Google AdSense Approval Tips | AdSense Approval Tips for Blogger  |  ব্লগার ওয়েবসাইটে কিভাবে গুগল এডসেন্সের অ্যাপ্রভাল পাবেন

By Sujit Durlov

Published On:

 Google AdSense Approval Tips | AdSense Approval Tips for Blogger  |  ব্লগার ওয়েবসাইটে কিভাবে গুগল এডসেন্সের অ্যাপ্রভাল পাবেন

আপনি যদি একটা ব্লগ ওয়েবসাইট  তৈরি করার কথা প্রথমেই ভাবেন তাহলে আপনার মাথায় আসবে Blogger এর কথা  এর জন্য আপনাকে ভালো করে ব্লগিংয়ের বিষয়বস্তু জানতে হবে। প্রথমে আপনাকে শিখতে হবে আর্টিকেল লেখা। কিভাবে আপনি অন পেজ এসইও করবেন সেটা জানতে হবে। ব্যাকলিংক তৈরি করা শিখতে হবে একটি ওয়েবসাইট কে ভালোভাবে কাস্টমাইজ করা শিখতে হবে এইগুলি জানতে হবে তবে ব্লগিংয়ের বেসিক সেটিং গুলি আপনি করতে পারবেন।

 আমি সবসময়ই সবাইকে বলি কিভাবে আপনারা একটা ফ্রী ব্লক ওয়েবসাইট তৈরি করে সেখানে এডসেন্স অ্যাপ্রুভাল করে অর্থ উপার্জন করতে পারবেন এই সমস্ত বিষয়গুলি নিয়ে।

 প্রথমে ব্লগার ওয়েবসাইটের বেসিক setting আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা প্রথমে গুগলে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন ব্লগারে এবার আপনি কোন বড় কোম্পানির কাছ থেকে Domain কিনে নেবেন আপনার পছন্দ অনুযায়ী ।

  • .com 700/- মধ্যে পেয়ে যাবেন
  • .in 599/- টাকার মধ্যে পেয়ে যাবেন
  • .online 180/- টাকার মধ্যে পেয়ে যাবেন
  • .xyz 150/- টাকার মধ্যে পেয়ে যাবেন
  • .site 150/- টাকার মধ্যে পেয়ে যাবেন
তবে এই সমস্ত কোম্পানিগুলি আপনাকে ডোমেন রেজিস্ট্রেশন করার জন্য +120 টাকা GST ট্যাক্স কেটে নেবে যা এক বছর পর আপনাকে রেনোয়ালের সময় আর দিতে হবেনা। এবার এটা ব্লগারের সাথে কিভাবে যুক্ত করবেন।

এর জন্য আপনি আপনার ব্লগার ওয়েবসাইটের Setting অপশনে চলে যাবেন। সেখানে custom domain অপসন ক্লিক করুন।

এবার এখানে www.yourdomain.com ডোমন বসালে আপনার সামনে dns code চলে আসবে সাগুলিকে copy করে আপনি ডোমন প্রভাইড করা কোম্পানিতে গিয়ে dns managment অপশনে গিয়ে cname select kore নির্দিষ্ট জায়গায় বসিয়া দিতে হবে।


উপরে দেওয়া চিত্র অনুযায়ী আপনারা ব্লগারের ভেতর  ডোমেইন যুক্ত করতে পারবেন। ২ বার শুধু আপনাকে ডি এন এস কোড যুক্ত করতে হবে। তবে এখন আপনার কাজ শেষ হয়নি আপনাকে আরো একটি কাজ করতে হবে এখানে নিচে দেওয়া প্রক্সি কোডগুলিকে  A Type সিলেক্ট করে Name জায়গাতে @ রাখবেন ও Points to ঘরে ওই proxy addrence বসিয়ে দেবেন।
  • 216.239.32.21
  • 216.239.34.21
  • 216.239.36.21
  • 216.239.38.21

এই কোডগুলিকে চার বার বসিয়ে আপনি তারপর সেভ করে দেবেন। আপনার প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে এবার আপনার প্রয়োজন পড়বে একটা ভালো রেসপন্সিভ থিমের। যেটা আমাদের এই ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন আমি সম্ভবত আপনাদেরকে এই থিমটি কাস্টমাইজ করাও দেখিয়ে দিয়েছি নির্দিষ্ট আর্টিকেলে টিমটির নাম হল Magpro Premium Blogger Theme। থিমটি কি আপনারা সহজেই কাস্টমাইজ করতে পারবেন খুব লাইট একটি থিম আর এটি ব্লগার ওয়েবসাইটের জন্য খুব উপযোগী আমি সহজে এই থিমটি দিয়ে অনেক ওয়েবসাইটে অ্যাড্রেস এপ্রুভাল পেয়েছি।

