না করে থাকেন তবে আপনার ওয়েবসাইটটি যদি ভবিষ্যতে আর্টিকেলগুলি রেংক করে তবে আপনার ওয়েবসাইটে অনেক ধরনের সমস্যা আসতে পারে। এক তো আপনার ওয়েবসাইট সহজে ইনডেক্স হবেনা, আপনি যে পরিমাণে আর্টিকেলগুলি লিখবেন সেগুলি তেমনি হয়ে পড়ে থাকবে। গুগল সার্চ যারা ট্রাফিক আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে না যার ফলে আপনি ভালো উপার্জন করতে পারবেন না। আর ব্লগার এ যদি কোন ট্রাফিক না আসে তাহলে সেই ব্লগ ওয়েবসাইটটি ধীরে ধীরে  ডাউন হয়ে যায়। আর আপনারা কখনো চাইবেন না একটি ডাউন ওয়েবসাইট নিয়ে কাজ করতে।

 আবার এটাও সঠিক যে আপনি আপনার টিমের ওপর যত বেশি কঠিন ইউজ করবেন আপনার থিমের লোডিং ক্ষমতা তত কমতে থাকবে তবে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি এটি সমস্যার সমাধান অবশ্যই করবেন নয়তো আপনার আর্টিকেলগুলি  এন্টারনেটিভ কেননিকাল ট্যাগের সমস্যা আসতে পারে। আপনারা এর মতো আরও অত্যাধিক পরিমাণে ব্লগিং সম্পর্কিত ইনফরমেশন জানার জন্য আপনারা আমাদের এই ওয়েবসাইট থেকে ফলো করুন।

Technical Prokash

Technical Prokash- আমি প্রকাশ দুর্লভ। গত ২ বছর যাবৎ এসইও মার্কেটিংয়ের মাধ্যমে ওয়েবসাইট র‍্যাঙ্কিং, ভিজিটর বা সেল বৃদ্ধি করে গ্রাহকদের সহায়তা করছি। মূলত এই ওয়েবসাইট থেকে আপনারা ব্লগিং সংক্রান্ত সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন কিভাবে একটি ফ্রি ব্লক বানিয়ে অর্থ উপার্জন করবেন সেই সঙ্গে এসিও কিভাবে করবেন এছাড়াও ব্লগারের বিভিন্ন প্রিমিয়াম থিম গুলো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব

  • Call- 9749344711
  • Mail- Technicalprokash@gmail.com
  • Adress- Harinagar Ranaghat Dist- Nadia, Pin-741201

Leave a Comment