বলিউডে একসময় পাঁচটি ছবি মুক্তি পায় একই নামে, জেনে নিন সেই পাঁচটি ছবির নাম কি ? Same Name Movie Bollywood Story

By Sujit Durlov

Published On:

বিশ্বের মধ্যে একটা অন্যতম নিত্যতম , চলচ্চিত্র হলো বলিউড প্রতিবছর প্রায় কয়েকশো হিন্দি মুভি রিলিজ করে এই বলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু এর মধ্যে সবই ছবি কিন্তু হিট হয় না মধ্যে বেশ কিছু ছবি মুক্তি পাই বক্স অফিসের জন্য সাফল্য অর্জন করে বাকি সিনেমাগুলো তেমন প্রচার পায় না বা সাফল্য লাভ হয় না, বলিউডে বেশ কিছু আশ্চর্যজনক বিষয়বস্তু রয়েছে. 

একই নামে ছবি মুক্তি পেয়েছে বলিউডে 

এখনকার সময়ে সাধারণত দুটি ছবি মুক্তি পাই না বলিউডে, এই সময়ে প্রচুর কপিরাইট সিস্টেম রয়েছে কিন্তু সেই সময়ে এইসব কিছুই ছিল না কিন্তু জানলে আপনারা অবাক হবেন যে বলিউড একই নামে দুটি মুভি মুক্তি পেয়েছে ৫/৫ টি ছবি, আর অদ্ভুতভাবেই প্রতিটি ছবি হয়েছে সুপার হিট ওই নাম হওয়া সত্বেও প্রতিটি ছবি বক্স অফিসে ভালো ফল দেখিয়েছে, 

প্রথম রাজ ছবি: এই ছবিতে অভিনয় করেছেন রাজেশ খান্না। বিগত ৫৭ বছর আগে মুক্তি পেয়েছে এই ছবিটি, প্রথম রাত ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬৭ সালে ছবিতে রাজেশ খান্না ও ববিতা অভিনয় করেছিলেন। রবীন্দ্র দেব পরিচালিত এই ছবিটি ওই সময়ে প্রায় এক কোটি টাকা উপার্জন করেছিলেন যার সর্বোচ্চ শিখর অর্জন করেছিল বক্স অফিসে।

এরপর ১৯৮১ সালে এর একটি ছবি মুক্তি পাই রাজ নামে এবারে পরিচালিত হরমেশ মালত্রা ছবিতে অভিনয় করেছিলেন রাজবাব্বর এবং সুলক্ষণা পন্ডিত এই ছবিটি বেশ সুপারহিট হয়েছিল বক্স অফিসে সেই সময়ে। এরপরে বেশ কয়েক বছর পর ২০০২ সালে মুক্তি পাই রাজসিনেমাটি বিপাশা বাসু ছিলেন এই ছবিটির মুখ্য চরিত্রে নায়িকার যার উপর ভূতের ঘরকে কেন্দ্র করে এই সিনেমাটি চলেছিল এবং তার স্বামীকে নিয়েই ঘটিত হয়েছিল ও মূল রচনাটা. 

এরপরে দ্বিতীয় রাজ সিনেমাটি ২০০৯ সালে মুক্তি পাই ইমরান হাসমিন ও গঙ্গা রানাওয়াত এই সিনেমাটিতে অভিনয় করেছিল এই সিনেমা দর্শকের মন জয় করেছিল হরর থ্রিলার হিসেবে, এরপরে রাজ ওয়ান ও রাজ টু ছবিটি মুক্তি পায় ২০১২ সালে দ্বিতীয় ছবিতে ইমরান হাসমিনের বিপরীতে অভিনয় করা সত্ত্বেও ছবিটি এত সুন্দর ভাবে গুছানো ছিল যে ছবিটিতে থ্রিডি স্পেশালিফেক্ট এর থিয়েটারে থাকা দর্শকরা একেবারে ভয়ে আতঙ্কে উঠেছিল এই শেষ দফা হল রাজ সিনেমাটির, এতগুলো ছবি মুক্তি পাওয়া সত্ত্বেও একই নামে সবগুলো কিন্তু সুপারহিট হিসাবে বিবেচনা করেছেন দর্শকেরা .

Technical Prokash

Technical Prokash- আমি প্রকাশ দুর্লভ। গত ২ বছর যাবৎ এসইও মার্কেটিংয়ের মাধ্যমে ওয়েবসাইট র‍্যাঙ্কিং, ভিজিটর বা সেল বৃদ্ধি করে গ্রাহকদের সহায়তা করছি। মূলত এই ওয়েবসাইট থেকে আপনারা ব্লগিং সংক্রান্ত সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন কিভাবে একটি ফ্রি ব্লক বানিয়ে অর্থ উপার্জন করবেন সেই সঙ্গে এসিও কিভাবে করবেন এছাড়াও ব্লগারের বিভিন্ন প্রিমিয়াম থিম গুলো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব

  • Call- 9749344711
  • Mail- Technicalprokash@gmail.com
  • Adress- Harinagar Ranaghat Dist- Nadia, Pin-741201

Leave a Comment