রাজ্যের সরকারি চাকরিজিবিদের জন্য রয়েছে খুশির খবর জানুয়ারি থেকেই ৭ হাজার টাকা বেতন বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের, এমনটাই ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, West Bengal Government Employees Salary Hike

By Sujit Durlov

Published On:

নতুন বছরের শুরুতেই একটা খুশির খবর দিতে চলেছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি চাকুরীজীবীদের, দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মীরা, বেতন বৃদ্ধি এবং ডি এর দাবিতে আন্দোলনের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তবে সরকারের নিন্দা যে ভালো লাগেনা মামলা জাল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত এবার সরকারি কর্মীদের স্বার্থ রক্ষার্থে মাঠে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তিনি ঘোষণা করেছেন, বছরের শুরুতেই তাদের সাত হাজার টাকা বেতন বাড়তে চলেছে,

West Bengal Government Employees Salary Hike

কেন্দ্রীয় হারের দিয়ে দেওয়া নিয়ে বহুদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা নিজেদের দাবি তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিকটে. তবে এখনো পর্যন্ত সেই নিয়ে কোন সবর নড়াচড়া দেখা যায়নি সরকারি দপ্তর থেকে তবে এবছর মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা নিলেন যে রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় সাত হাজার টাকা বাড়ানো হবে।

২০২৫ সালের থেকেই এই নতুন বেতন কাঠামো চালু হবে বলে খবর মিলেছে। এই মুহূর্তে এই খবর শোনার পর সকল সরকারি চাকরিজীবীদের মুখে হাসি ফেটেছে।

কাদের বেতন বাড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ?

যারা বহুদিন ধরে বেতন বৃদ্ধি আন্দোলনের সাথে জড়িত ছিলেন রাজ্যের বিভিন্ন আন্দোলনের সাথে যারা আজ বাড়ছিল বেতন বৃদ্ধি নিয়ে এই সমস্ত চাকরিপ্রার্থীদেরই এই সুবিধা দেওয়া হবে। বিশেষত কেন্দ্রীয় হারের ডিএ প্রদান না হওয়ার রাজ্য জুড়ে সরকারি কর্মীদের মধ্যে এক গভীর ক্ষোভ দেখা দিয়েছিল এর পাশাপাশি বকেয়া দেওয়ার জন্য তারা অনেক ধরনের দাবি তুলেছিলেন. যদিও পরবর্তীতে এই দাবি পূরণ করা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে আর সেই দাবি পূরণ করার লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই ধরনের ঘোষণা জারি করেছেন. 

তবে অধিকাংশ রাজ্যে সরকারি কর্মচারীদের দাবি পূরণ না হলে রাজ্যের অধিকাংশ কর্মীদের দাবি পূরণ করার কথা ও ঘোষণা করেছেন রাজ্যের সরকার আগামী বছর তথা ২০২৫ সালের মধ্যে নির্দিষ্ট কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো চালু করার কথা ঘোষণা করেছেন যা কর্মীদের মুখে হাসি ফোটাতে সাহায্য করবে।

মধ্যে রাজ্য ও কেন্দ্রীয় যৌথ অভিযানে ভোকেশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন প্রকল্পে কর্মীদের জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত আইটিসি কম্পিউটার টিচারদের জন্য এই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সঙ্গে নতুন কাঠামো অনুযায়ী পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকলে নিম্নতম বেতন হবে ২১ হাজার টাকা আর তিনি যদি ১০ বছর চাকরি করে থাকেন তবে তার বেতন বৃদ্ধি করা হবে আরো পাঁচ হাজার টাকা। কোন ব্যক্তি পনেরো বছরের চাকরি করে থাকে তবে তার বেতন দে হবে ৩২ হাজার টাকা। আর তিনি যদি ২০ বছর পুরনো অভিজ্ঞতা হয়ে থাকে তবে তার বেতন দেয়া হয়ে থাকবে ৪০ হাজার টাকা। সবমিলিয়ে বলা যেতে পারে এক ধাক্কায় সাত হাজার টাকা বেতন বৃদ্ধির নয়া সিদ্ধান্ত ঘোষণা করলেন মাননীয় মমতা বন্দোপাধ্যায়.

Technical Prokash

Technical Prokash- আমি প্রকাশ দুর্লভ। গত ২ বছর যাবৎ এসইও মার্কেটিংয়ের মাধ্যমে ওয়েবসাইট র‍্যাঙ্কিং, ভিজিটর বা সেল বৃদ্ধি করে গ্রাহকদের সহায়তা করছি। মূলত এই ওয়েবসাইট থেকে আপনারা ব্লগিং সংক্রান্ত সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন কিভাবে একটি ফ্রি ব্লক বানিয়ে অর্থ উপার্জন করবেন সেই সঙ্গে এসিও কিভাবে করবেন এছাড়াও ব্লগারের বিভিন্ন প্রিমিয়াম থিম গুলো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব

  • Call- 9749344711
  • Mail- Technicalprokash@gmail.com
  • Adress- Harinagar Ranaghat Dist- Nadia, Pin-741201

Leave a Comment