আজকের এই আর্টিকেলে ব্লগার ওয়েবসাইটের এমন একটি টেমপ্লেট সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের ওয়েবসাইটটির লোডিং স্পিড আরো দ্রুত করে তুলতে পারবেন। এই টেমপ্লেট টি তে আপনি যত পরিমাণে কোড ব্যবহার করেন না কেন টেমপ্লেটটিতে পেজ লোডিং এর কোন সমস্যা সৃষ্টি হবে না। আপনারা যদি ব্লগার হয়ে থাকেন তাহলে অবশ্যই আর্টিকেলটি মন দিয়ে পড়বেন এবং এই টেম্পলেট সম্পর্কে বিস্তারিত জানবেন।
ব্লগার ওয়েবসাইটে এমন টেমপ্লেট খুবই কম দেখা যায় যদি আপনাদের এমন টেমপ্লেটের প্রয়োজন হয় তবে আমি আপনাদের রিকমেন্ট করব এই Templet যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ক্রয় করতে হবে আর যদি আপনি বিনাম ব্যবহার করতে চান তো কিভাবে ব্যবহার করবেন কিভাবে Customize করলেন আপনারা এই আর্টিকেল থেকে পেয়ে যাবেন।
JetTheme Blogger Templet : এই ট্যাবলেটটি লোডিং স্পিড যদি আপনারা জানতে চান তাহলে অন্যান্য ওয়েবসাইটের তুলনায় অর্থাৎ অন্যান্য ওয়েবসাইটে যে পরিমাণে সবথেকে সুপারফাস্ট এই Theme আপনি ব্যবহার করতে পারেন। Jet Theme Blogger Templet,
আশা করি আপনারা উপরের ছবিটি দেখে বুঝতে পেরেছেন এই থিমটি লোডিং স্পিড কত রয়েছে যত বেশি লোডিং স্পিড থাকবে আপনার ওয়েবসাইটের তত বেশি আপনার ওয়েবসাইটটি গুগলের Rank করবে। সেই সমস্ত দিক দিয়ে তাকিয়ে এই থিমটি আপনার জন্য একটা পারফেক্ট থিম হয়ে উঠতে পারে।
Features of Jet Theme Blogger
- Regularly updated
- No encryption of codes
- Fast-loading
- SEO Friendly
- Support Group (You may read my version of support blogs for Jet Theme)
- Customization of Copyright Section in Footer (You are however expected to provide the link of the developer.)
- High score in web.dev page speed test
- Awesome header and 4-column footer
- Clean and elegant design
- Device responsive
- SVG icons (good for SEO)
- SEO Optimized
- In-post advertisements
- In-post tabulated ‘related posts’
- Custom ‘Contact Us’ page
- Custom HTML Sitemap page
- ‘Featured Post’ box on the homepage
- Beautiful orange, black, white, and orange UI (user interface)
- Freedom of customization of theme
- Pop up of horizontal navigation bar, when scrolled up
- Sticky sidebar widget
- Automated newsletter subscription widget
- Breadcrumb, Meta Tags, Social Share in the post page
- Automatic ‘Table of Content’ in post
- Beautiful Author Box
- Splendid Related Post Widget
- Customization of the comment system
- ‘Back to Top’ floating button
- Dark Mode
- Search Function
- Social Icons
- Number of comment in Meta Section
এই থিমটির ব্যবহারে আপনারা আপনাদের ওয়েবসাইটের লোডিং স্পিড ও রিসপন্সিভ ফাস্ট লোডিং এডভার্টাইজমেন্ট দেখিয়ে আপনাদের ভিজিটরদের আপনার ওয়েবসাইটের প্রতি আকৃষ্ট করতে পারেন। এছাড়া যারা নতুন ব্লগার রয়েছে তারা যদি এডসেন্স অ্যাপ্রভালের প্রবলেম হয় তাহলে এই থিমটি ব্যবহার করলে দ্রুত এডসেন্স অপরুয়ালের সম্ভাবনা পাওয়া গিয়েছে যেমন এডসেন্সের নতুন ক্রাইটেরিয়া বলছে আপনাদের যদি অ্যাডভার্টাইজমেন্ট গুলো আপনার টিমে সঠিকভাবে সাজানো না হয় তাহলে আপনি কখনো অ্যাডজেন্সের অ্যাপ্রভাল পাবেন না। এই থিমের সেই ফিচারস গুলি আপনাকে ভুলিয়ে দেয় কোথায় কখন এডভারটাইসমেন্ট লাগাতে হবে অটোমেটিকলি।
অটোমেটিক টেবিল অফ কনটেন্ট জেনারেট ও আপনাকে এ আর্টিকেল এসেছে অন্য আরটিকেলের ইন্টার্নাল লিংকিং সম্পর্কিত সমস্ত আর্টিকেল একটা পেজের মাধ্যমে দেখানো এই থিমটির মূল কাজ। সুতরাং সবদিক থেকে বিচার করলে গুণগত কারণ মান গত এই থিমটি একদম একটি স্পেশাল থিম নতুন ব্লগারদের জন্য।