প্রকাশ দুর্লভঃ সুরেলা গলায় অভিনয়ের ছন্দে যিনি ভরা সাংবাদিক সম্মেলনে খোজ মেজাজে গাইলেন তোমাতে আমাতে দেখা হয়েছিল জানিনা কবে কোথায়, তবে তিনি কিন্তু বাঙালি নন তিনি হলেন মালওয়ালি। দ্বিতীয় হিন্দি ছবিতে প্রথম সারির অভিনেত্রী তিনি। এনাকে তো আপনারা সবাই চেনেন নাম হলেন বিদ্যা বেলন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই গোটা বৈঠক জুড়েই বেশ ঝলমলে মেজাজে দেখা গেল বিদ্যা ব্যেলনকে। নানান রকম কথা বলার মাঝে তিনি জানিয়ে দিলেন এই মুহূর্তে তিনি কোন অতিথি অথবা কোন সিরিজে কাজ করছেন না বরং বেশ কিছু চিত্রনাট্য খুঁটিয়ে পড়ছেন বাংলার কোন কোন পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে তার মনে এই সমস্ত প্রশ্নের জবাবে খানিকটা গম্ভীর মুখে তিনি বললেন মানিকদার সঙ্গে কাজ করতে চাই। কি কথা বলেই জানালেন সেটা তো আর সম্ভব হবে না তবে আশা করছি খুব শিগগিরই টলিউড ইন্ডাস্ট্রিতেও একটা নতুন ছবিতে কাজ করব। এ কথা বলেন তার সেই হাসি হেসে উঠলেন।
তিনি জানালেন আজ থেকে ঠিক কুড়ি বছর আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থালিগাল হওয়ার অভিজ্ঞতা যেটা কলকাতাতে হয়েছিলেন। আরও জানালেন সেবারে ঘুরে ঘুরে উৎসবের আসা সব কটি ছবি দেখিয়েছিলেন তিনি। তিনি বাঙ্গালীদের ভালবাসেন এবং বাংলা ভাষা পছন্দ করেন আমিতো বাংলাতে কাজ করবোই। আমি অনেকদিন ধরেই টলিউড এ আছি এবং টলিউডের অভিনয় করতে চাই। তাই তো ডাইরেক্টরদের সাথে যোগাযোগ আমার আছে। কয়েক বছর আগেও আমাকে টলিউড থেকে বেশ কয়েকটি ছবির অফার এসেছিল ডাইরেক্টর এর কাছ থেকে তবে এখন কেউ আমার সঙ্গে যোগাযোগ কেমন রাখেন নাই।
কৌতুক ধর্মী ছবি পাড়ার আমার খুবই শখ সেটাও তো পাচ্ছি না করো না পর্বের পর থেকেই একটু হালকা মেজাজের ছবি করার খুবই ইচ্ছা হচ্ছে আমার। এমন প্রসঙ্গে তিনি বলে উঠলেন মেথড এক্টিং কি আমি জানিনা আমার তথাকথিত কোন অভিনয়ের প্রশিক্ষণ নেই চিত্রনাট্য মন দিয়ে পড়ি সেখান থেকেই চিত্র তার একটা প্রাথমিক ধারণা তো এসে যায়। তারপর থেকে ঘনঘন কোন চরিত্রের অভিনয়ের আগে ডাইরেক্টর সাথে সেই চরিত্রের নিয়ে কথা বলি আড্ডা ইয়ার্কি এই সব থেকেই আমি অভিনয়ের মেজাজ এ থাকি। ভুলভুলাইয়া সিনেমায় প্রমোজনের জন্য আমি কলকাতাতে এসেছি এবং কলকাতার শহরে রাস্তায় খালি পায়ে দাঁড়িয়ে তার প্রচার করেছি। ট্রামে ময়দানে ঘুরেছি এগুলোতো কলকাতার অবিচ্ছেদ্য এক অংশ।