ব্লগার ওয়েবসাইটে SEO Setting: ব্লগার ওয়েব সাইটে কিভাবে এসিও সেটিং করবেন এইটা না জানা থাকলে আপনার ওয়েবসাইটে কোন আর্টিকেল কখনো রেঙ্ক করবে না Google Search এ আপনার ওয়েবসাইট কখনো যাবেনা। আর অর্গানিক ট্রাফিক ছাড়া গুগল AdSense কখনো Approval দেয়না।

এই সমস্ত দিকগুলি ফলো রেখে আপনি কাজটি করবেন। আপনার প্রয়োজন হবে এমন কিছু Keywoard যা আপনার ওয়েবসাইটের সঙ্গে সম্পর্কিত। আপনি যদি এই কিওয়ার্ডগুলো একটু ভালো করে রিসার্চ করিয়ে নিতে পারেন তবে আপনার ওয়েব সাইট সেই সমস্ত কিওয়ার্ডের দ্বারা Rank করবে।

 ব্লগার ওয়েবসাইটে এডসেন্স তারপর বলের জন্য ১০০০ ওয়ার্ডের অধিক আর্টিকেল লিখতে হবে এবং সেই আর্টিকেলগুলি h1, h2, h3, h4 এর ব্যবহার থাকতে হবে। আর আপনি যদি একটু ভালো করে কি বার রিচার্জ করে আর্টিকেল লেখার সাথে সাথে প্রতিটি আর্টিকেলের ডিজাইন চেক করে নেন তাহলে আরো ভালো হয়। এর জন্য আপনি কখনো চ্যাট জিপির সাহায্য নেবেন না তাহলে আপনার ওয়েবসাইট কখনো গুগল এডসেন্সের তালিকায় মনিটাইজেশন পাবে না। আপনি বিশুদ্ধ কনটেন্ট লেখার জন্য Google Docs এর ভয়েস টাইপ সিস্টেমটির সাহায্য নিতে পারেন। এর সাহায্যে আপনি শুধুমাত্র মুখে কথা বলে আর্টিকেল লিখতে পারবেন। কম সময়ে অত্যাধিক মাত্রায়।

আপনাকে পাঁচটি পলিসি পেজ তৈরি করে নিতে হবে। এই পলিসি পেজ গুলোতে আপনার ওয়েবসাইট সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা দেওয়া থাকবে। আপনার ওয়েবসাইটটির নিস কি প্রকার রয়েছে আপনি এই ওয়েবসাইটটি দ্বারা কি বোঝাতে চাইছেন আপনার পলিসি সিস্টেম কি রয়েছে।
  1. About
  2. Contact
  3. Disclaimer
  4. Privacy Policy
  5. Term & Conditions
 এই পাঁচটি পেজের মাধ্যমে আপনার ইউজাররা, আপনার ওয়েবসাইটটির সম্পর্কে আপনার ওয়েবসাইটে যে সমস্ত ধারণা দেওয়া রয়েছে আপনার শর্তাবলী সম্পূর্ণ কিছু তারা জানতে পারবে এই পেজ গুলির মাধ্যমে তো এই পেজগুলি ছাড়া কিন্তু কখনোই গুগল এডসেন্স দেবে না। আপনাকে অবশ্যই কিন্তু এই পেজগুলোকে ইনটেক্স করাতে হবে।

 গুগল এডসেন্সের এপ্রুভাল পাওয়ার জন্য প্রতিদিন আপনাকে তিনটি করে আর্টিকেল লিখতে হবে এবং ঠিকঠাক মতো চেক করতে হবে সেগুলো ইনটেক্স হচ্ছে কিনা। একটানা ৪৫ দিন ধরে আপনারা আরটিকে লিখতে থাকুন ১০০টি আর্টিকেল হয়ে গেলে তারপর আপনারা google এডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন।

 তাহলে হয়তো আপনারা বুঝতে পারলেন গুগল এডসেন্স অ্যাপ্রভাল পাওয়ার জন্য যে সমস্ত নিয়ম-কানুন গুলি মেনে আপনাকে কাজগুলি করতে হবে।

Technical Prokash

Technical Prokash- আমি প্রকাশ দুর্লভ। গত ২ বছর যাবৎ এসইও মার্কেটিংয়ের মাধ্যমে ওয়েবসাইট র‍্যাঙ্কিং, ভিজিটর বা সেল বৃদ্ধি করে গ্রাহকদের সহায়তা করছি। মূলত এই ওয়েবসাইট থেকে আপনারা ব্লগিং সংক্রান্ত সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন কিভাবে একটি ফ্রি ব্লক বানিয়ে অর্থ উপার্জন করবেন সেই সঙ্গে এসিও কিভাবে করবেন এছাড়াও ব্লগারের বিভিন্ন প্রিমিয়াম থিম গুলো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব

  • Call- 9749344711
  • Mail- Technicalprokash@gmail.com
  • Adress- Harinagar Ranaghat Dist- Nadia, Pin-741201

Leave a Comment