তো বন্ধুরা আপনারা তো যারা মহিলা আছেন তারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করেছে আজ থেকে প্রায় তিন চার বছর ধরেই এই প্রকল্প চলছে। তা এই প্রকল্প প্রত্যেক মাসের ৫ ৬ তারিখের মধ্যে দিয়ে দেয় আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আর শুধুমাত্র মহিলারা এটা পান কোন পুরুষ মানুষ এটা পান না ।
লক্ষীর ভান্ডার আপডেট নভেম্বর ২০২৪
তা এই ২০২৪ সালের নভেম্বর মাস এখন চলছে তা এই মাসে এখনো লক্ষীর ভান্ডারের টাকা কারোর ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। কিন্তু আজকে ৭ তারিখ হয়ে গেল। এর জন্য অনেকেই চিন্তিত রয়েছে আমি জানি যে কি হবে তাহলে বন্ধ হতে চলেছে বাকি বন্ধ হয়ে যাবে ? এই নিয়ে অনেকেই প্রশ্ন রয়েছে অনেকের অনেক রকম ভাবনা রয়েছে অনেকের চিন্তিত রয়েছে
আসল কারণ কি?
কারণটা কি কারণ অনেক লোককেই এই টাকা দিয়ে অনেক কিছু করে অনেক গরিব দুঃখী মানুষদের এটা খুবই সুবিধা হয়। এই প্রকল্পের জন্য। তা এটা যদি বন্ধ হয়ে যায় অনেকে মানুষের একটু হলেও সমস্যা হবে |
তাহলে এখন সব থেকে বড় প্রশ্ন কি যে লক্ষীর ভান্ডারে টাকা কি আদৌ ঢুকবে তো নাকি বন্ধ করে দেওয়া হল তার সব প্রশ্নের উত্তর আজকে আমি দেব তো লেখাটা পুরোপুরি পোরতে থাকুন।
আমার বক্তব্য শুনুন
আর একটি কথা মনে রাখবেন যে এই লক্ষী ভান্ডারের টাকা এইবারই নয় যে দেরি হচ্ছে এর আগেও অনেকবার দেরি হয়েছে। এটা নিয়ে চিন্তার কোন কারণ নেই । আর এটা মনে রাখবেন যে সরকার থেকে কোন নোটিশ এখনো অব্দি দেয়নি যে এই প্রকল্প বন্ধ হয়ে যাবে তাহলে আপনারা কেন এত চিন্তা করছেন । হ্যাঁ একটু দেরি হতে পারে তা বলে বন্ধ হবে না আমার যা মনে হয় ধারনা |
আর লক্ষীর ভান্ডারের টাকা যখন সরকার থেকে ছাড়া হয় তারপর সেটা সবার অ্যাকাউন্টে ঢুকতে সময় লাগে ৭ দিন বা এক সপ্তাহ মত এর থেকে বেশিও মাঝে মাঝে লেগে থাকে | তারপর সরকার থেকে ছাড়ার পরে সাত দিন মত সময় লাগে আর সেটাও আবার অফিশিয়ালি ছুটি থাকলে সেদিনগুলোকে বাদ ধরা হবে। তা এইভাবে বাদ দিয়ে সাত দিনের মধ্যে আশা করা যায় সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে | আশা করা যায় যে দু-একদিনের মধ্যেই এই টাকা সবার একাউন্টে ঢুকে যাবে | আর লেট হলেও ৮ তারিখ কিংবা ১০ তারিখ কিংবা ১২ তারিখ কিংবা ১৩ তারিখে হল এর থেকে বেশি আশা করা যায় যে হবেনা |