গ্রীষ্মের গরমের কারণে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে গরমের ছুটি বাড়ানো হয়েছে, স্কুলগুলি বন্ধ থাকবে, জুলাই মাসের ১৬ তারিখ পর্যন্ত, দেশের বিভিন্ন রাজ্যে ৪৬ দিন পর্যন্ত স্কুলের ছুটি থাকবে। গ্রীষ্মের গরমে পারদ ক্রমেই বেড়ে চলেছে তাতেই নাজেহাল অবস্থা ছোট থেকে বড় সকলের, এই সময় নানান রকম শারীরিক সমস্যা দেখা দেয় বাচ্চা থেকে বড় সকলেরই সেই কারণেই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য গরমের ছুটি বাড়ানো হলো সরকারি পক্ষ থেকে জুলাই মাসের ১৬ তারিখ পর্যন্ত স্কুল বন্ধের কথা ঘোষণা করা হয়েছে সকল স্কুলকে এই নির্দেশ মানার কথা বলা হয়েছে।| তামিলনাড়ু দিল্লি এবং বিহারে সরকারী ও বেসরকারি স্কুলে পয়লা জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট 46 দিন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে| মহারাষ্ট্র ও কর্ণাটকের সমস্ত স্কুল ৩০ মে থেকে ১৪ই জুলাই পর্যন্ত বন্ধ থাকবে, রাজস্থানে ৩১ শে মে থেকে ১৫ জুলাই স্কুল বন্ধ থাকবে ,বাংলায় দোসরা জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত স্কুল বন্ধ থাকবে ,এ বছর বিভিন্ন রাজ্যে গরমের ছুটি ৪৬ দিন পর্যন্ত|
