এই ডিসেম্বরে রাজ্যবাসীর জন্য রয়েছে খুশির খবর সবার একাউন্টে ঢুকবে টাকা, ৯৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার

By Sujit Durlov

Updated On:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরের একটি মেগা আর্থিক পরিকল্পনা দিয়ে আসছে। আসলে রাজ্যের মানুষকে অবাক করার পরিকল্পনা করছে এই রাজ্য সরকার। ইতিমধ্যেই মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে মাত্র আর কয়েক মাসের মধ্যেই মোট ৯৫০০ কোটি টাকা পাঠানো হবে এই বছর শেষ হওয়ার আগেই রাজ্যের সমস্ত নাগরিকদের জন্য এক বড় পরিকল্পনার উদ্যোগ নিয়েছেন এতে অনেক গরিব মানুষ উপকৃত হবে বলে জানা গিয়েছে।

আবাসন প্রকল্পের টাকা ছাড়া হবে

এই চমকের প্রথম অংশে বলা যেতে পারে হাউজিং স্কিম রয়েছে অর্থাৎ আবাস যোজনা ডিসেম্বরে ১৫ই ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকার ১২ লক্ষ দরিদ্র পরিবারকে ব্যাংক অ্যাকাউন্টের টাকা পাঠাবে ষাট হাজার টাকা করে। আবাস যোজনার প্রথম কৃষ্টি এবং মোট পরিমাণ হলো ৭২০০ টাকা করে একজন সরকারি আধিকারিক এটিকে বাংলার জনগণের জন্য ক্রিসমাস উপহার হিসেবে বর্ণনা করেছেন কারণ এটি মূলত বড়দিনের সময় পাঠানো হবে বলে বড়দিনের উপহার বলেই তিনি জানিয়েছেন।

মহিলাদের জন্য এই প্রকল্পে টাকা পাঠাবে রাজ্য সরকার 

এই পরিকল্পনার আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মহিলাদের জন্য লক্ষী ভান্ডার প্রকল্প ডিসেম্বরে সরকার এই প্রকল্পের অধীনস্থ দুই কোটি মহিলাদের জন্য প্রায় ২৩০০ টাকা করে বরাদ্দ করবে। এই আর্থিক সাহায্যের জন্য যোগ্য নারী এরা কেবলমাত্র বাড়িতে বসেই এই প্রকল্পের আয়ত্তে আসা মহিলারা পেয়ে যাবেন এই পরিকল্পের টাকা তার জন্য প্রতিবছর পাঁচ লক্ষ নতুন সুবিধাভোগী যুক্ত করা হচ্ছে।

যদিও এটি সরকারের জন্য কাজ ছুটিতে কিছুটা চ্যালেঞ্জিং করে তুলেছে তবে ভালো খবর হলো যে যোগ্যতা অর্জন করবে তারা সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টেই টাকা পাবেন। এমন প্রসঙ্গে আরো বলা যেতে পারে যে কেন্দ্রীয় সরকার আসন্ন প্রকল্পে ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের জন্য তহবিল আটকে দিয়েছে এমনিতে অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে রয়েছে রাজ্য সরকারের তো, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দিন রাজ্য সরকার এই বিষয়গুলিদের উপর স্বেচ্ছার হয়েছে। বাংলার জনগণকে আর্থিকভাবে সফল গড়ে তোলার জন্য এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে বাংলার রাজ্য সরকারের তরফ থেকে।

Technical Prokash

Technical Prokash- আমি প্রকাশ দুর্লভ। গত ২ বছর যাবৎ এসইও মার্কেটিংয়ের মাধ্যমে ওয়েবসাইট র‍্যাঙ্কিং, ভিজিটর বা সেল বৃদ্ধি করে গ্রাহকদের সহায়তা করছি। মূলত এই ওয়েবসাইট থেকে আপনারা ব্লগিং সংক্রান্ত সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন কিভাবে একটি ফ্রি ব্লক বানিয়ে অর্থ উপার্জন করবেন সেই সঙ্গে এসিও কিভাবে করবেন এছাড়াও ব্লগারের বিভিন্ন প্রিমিয়াম থিম গুলো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব

  • Call- 9749344711
  • Mail- Technicalprokash@gmail.com
  • Adress- Harinagar Ranaghat Dist- Nadia, Pin-741201